হুয়াওয়েই মেট ১০ স্মার্টফোন সিরিজ নিয়ে এলো কৃত্রিম বুদ্ধিমত্তা

কয়েক মাস ধরে চলমান গুঞ্জন শেষে আজ জার্মানির মিউনিখে এক ইভেন্টে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ মেট ১০, মেট ১০ প্রো এবং পোরশে ডিজাইন মেট ১০ উন্মোচন করল। এগুলোতে ব্যবহৃত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা ফিচার সমৃদ্ধ হুয়াওয়ে কিরিন ৯৭০ প্রসেসর, যা ডিভাইসগুলোতে নতুন মাত্রা যোগ করেছে। হুয়াওয়েই মেট ১০ স্মার্টফোনগুলোতে রয়েছে রিয়েল-টাইম অন-ডিভাইস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাপস।

সাধারণত আইফোন এবং অন্যান্য এন্ড্রয়েড ফোনগুলোর কৃত্রিম বুদ্ধিমত্তা ফিচার বর্তমানে ক্লাউড সার্ভারে সম্পন্ন হয়। যেমন, আইফোনের সিরি, গুগল এসিস্ট্যান্ট, মাইক্রোসফট করটানা, অ্যামাজন অ্যালেক্সা- এসব এআই অ্যাপ মূলত অনলাইন সার্ভারকে কেন্দ্র করে তৈরি। কিন্তু হুয়াওয়ে মেট ১০ ফোনের কিরিন ৯৭০ প্রসেসরের মধ্যেই এআই সংশ্লিষ্ট ফিচার দেয়া আছে, যার ফলে ডিভাইসগুলো আরও দ্রুত ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স প্রদান করতে পারবে।

হুয়াওয়ে মেট ১০ ফোনের এই প্রসেসরের অ্যালগিরদমকে ১০০ মিলিয়নের বেশি ছবি দেখিয়ে একে বস্তু সনাক্ত করতে শেখানো হয়েছে। এটি মিনিটি ২ হাজারের মত ছবি সনাক্ত করতে পারে, যা অ্যাপল আইফোন ৮ ও আইফোন ১০ এর নতুন এ১১ প্রসেসরের তুলনায় প্রায় দ্বিগুণ।

তো, চলুন দেখে নিই হুয়াওয়ের নতুন তিনটি মেট ১০ সিরিজের এন্ড্রয়েড স্মার্টফোনের স্পেসিফিকেশন।

হুয়াওয়েই মেট ১০

  • স্ক্রিনঃ ৫.৯ ইঞ্চি হুয়াওয়েই ফুলভিউ এলসিডি স্ক্রিন, ২৫৬০ x ১৪৪০পি রেজ্যুলেশন, ৪৯৯ পিপিআই, ১৬:৯ অ্যাসপেক্ট র‍্যাশিও
  • অপারেটিং সিস্টেমঃ এন্ড্রয়েড ৮.০ ওরিও, ইএমইউআই ৮.০
  • প্রসেসরঃ হুয়াওয়ে কিরিন ৯৭০ অক্টাকোর ২.৩৬ গিগাহার্টজ প্রসেসর, নিউরাল প্রসেসিং ইউনিট
  • র‍্যামঃ ৪জিবি এলপিডিডিআর৪
  • স্টোরেজঃ ৬৪জিবি ইন্টারনাল স্টোরেজ, ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে (সিম২ স্লটে)
  • ক্যামেরাঃ পেছনের দিকে ২০ মেগাপিক্সেল মনোক্রোম + ১২ মেগাপিক্সেল আরজিবি f/1.6 লেন্স, ওআইএস, ডুয়াল এলইডি ফ্ল্যাশ, ৪কে ভিডিও। সামনের দিকে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • ব্যাটারিঃ ৪০০০ এমএএইচ ব্যাটারি
  • কানেক্টিভিটিঃ ডুয়াল সিম, ফোরজি, ৩.৯ মিলিমিটার হেডফোন জ্যাক আছে
  • অন্যান্যঃ ১৮৬ গ্রাম ওজন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
  • দামঃ ৮২৪ ডলার

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

 

