আগামীকাল ২২ অক্টোবর আবু ধাবি’তে নকিয়া ওয়ার্ল্ড ইভেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে নতুন ছয়টি নকিয়া স্মার্ট ডিভাইসের ঘোষণা আসবে বলে শোনা যাচ্ছে। কিন্তু এরই মধ্যে ওয়াল স্ট্রিট জার্নাল প্রকাশ করল নতুন তথ্য। সংবাদ মাধ্যমটি নির্ভরযোগ্য সূত্রের উদ্ধৃতি দিয়ে জানাচ্ছে, গত জুলাই-সেপ্টেম্বর কোয়ার্টারে কমপক্ষে ৮ মিলিয়ন লুমিয়া স্মার্টফোন বিক্রি করেছে নকিয়া। এই সংখ্যা ফিনিশ কোম্পানিটির জন্য এক রেকর্ড।
গত বছরের একই মৌসুমে মাত্র ২.৯ মিলিয়ন উইন্ডোজ স্মার্টফোন সেল করতে সমর্থ হয়েছিল নকিয়া। আর এই বছর এপ্রিল-জুন প্রান্তিকে বিক্রি হয় ৭.৪ মিলিয়ন লুমিয়া।
যদিও অ্যাপল–স্যামসাংয়ের মত প্রতিযোগী কোম্পানিগুলোর বাজার দখলের তুলনায় নকিয়ার এই পরিসংখ্যান অনেক দুর্বল, তবে উইন্ডোজ ফোন প্ল্যাটফর্মের জন্য এটি একটি সুসংবাদ বটে।
২২ অক্টোবরের ইভেন্টে সম্ভাব্য কী কী ডিভাইস উন্মোচিত হতে পারে তা জানতে এই লিংক দেখুন।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।