বিকাশে চলে এলো গেম খেলে ২০০০টাকা বোনাস পাওয়ার অফার। বিকাশ অ্যাপ থেকে Cric Master গেম খেলে গ্রাহক জিতে নিতে পারেন ২০০০টাকা বোনাস এবং অ্যামাজন ট্যাব।
চলুন জেনে নেওয়া যাক বিকাশ ক্রিক মাস্টার গেম খেলে কিভাবে ২০০০টাকা জিতে নিতে পারেন সে সম্পর্কে বিস্তারিত।
ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত
বিকাশ ক্রিক মাস্টার গেমে অংশগ্রহণ করা যাবে বিকাশ অ্যাপের “গেমস” সেকশন থেকে। এই প্রতিযোগিতার শীর্ষস্থানে থাকা ৪০০জন পুরস্কার পাবেন।
চলুন জেনে নেওয়া যাক এই প্রতিযোগিতার শীর্ষস্থানে থাকা ব্যাক্তিগণ কি কি পুরস্কার পাবেন।
- র্যাংক ১ঃ ২০০০টাকা
- র্যাংক ২-৩ঃ ১০০০টাকা
- র্যাংক ৪-৫ঃ ৫০০টাকা
- র্যাংক ৬-১০ঃ ৩০০টাকা
- র্যাংক ১১-১০০ঃ ১৫০টাকা
- র্যাংক ১০১-২০০ঃ ১০০টাকা
- র্যাংক ২০১-৪০০ঃ ৫০টাকা
- টুর্নামেন্ট সেরাদের জন্য থাকছে অ্যামাজন ট্যাব
অংশ নেওয়ার নিয়ম
বিকাশ ক্রিক মাস্টার গেমে অংশগ্রহণ করা একদম সহজ। বিকাশ অ্যাপ থেকে যেকেউ খুব সহজে বিকাশ ক্রিক মাস্টার গেমে অংশগ্রহণ করতে পারবেন। বিকাশ ক্রিম মাস্টার ক্যাম্পেইনে অংশগ্রহণ করার নিয়মঃ
- পিন প্রদান করে বিকাশ অ্যাপে প্রবেশ করুন
- নিচের দিকে স্ক্রল করে “Games / গেমস” অপশনে ট্যাপ করুন
- এবার Cric Master অপশনে ট্যাপ করুন
- শর্তের সাথে সম্মত হয়ে এগিয়ে যান
- ক্যাম্পেইনের প্রাইজ পুল, মোট প্লেয়ার সংখ্যা ও ক্যাম্পেইন শেষ হওয়ার মেয়াদ দেখতে পাবেন
- গেমে অংশগ্রহণ করতে Pay Now TK15 অপশনে ট্যাপ করে ১৫টাকা পে করুন
- এবার Play অপশনে ট্যাপ করে গেম খেলতে পারবেন
ব্যাস! এভাবে বেশ সহজে বিকাশ ক্রিক মাস্টার গেমে অংশগ্রহণ করতে পারবেন। ক্রিক মাস্টার গেম খেলে স্কোর বাড়াতে পারবেন। গেমে শীর্ষস্থান দখলকারী মোট ৪০০জন পেয়ে যাবেন পুরস্কার।
🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥
শর্তসমূহ
উল্লেখ্য যে বিকাশ এর এই Cric Master গেম মূলত গোয়ামা গেমস এর সৌজন্যে অনুষ্ঠিত হচ্ছে। এই গেমে অংশগ্রহণ করতে অবশ্যই ১৮ বছর বা তার অধিক বয়স হতে হবে। গেমের সকল কনটেন্ট, প্ল্যাটফর্ম, ও অপারেশন সম্পুর্ন গোয়ামা গেমস এর দ্বারা নিয়ন্ত্রিত। অর্থাৎ এই গেমে বিকাশ কোনো ক্ষেত্রে দায়ি থাকবেনা
বিকাশ এখানে শুধুমাত্র পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করছে। 09678821214 নাম্বারে কল করে কোনো প্রয়োজন বা প্রশ্ন জানাতে পারেন গোয়ামা গেমস এর কাস্টমার কেয়ারে।
👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।
Yes