হুয়াওয়েই মেট ১০ প্রো

  • স্ক্রিনঃ ৬ ইঞ্চি হুয়াওয়েই ফুলভিউ ওএলইডি স্ক্রিন, ২১৬০ x ১০৮০পি রেজ্যুলেশন, ৪০২ পিপিআই, ১৮:৯ অ্যাসপেক্ট র‍্যাশিও
  • অপারেটিং সিস্টেমঃ এন্ড্রয়েড ৮.০ ওরিও, ইএমইউআই ৮.০
  • প্রসেসরঃ হুয়াওয়ে কিরিন ৯৭০ অক্টাকোর ২.৩৬ গিগাহার্টজ প্রসেসর, নিউরাল প্রসেসিং ইউনিট
  • র‍্যামঃ ৪/৬জিবি এলপিডিডিআর৪
  • স্টোরেজঃ ৬৪/১২৮জিবি ইন্টারনাল স্টোরেজ, মাইক্রোএসডি কার্ড স্লট নেই
  • ক্যামেরাঃ পেছনের দিকে ২০ মেগাপিক্সেল মনোক্রোম + ১২ মেগাপিক্সেল আরজিবি f/1.6 লেন্স, ওআইএস, ডুয়াল এলইডি ফ্ল্যাশ, ৪কে ভিডিও। সামনের দিকে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • ব্যাটারিঃ ৪০০০ এমএএইচ ব্যাটারি
  • কানেক্টিভিটিঃ ডুয়াল সিম, ফোরজি, ৩.৯ মিলিমিটার হেডফোন জ্যাক নেই
  • অন্যান্যঃ ১৭৮ গ্রাম ওজন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আইপি৬৭ ওয়াটার রেজিস্ট্যান্স
  • দামঃ ৯৪২ ডলার

 

হুয়াওয়েই মেট ১০ প্রো পোরশে ডিজাইন স্পেশাল এডিশন

  • স্ক্রিনঃ ৬ ইঞ্চি হুয়াওয়েই ফুলভিউ ওএলইডি স্ক্রিন, ২১৬০ x ১০৮০পি রেজ্যুলেশন, ৪০২ পিপিআই, ১৮:৯ অ্যাসপেক্ট র‍্যাশিও
  • অপারেটিং সিস্টেমঃ এন্ড্রয়েড ৮.০ ওরিও, ইএমইউআই ৮.০
  • প্রসেসরঃ হুয়াওয়ে কিরিন ৯৭০ অক্টাকোর ২.৩৬ গিগাহার্টজ প্রসেসর, নিউরাল প্রসেসিং ইউনিট
  • র‍্যামঃ ৬জিবি এলপিডিডিআর৪
  • স্টোরেজঃ ২৫৬জিবি ইন্টারনাল স্টোরেজ, মাইক্রোএসডি কার্ড স্লট নেই
  • ক্যামেরাঃ পেছনের দিকে ২০ মেগাপিক্সেল মনোক্রোম + ১২ মেগাপিক্সেল আরজিবি f/1.6 লেন্স, ওআইএস, ডুয়াল এলইডি ফ্ল্যাশ, ৪কে ভিডিও। সামনের দিকে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • ব্যাটারিঃ ৪০০০ এমএএইচ ব্যাটারি
  • কানেক্টিভিটিঃ ডুয়াল সিম, ফোরজি, ৩.৯ মিলিমিটার হেডফোন জ্যাক নেই
  • অন্যান্যঃ ১৭৮ গ্রাম ওজন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আইপি৬৭ ওয়াটার রেজিস্ট্যান্স
  • দামঃ ১৬৪৭ ডলার (স্পেশাল ডিজাইন বলে কথা!)

হুয়াওয়ে মেট ১০, হুয়াওয়ে মেট ১০ প্রো এবং হুয়াওয়ে মেট ১০ পোরশে ডিজাইন স্পেশাল এডিশন বাজারে আসবে আগামী মাসে। আপনি কি কিনবেন একটি?

বোনাস

> আইফোন ৮, আইফোন ৮ প্লাস ও আইফোন ১০ প্রকাশ করল অ্যাপল

> যে কারণে গুগল পিক্সেল ২ এর ক্যামেরা সবার থেকে সেরা

> স্মার্টফোনে যে ফিচারগুলো আপনার অবশ্যই চালু রাখা উচিত

 

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *