ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম

সোশ্যাল মিডিয়া সাইটগুলো হ্যাকারদের মূল টার্গেটে পরিণত হয়েছে। তাই ইন্টারনেট নিরাপত্তাকে মোটেই হালকা ভাবে নেওয়া উচিত নয়। আপনার ডাটা সুরক্ষিত রাখতে ও হ্যাকিং থেকে নিরাপদ রাখতে নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করা ভালো একটি পদক্ষেপ। বিশেষ করে নিয়মিত ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ বা পরিবর্তন করা উচিত।

কম্পিউটার ও মোবাইল, উভয় ডিভাইস থেকে খুব সহজেই ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করা যায়। কম্পিউটার থেকে ব্রাউজার ব্যবহার করে ও মোবাইলে ফেসবুক অ্যাপ ব্যবহার করে অল্প সময়েই ফেসবুক এর পাসওয়ার্ড পরিবর্তন করা যাবে। চলুন জেনে নেওয়া যাক ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন বা বদল করার নিয়ম।

কম্পিউটার থেকে ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম

কম্পিউটার থেকে ব্রাউজারের মাধ্যমে ফেসবুক ওয়েবসাইট প্রবেশ করে, বেশ সহজেই পরিবর্তন করা যাবে ফেসবুক পাসওয়ার্ড।

কম্পিউটারে ফেসবুক এর পাসওয়ার্ড পরিবর্তন করতেঃ

  • কোনো ওয়েব ব্রাউজার থেকে ফেসবুকে প্রবেশ করুন
  • ইতিমধ্যে ফেসবুক একাউন্টে লগিন করা না থাকলে লগিন করে নিন
  • স্ক্রিনের উপরের দিকে ডান কোণায় থাকা ড্রপ ডাউন মেন্যুতে ক্লিক করুন
Profile Settings
  • এরপর Settings & Privacy তে ক্লিক করুন, তারপর Settings এ ক্লিক করুন
Settings and Privacy
  • এরপর স্ক্রিনের বামপাশে থাকা মেন্যু থেকে Security & Login এ ক্লিক করুন
Security and Login
  • Login সেকশনে থাকা Change Password এর পাশে থাকা Edit এ ক্লিক করুন
Change Password Edit
  • আপনার বর্তমান ফেসবুক পাসওয়ার্ড প্রদান করুন। এরপরের ঘরে নতুন পাসওয়ার্ড লিখুন ও আবার কনফার্ম করতে লিখুন। নতুন পাসওয়ার্ড কনফার্ম করতে Save Changes বাটনে ক্লিক করুন।
Type Pass and Save

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

মোবাইল থেকে ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করার নিয়ম

ফেসবুক মোবাইল অ্যাপ থেকে ফেসবুক এর পাসওয়ার্ড কয়েক ধাপে পরিবর্তন করা যাবে। মোবাইলে ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করতেঃ

  • আইফোন বা অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে ফেসবুক অ্যাপে প্রবেশ করুন
  • এরপর হ্যামবার্গার মেন্যুতে ট্যাপ করে নিচের দিকে স্ক্রল করুন
Hamburger Menu
  • Security & Privacy তে ট্যাপ করুন
Android Settings and Privacy
  • Settings এ ট্যাপ করুন
Android Settings
  • Password & Security অপশনে ট্যাপ করলে সিকিউরিটি অপশনে চলে আসবেন
Android Password and Security
  • পাসওয়ার্ড পরিবর্তন করতে Change Password এ ক্লিক করুন
Android Change Password
  • আপনার বর্তমান ফেসবুক পাসওয়ার্ড প্রদান করুন, নতুন পাসওয়ার্ড লিখুন ও আবার কনফার্ম করতে লিখুন
  • এরপর পাসওয়ার্ড পরিবর্তন কনফার্ম করতে Update Password এ ট্যাপ করুন।
Android Update Password

ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়

ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করার প্রক্রিয়াতে বর্তমান ফেসবুক পাসওয়ার্ড প্রয়োজন হয়। তার মানে বর্তমান ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে এভাবে নতুন ফেসবুক পাসওয়ার্ড সেট করা যাবে না। সেক্ষেত্রে আগে ফেসবুক পাসওয়ার্ড রিসেট করতে হবে।

ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করার মতো ফেসবুক পাসওয়ার্ড রিসেট করাও বেশ সহজ। ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে রিসেট করার নিয়ম জানতে আমাদের সংশ্লিষ্ট পোস্টটি দেখতে পারেন 👉 ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়

👉 ফেসবুক ট্রাস্টেড কনটাক্ট এর মাধ্যমে পাসওয়ার্ড উদ্ধার বা রিসেট করার নিয়ম

ফেসবুকের পাসওয়ার্ড শক্তিশালী করার উপায়

ফেসবুক একাউন্টে প্রবেশের দরজার চাবি হলো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড। তাই শক্তিশালী ফেসবুক পাসওয়ার্ড নির্বাচন করা একান্ত জরুরী। চলুন জেনে নেওয়া যাক শক্তিশালী ফেসবুক পাসওয়ার্ড কিভাবে ব্যবহার করবেন।

আরো জানুনঃ জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম

আপনার ফেসবুক পাসওয়ার্ড আপনার কাছে মনে রাখার মত হলেও অন্যরা যাতে সহজে ভেবে বের করতে না পারে এমন হতে হবে। চেষ্টা করুন আপনার প্রতিটি একাউন্টের জন্য আলাদা পাসওয়ার্ড ব্যবহার করতে। অর্থাৎ আপনার ব্যাংক, ইমেইল ও ফেসবুক এর পাসওয়ার্ড আলাদা আলাদা হওয়া উচিত। কারণ, একটি একাউন্টের পাসওয়ার্ড কেউ জেনে গেলে বাকী প্রত্যেকটা একাউন্টের সিকিউরিটি নষ্ট হয়ে যায়।

পাসওয়ার্ড এর দৈর্ঘ্য যত বেশি হবে, অন্যদের কাছে উক্ত পাসওয়ার্ড ধারণা করা ততো কষ্টসাধ্য হবে। তাই বাড়তি নিরাপত্তার জন্য মনে থাকবে এমন দীর্ঘ পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনার ইমেইল, ফোন নাম্বার, জন্মতারিখ, পোষা প্রাণীর নাম, কিংবা ডাকনাম ফেসবুক পাসওয়ার্ড হিসেবে ব্যবহার থেকে বিরত থাকুন।

আরো জানুনঃ শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করার উপায়

নতুন ফেসবুক পাসওয়ার্ড দেওয়ার সময় আপনার পাসওয়ার্ড কতটা শক্তিশালী তা দেখানো হয়। যদি দেখেন আপনার পাসওয়ার্ড যথেষ্ট শক্তিশালী নয়, তবে চেষ্টা করুন ছোট-বড় অক্ষর, সংখ্যা, ইত্যাদি মিশিয়ে শক্তিশালী পাসওয়ার্ড তৈরী করতে। একাধিক শব্দ বা শব্দমালা ব্যবহার করে লম্বা কিন্তু আপনার নিকট মনে রাখতে সুবিধাজনক, এমন পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন।

বর্তমান ফেসবুক পাসওয়ার্ড জানবো কিভাবে?

ফেসবুকের মধ্যে সরাসরি ফেসবুক পাসওয়ার্ড দেখা সম্ভব নয়। এরকম কোনো ফিচার নেই ফেসবুকে। তবে ফেসবুক পাসওয়ার্ড যদি ক্রোম বা অন্য কোনো পাসওয়ার্ড ম্যানেজারে সেভ করা থাকে, তবে তা দেখা সম্ভব। অন্যথায় পাসওয়ার্ড রিসেট করা ছাড়া আর কোনো উপায় নেই।

ফোন নাম্বার বা ইমেইল ছাড়া ফেসবুক পাসওয়ার্ড রিসেট করবো কিভাবে?

আগে থেকে একাউন্টে যুক্ত থাকা ফোন নাম্বার বা ইমেইল ছাড়া ফেসবুক একাউন্ট এর পাসওয়ার্ড রিসেট এর কোনো উপায় নেই। তবে আপনার একাউন্টে ট্রাস্টেড কন্টাক্ট এড করা থাকলে সেক্ষেত্রে একাউন্ট ফিরে পেতেও পারেন।

ফেসবুক ট্রাস্টেড কনটাক্টস সম্পর্কে জানতে আমাদের সংশ্লিষ্ট পোস্টটি দেখতে পারেন 👉 হ্যাকিং এড়াতে ফেসবুকে চালু হল নতুন নিরাপত্তা ফিচার “ট্রাস্টেড কনটাক্টস”

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *