স্যামস্যাং আনছে নতুন ৩৬০ ডিগ্রী ওয়্যারলেস স্পিকার

এবছর আইএফএ ২০১৫ এর সম্মেলনে স্যামসাং সবচেয়ে বড় চমক হিসেবে গিয়ার এস২ স্মার্টওয়াচ প্রদর্শন করেছে। তবে এগুলো বাদে স্যামস্যাং এবার আর১ আর২ এবং আর৩ মডেলের ওয়্যারলেস স্পিকারও প্রদর্শন করেছে। এগুলোর গোলাকার (৩৬০ ডিগ্রি) গঠনের কারণে তা অন্য সকল স্পিকারকে টেক্কা দিতে পারবে বলে স্যামস্যাং আশাবাদী। এতে যে রিং রেডিয়েটোর প্রযুক্তি আছে সেটির সাহায্যে সহজেই যেকোন রুম আলোড়িত করা যাবে।

স্পিকারগুলো এন্ড্রয়েড ও আইওএস ডিভাইসের ‘মাল্টিরুম’ অ্যাপের সাহায্যে নিয়ন্ত্রণ করা যাবে। এর উপরের দিকে শব্দ নিয়ন্ত্রণ করার ব্যবস্থা আছে যেগুলোর সাহায্যে শ্রোতা গান থামানো বা চালানোর সুবিধা পাবেন।

আইএফএ’র স্বল্পসময়ের ঐ প্রদর্শনীতে স্পিকারগুলো সম্পর্কে তেমন বেশি কিছু জানা যায়নি। যেমন অনেকে বুঝতেই পারেননি যে এর শব্দ কতটা মসৃণ। এটি বিভিন্ন রঙের হবে বলে স্যামসাং জানিয়েছে যাতে ক্রেতারা সহজেই তাদের বাসা বাড়ির জন্য পচ্ছন্দ অনুযায়ী কিনতে পারে। স্যামসাং আরো জানায় যে স্পিকারগুলো এ বছরের শেষের দিকে বাজারে আসতে পারে। এর মূল্য ১৯৯ ডলার থেকে ৩৯৯ ডলার পর্যন্ত হবে বলে জানানো হয়েছে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,581 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *