রবি’র নতুন প্রিপেইড সংযোগে ১০জিবি পর্যন্ত ফ্রি ইন্টারনেট ও বোনাস অফার!

robi new sim 10gb

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর রবি নতুন সংযোগে দারুণ সব অফার দিচ্ছে। নতুন সিমের মূল্য ১১০ টাকা। চলুন জেনে নিই অফারগুলো সম্বন্ধে।

 

অ্যাক্টিভেশন বোনাস

– মূল অ্যাকাউন্টে ১০ টাকা ব্যালেন্স অনুসন্ধান করতে ডায়াল করুন *২২২#
          > মেয়াদ: ৩০ দিন
– মূল ফ্ল্যাট কলরেট: ১৮ পয়সা/১০ সেকেন্ড  
          > পালস্: ১০ সেকেন্ড
– ৫০টি ফ্রি এসএমএস: পাবেন যেকোনো লোকাল নম্বরে। অনুসন্ধান করতে ডায়াল করুন *২২২*১২#
          > বোনাস এসএমএস ব্যবহারের সময়:  রাত ১২টা থেকে বিকেল ৫টা
> মেয়াদ: ৩০ দিন
> বিকেল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত এসএমএস পাঠালে স্ট্যান্ডার্ড এসএমএস চার্জ প্রযোজ্য হবে এবং ৩০ দিনের মেয়াদ শেষে ৫০ পয়সা/এসএমএস চার্জ প্রযোজ্য হবে

 

৯ টাকা রিচার্জে

– রবি-রবি কলরেট: আধা পয়সা /সেকেন্ড
          > মেয়াদ: ১০ দিন
– রবি-অন্য অপারেটরে কলরেট: ১ পয়সা /সেকেন্ড
          > মেয়াদ: ১০ দিন

অ্যাক্টিভেশন বোনাস মিনিট: ৩০০
          > শুধু প্রথমবার ৯ টাকা রিচার্জে বোনাস প্রযোজ্য হবে, নতুন সংযোগের ক্ষেত্রে
> প্রতিমাসে ৭৫ মিনিট করে বোনাস মিনিট পাওয়া যাবে (৪ মাস পর্যন্ত)
> ব্যবহারের সময়: রাত ১২টা থেকে বিকেল ৫টা
> মেয়াদ: ১০ দিন
> বোনাস মিনিট ব্যালেন্স জানতে ডায়াল করুন  *২২২*২#
> গ্রাহকরা প্রথম ৯ টাকা রিচার্জে তৎক্ষণাৎ পাবেন ১ম মাসের ৭৫ মিনিট বোনাস
> ১ম মাসের বোনাস মিনিট পাবার ৩০ দিন পর তৎক্ষণাৎ ২য় মাসের ৭৫ মিনিট বোনাস পাবেন
> ১ম মাসের বোনাস মিনিট পাবার ৬০ দিন পর তৎক্ষণাৎ ৩য় মাসের ৭৫ মিনিট বোনাস পাবেন
> ১ম মাসের বোনাস মিনিট পাবার ৯০ দিন পর তৎক্ষণাৎ ৪র্থ মাসের ৭৫ মিনিট বোনাস পাবেন
> বোনাস মিনিট এফএনএফ অথবা প্রিয় নম্বরে ব্যবহার করা যাবে

– রবি-রবি ভিডিও কল: ৯ মিনিট
          > মেয়াদ: ১০ দিন
> ব্যবহারের সময়: ২৪ ঘণ্টা

– গুনগুন
          > শুধু ১ম ৯ টাকা রিচার্জেই গুনগুন প্রযোজ্য হবে
> ফ্রি সাবস্ক্রিপশন
> প্রথম গানটি ফ্রি
> মেয়াদ: ৩০ দিন
> ৩০ দিনের মেয়াদ শেষে সার্ভিসটি অটো-রিনিউ হবে
> রিচার্জের ৭২ ঘন্টার মধ্যে একটি আউট-বাউন্ড কল গ্রাহকরে কাছে পৌছে যাবে, গ্রাহকরে সম্মতি ছাড়া সার্ভিসটি চালু হবে না
> অটো-রিনিউতে নিয়মিত চার্জ প্রযোজ্য হবে

> ফ্রি অফার ব্যতীত অন্য যেকোনো কনটেন্ট ব্যবহারে নিয়মিত কনটেন্ট চার্জ প্রযোজ্য হবে
> গুনগুন সার্ভিসটি বন্ধ করতে ডায়াল করুন *৮৪৬৬# নম্বরে

 

২৯ টাকা রিচার্জে

– রবি-রবি কলরেট: আধা পয়সা/সেকেন্ড
          > মেয়াদ: ৩০ দিন

– রবি-অন্য অপারেটর কলরেট: ১ পয়সা /সেকেন্ড
          > মেয়াদ: ৩০ দিন

– ফ্রি ইন্টারনেট: ৩ জিবি
          > শুধু প্রথমবার ২৯ টাকা রিচার্জে বোনাস প্রযোজ্য হবে
> গ্রাহকরা প্রতি মাসে ৭৬৮ এমবি করে ইন্টারনেট পাবেন (৪ মাস পর্যন্ত)
> ব্যবহারের সময়: রাত ১২টা থেকে বিকেল ৫টা
> ৭৬৮ এমবি ব্যবহারের মেয়াদ: ৭ দিন
> প্রথম ২৯ টাকা রিচাজে তৎক্ষণাৎ পাবেন ১ম মাসের ৭৬৮ এমবি ইন্টারনেট
> ১ম মাসের ফ্রি ইন্টারনেট পাবার ৩০ দিন পর তৎক্ষণাৎ ২য় মাসের ৭৬৮ এমবি ফ্রি ইন্টারনেট পাবেন
> ১ম মাসের ফ্রি ইন্টারনেট পাবার ৬০ দিন পর তৎক্ষণাৎ ৩য় মাসের ৭৬৮ এমবি ফ্রি ইন্টারনেট পাবেন
> ১ম মাসের ফ্রি ইন্টারনেট পাবার ৯০ দিন পর তৎক্ষণাৎ ৪র্থ মাসের ৭৬৮ এমবি ফ্রি ইন্টারনেট পাবেন

– ১টি কিনলে, ১টি ফ্রি
          > প্রথম রিচার্জের ৪ মাসের মধ্যে ১টি স্ট্যান্ডার্ড রবি ইন্টারনেট প্যাক কিনলেই পাবেন ১টি ইন্টারনেট প্যাক ফ্রি
> ১.৫ জিবি এবং ২.৫ জিবি ইন্টারনেট প্যাকের ক্ষেত্রে এই অফারটি প্রযোজ্য। ইন্টারনেট ব্যালেন্স অনুসন্ধান করতে ডায়াল করুন *৮৪৪৪*৮৮#
> স্ট্যান্ডার্ড ইন্টারনেট প্যাক ক্রয় করা যাবে ইউএসএসডি এবং ইজিলোড-এর মাধ্যমে
> ফ্রি ইন্টারনেট প্যাকের মেয়াদ মূল ইন্টারনেট প্যাকের মেয়াদের সমান হবে (২৮ দিন)
> ফ্রি ইন্টারনেট ব্যবহারের সময়: রাত ১২টা থেকে বিকেল ৫টা
> ইন্টারনেট প্যাক ক্রয়ের ৭২ ঘণ্টার মধ্যেই ফ্রি ইন্টারনেট প্যাক চালু হবে

– গুনগুন
          > শুধু প্রথম ২৯ টাকা রিচার্জেই গুনগুন প্রযোজ্য হবে
> ফ্রি সাবস্ক্রিপশন
> প্রথম গানটি ফ্রি
> মেয়াদ: ৩০ দিন
> ৩০ দিনের মেয়াদ শেষে সার্ভিসটি অটো-রিনিউ হবে
> রিচার্জের ৭২ ঘন্টার মধ্যে একটি আউট-বাউন্ড কল গ্রাহকরে কাছে পৌছে যাবে, গ্রাহকরে সম্মতি ছাড়া সার্ভিসটি চালু হবে না
> অটো-রিনিউতে নিয়মিত চার্জ প্রযোজ্য হবে
> ফ্রি অফার ব্যতীত অন্য যেকোনো কনটেন্ট ব্যবহারে নিয়মিত কনটেন্ট চার্জ প্রযোজ্য হবে
> গুনগুন সার্ভিসটি বন্ধ করতে ডায়াল করুন *৮৪৬৬#

 

৭৯ টাকা রিচার্জে

– ফ্ল্যাট কলরেট: ১ পয়সা/সেকেন্ড
          > মেয়াদ: ৩০ দিন

– ফ্রি ইন্টারনেট: ১০ জিবি
          > শুধু প্রথমবার ৭৯ টাকা রিচার্জে বোনাস প্রযোজ্য হবে
> গ্রাহকরা প্রতি মাসে ২৫৬০ এমবি করে ইন্টারনেট পাবেন (৪ মাস পর্যন্ত)
> ব্যবহারের সময়: রাত ১২টা থেকে বিকেল ৫টা
> ২৫৬০ এমবি ব্যবহারের মেয়াদ: ১০ দিন
> প্রথম ৭৯ টাকা রিচাজে তৎক্ষণাৎ পাবেন ১ম মাসের ২৫৬০ এমবি ইন্টারনেট
> ১ম মাসের ফ্রি ইন্টারনেট পাবার ৩০ দিন পর তৎক্ষণাৎ ২য় মাসের ২৫৬০ এমবি ফ্রি ইন্টারনেট পাবেন
> ১ম মাসের ফ্রি ইন্টারনেট পাবার ৬০ দিন পর তৎক্ষণাৎ ৩য় মাসের ২৫৬০ এমবি ফ্রি ইন্টারনেট পাবেন
> ১ম মাসের ফ্রি ইন্টারনেট পাবার ৯০ দিন পর তৎক্ষণাৎ ৪র্থ মাসের ২৫৬০ এমবি ফ্রি ইন্টারনেট পাবেন

– ১টি কিনলে, ১টি ফ্রি
          > প্রথম রিচার্জের ৪ মাসের মধ্যে ১টি স্ট্যান্ডার্ড রবি ইন্টারনেট প্যাক কিনলেই পাবেন ১টি ইন্টারনেট প্যাক ফ্রি
> ১.৫ জিবি এবং ২.৫ জিবি ইন্টারনেট প্যাকের ক্ষেত্রে এই অফারটি প্রযোজ্য। ইন্টারনেট ব্যালেন্স অনুসন্ধান করতে ডায়াল করুন *৮৪৪৪*৮৮#
> স্ট্যান্ডার্ড ইন্টারনেট প্যাক ক্রয় করা যাবে ইউএসএসডি এবং ইজিলোড-এর মাধ্যমে
> ফ্রি ইন্টারনেট প্যাকের মেয়াদ মূল ইন্টারনেট প্যাকের মেয়াদের সমান হবে (২৮ দিন)
> ফ্রি ইন্টারনেট ব্যবহারের সময়: রাত ১২টা থেকে বিকেল ৫টা
> ইন্টারনেট প্যাক ক্রয়ের ৭২ ঘণ্টার মধ্যেই ফ্রি ইন্টারনেট প্যাক চালু হবে

– গুনগুন
         > শুধু প্রথম ৭৯ টাকা রিচার্জেই গুনগুন প্রযোজ্য হবে
> ফ্রি সাবস্ক্রিপশন

> প্রথম গানটি ফ্রি
> মেয়াদ: ৩০ দিন

> ৩০ দিনের মেয়াদ শেষে সার্ভিসটি অটো-রিনিউ হবে
> রিচার্জের ৭২ ঘন্টার মধ্যে একটি আউট-বাউন্ড কল গ্রাহকরে কাছে পৌছে যাবে, গ্রাহকরে সম্মতি ছাড়া সার্ভিসটি চালু হবে না
> অটো-রিনিউতে নিয়মিত চার্জ প্রযোজ্য হবে
> ফ্রি অফার ব্যতীত অন্য যেকোনো কনটেন্ট ব্যবহারে নিয়মিত কনটেন্ট চার্জ প্রযোজ্য হবে
> গুনগুন সার্ভিসটি বন্ধ করতে ডায়াল করুন *৮৪৬৬#

 

অন্যান্য শর্তসমূহ

– প্রথম রিচার্জের ৪ মাসের মধ্যে এই ৩টি অফারের যেকোনো ২টি অফার একসাথে চালু করা যাবে না
– মেয়াদ থাকাকালীন একই অফার আবার নিলে নতুন মেয়াদ শুধু রেট-কাটার অফারের জন্য প্রযোজ্য হবে
– এই নতুন প্যাকেজের ক্ষেত্রে মাইগ্রেশন-ইন গ্রহণযোগ্য নয়
– এক প্যাকেজ থেকে অন্য প্যাকেজে মাইগ্রেশন করা যাবে। রবি’র অন্যান্য প্যাকেজে মাইগ্রেশনের ক্ষেত্রে গ্রাহক রিচার্জ অফারের সাথে বর্তমান মাসিক টকটাইম/ইন্টারনেট বোনাস পাবেন (যদি থাকে)। নতুন মাইগ্রটেড প্যাকজে এ অফারটি প্রযোজ্য নয়
– এই চলতি রিচার্জ অফারগুলো: টাকা ২৮, ৫৮, ৭৯ এই অফারের ক্ষেত্রে প্রযোজ্য হবে না
– নির্ধারিত মেয়াদ শেষে ১৮ পয়সা /১০ সেকেন্ড নিয়মিত কলরেট প্রযোজ্য হবে
– সকল প্রকার কলরেটের ক্ষেত্রে ৩% সম্পূরক শুল্ক + ১৫% ভ্যাট প্রযোজ্য হবে

আরও জানতে রবি মোবাইল থেকে ১২৩ হেল্পলাইনে ফোন করুন অথবা রবি’র ওয়েবসাইট ভিজিট করুন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *