বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুকের ‘টাইমলাইন লুকআপ বাই নেম’ প্রাইভেসি ফিচার

সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুকের একটি প্রাইভেসি ফিচার ‘হু ক্যান লুক আপ ইওর টাইমলাইন বাইন নেইম’ বন্ধ করে দেয়া হচ্ছে।

এই অপশনটি ব্যবহার করে আপনি অন্যান্য ফেসবুক ব্যবহারকারীদেরকে সরাসরি আপনার নাম টাইপ করে প্রোফাইল দেখা থেকে বিরত রাখতে পারতেন।

ফেসবুক বলছে, বর্তমানে সাইটে এর চেয়ে আরও উত্তম প্রাইভেসি সেটিংস থাকায় পুরাতন এই বৈশিষ্ট্যটি বন্ধ করে দিচ্ছে তারা।

আপনি যদি ইতোপূর্বে উক্ত ফিচার চালু করে থাকেন তাহলে ফেসবুকে লগইন করা মাত্রই আপনার নিকট একটি নোটিফিকেশন চলে আসবে, যা অপশনটি বন্ধ হয়ে যাওয়া সঙ্ক্রান্ত তথ্য দেবে।

এরপর থেকে আপনি আপনার সম্পূর্ণ টাইমলাইনের স্থলে এর কনটেন্ট প্রাইভেসির দিকেই বেশি নজর দিতে আগ্রহী হবেন বলে আশা করছে ফেসবুক। আপনি কি ‘হু ক্যান লুক আপ ইওর টাইমলাইন বাইন নেইম’ ফিচারটি ব্যবহার করতেন? ফেসবুকের এই সিদ্ধান্তের ব্যাপারে আপনার কী মতামত?

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,568 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *