বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার সেট করার নিয়ম ও এর সুবিধা

বিকাশ ব্যবহার করে ৫টি প্রিয় নাম্বারে ফ্রিতে সেন্ড মানি করা যাবে, এটা হয়ত কমবেশি সবাই জানেন। এবার প্রিয় এজেন্ট নাম্বার সেট করার সুবিধা নিয়ে এলো বিকাশ। প্রিয় এজেন্ট নাম্বারে বিকাশ থেকে ক্যাশ আউট এর ক্ষেত্রে প্রতি হাজারে ১৪.৯০টাকা ক্যাশ আউট ফি প্রযোজ্য হবে। অনেকেই বিকাশ প্রিয় নাম্বার আর প্রিয় এজেন্ট নাম্বার এর মধ্যে পার্থক্য বুঝতে পারেন না। এই পোস্টের মাধ্যমে সেই দ্বিধাও দূর হবে।

বিকাশ প্রিয় নাম্বার হচ্ছে বিকাশ পার্সোনাল একাউন্টে সেন্ড মানি করার জন্য বিশেষ একটি সুবিধা। অপরদিকে বিকাশ প্রিয় এজেন্ট নম্বর হচ্ছে বিকাশ থেকে ক্যাশ আউট করার জন্য বিকাশ এজেন্ট নম্বরকে সেট করার সুবিধা। ব্যক্তিগত বিকাশ প্রিয় নম্বর গুলোতে যেমন সেন্ড মানিতে একটি নির্দিষ্ট এমাউন্ট পর্যন্ত বিশেষ সুবিধা পাওয়া যায়, ঠিক তেমনি বিকাশ প্রিয় এজেন্ট নাম্বারেও ক্যাশ আউটে বিশেষ সুবিধা পাওয়া যায়।

চলুন জেনে নেওয়া যাক বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার সেট করার সুবিধা ও কিভাবে বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার সেট করবেন সে সম্পর্কে বিস্তারিত।

বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার এর সুবিধা

প্রতি মাসে যেকোনো একজন এজেন্ট এর বিকাশ এজেন্ট নাম্বার প্রিয় এজেন্ট নাম্বার হিসাবে সেট করতে পারবেন ব্যবহারকারীগণ। প্রিয় এজেন্ট নাম্বারে ১.৪৯% চার্জ প্রযোজ্য হবে ক্যাশ আউট এর ক্ষেত্রে।

তবে প্রতি মাসে সর্বোচ্চ ২৫হাজার টাকা পর্যন্ত এই ১.৪৯% ক্যাশ আউট চার্জ প্রযোজ্য হবে। অর্থাৎ ২৫,০০১ টাকা থেকে শুরু করে রেগুলার বিকাশ ক্যাশ আউট ফি প্রযোজ্য হবে এজেন্ট এর কাছ থেকে ক্যাশ আউট এর ক্ষেত্রে।

২৫ হাজার টাকার থেকে বেশি অর্থ প্রিয় এজেন্ট এর কাছ থেকে ক্যাশ আউট এর ক্ষেত্রে ১.৮৫% চার্জ প্রযোজ্য হবে। এছাড়া অন্য যেকোনো বিকাশ এজেন্টের কাছে যেকোনো এমাউন্ট ক্যাশ আউট করতে এখন থেকে হাজারে ১৮.৫ টাকা হারে খরচ হবে।

👉 বিকাশ ক্যাশ আউট ও সেন্ড মানি খরচ কত?

প্রতি ক্যালেন্ডার মাসে একজন এজেন্ট এর নাম্বার বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার হিসেবে সেট করা যাবে। মাস শেষে চাইলে প্রিয় এজেন্ট নাম্বার পরিবর্তন করা যাবে। গ্রাহকরা *২৪৭# ডায়াল করে কিংবা অ্যাপ ব্যবহার করে প্রিয় এজেন্ট নাম্বার যোগ করা বা বাদ দিতে পারবেন। একইভাবে প্রিয় এজেন্ট নাম্বার চেক করা যাবে।

প্রিয় এজেন্ট নাম্বারে কম খরচে ক্যাশ আউট লিমিট প্রতি মাসে ২৫,০০০ টাকা। উল্লিখিত লিমিট পর্যন্ত ১.৪৯% হারে ক্যাশ আউট চার্জ প্রযোজ্য হবে। এই লিমিট শেষে ১.৮৫% হারে ক্যাশ আউট চার্জ প্রযোজ্য হবে। বিকাশ অ্যাপ কিংবা *২৪৭# ডায়াল করে বিকাশ প্রিয় এজেন্ট নাম্বারে লেনদেনের মোট পরিমাণ দেখা যাবে।

আরো জানুনঃ বিকাশ হেল্প লাইন নাম্বার এবং বিকাশ কাস্টমার কেয়ারে যোগাযোগের পদ্ধতি

অ্যাপ ব্যবহার করে বিকাশ প্রিয় এজেন্ট নম্বর সেট করার নিয়ম – Set bKash Priyo Agent Number Using App

বিকাশ অ্যাপ ব্যবহার করে বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার সেট করা যাবে খুব সহজেই। বিকাশ অ্যাপ এর মাধ্যমে প্রিয় এজেন্ট নাম্বার সেট করতেঃ

  • বিকাশ অ্যাপে প্রবেশ করুন
  • “ক্যাশ আউট” অপশনে ট্যাপ করুন
  • “হাজারে ১৪.৯০টাকায় ক্যাশ আউট করতে চাপুন” লেখায় ট্যাপ করুন
  • এরপর “যোগ করুন” বাটনে ট্যাপ করুন
  • এরপর প্রিয় এজেন্ট নাম্বার প্রদান করুন
  • এরপর আপনার বিকাশ পিন প্রদান করে প্রিয় এজেন্ট নাম্বার সেট করার প্রক্রিয়া সম্পন্ন করুন।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

*২৪৭# ডায়াল করে বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার সেট করার নিয়ম – Set bKash Priyo Agent Number USSD

বিকাশ মোবাইল মেন্যু কোড *২৪৭# ডায়াল করেও বিকাশ প্রিয় এজেন্ট নম্বর সেট করা যাবে। *২৪৭# মেন্যু ব্যবহার করে বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার সেট করতেঃ

  • *247# ডায়াল করুন
  • My Bkash এ প্রবেশ করতে (আট নম্বর অপশনে যেতে) 8 লিখে রিপ্লাই দিন
  • 4 লিখে রিপ্লাই দিয়ে Priyo Numbers মেন্যুতে প্রবেশ করুন
  • প্রিয় এজেন্ট নাম্বার সেট করতে 2 লিখে রিপ্লাই দিন
  • এরপর যে নাম্বারটি বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার হিসাবে সেট করতে চান সেটি প্রদান করে রিপ্লাই প্রদান করুন
  • এরপর আপনার বিকাশ পিন প্রদান করলেই প্রিয় এজেন্ট নাম্বার সেট হয়ে যাবে।

আরো জানুনঃ বিকাশ রিওয়ার্ড কি ও কিভাবে পাবো?

বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার সম্পর্কে বিস্তারিত

বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার সেট করার নিয়ম

বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য একনজরে জেনে নেই চলুনঃ

  • প্রিয় এজেন্ট নাম্বারে প্রতি মাসে ২৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশ আউট করতে ১.৪৯% চার্জ প্রযোজ্য হবে
  • যদি একটি লেনদেন ২৫,০০০ টাকার সীমা অতিক্রম করে, তবে সেই লেনদেনের জন্য ১.৮৫% চার্জ প্রযোজ্য হবে এবং প্রিয় নাম্বারে ক্যাশ আউট লিমিট শেষ হয়ে যাবে
  • এক ক্যালেন্ডার মাসে ১টি প্রিয় এজেন্ট নাম্বার যোগ করা যাবে
  • প্রথমবার প্রিয় এজেন্ট নাম্বার যোগ করার পর, সেই মাসে তা আর পরিবর্তন করা যাবে না
  • পরবর্তী ক্যালেন্ডার মাস থেকে আপনি সেভ করা নাম্বারটি বাদ দিয়ে প্রিয় এজেন্ট নাম্বার একবার পরিবর্তন করতে পারবেন
  • ক্যাশ আউট করার আগে প্রিয় এজেন্ট নাম্বারে লিমিটের কত বাকি আছে তা দেখে নিন
  • প্রিয় এজেন্ট নাম্বারে লিমিটের বাকি অংশ আগে ক্যাশ আউট করে নিন, অন্যথায় পুরো এমাউন্টের উপর ১.৮৫% ফি চার্জ হতে পারে

আরো জানুনঃ বিকাশ অফার ২০২১ – bKash Offers 2021

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

4 comments

    • আরাফাত বিন সুলতান Reply

      Thanks for agreeing with the post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *