হোয়াটসঅ্যাপের এখন ৯০০ মিলিয়ন ব্যবহারকারী

হোয়াটসঅ্যাপ হচ্ছে একটি জনপ্রিয় ম্যাসেজিং সফটওয়্যার যেটিকে গতবছর ফেসবুক কিনে নেয়। এটির এখন প্রায় ৯০০ মিলিয়ন ব্যবহারকারী রয়েছেন বলে প্রতিষ্ঠানটির সিইও জানিয়েছেন।

হোয়াটসঅ্যাপের সিইও জ্যান কোউম গত বৃহস্পতিবারে এই তথ্য মার্ক জাকারবার্গকে জানান। ৬ বছর আগে হোয়াটসঅ্যাপের যাত্রা শুরু হয়। এতে টেক্সট করা, কথা বলা এবং ভিডিও পাঠানো যায় বলে এটি রাতারাতি অনেক জনপ্রিয়তা লাভ করে। তবে বিগত দুই বছরে হোয়াটসঅ্যাপের ইউজার সংখ্যা সবচেয়ে বেশি গতিতে বাড়তে থাকে।

গত বছর ফেসবুক হোয়াটসঅ্যাপকে ২১.৮ বিলিয়ন ডলারে কিনে নেয়। তখন থেকেই হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক যৌথ ভিত্তিতে কাজ করা শুরু করে। এবছরের শুরুর দিকে ফেসবুকের প্রধান ফিনান্সিয়াল অফিসার ডেভিড ওয়েনার হোয়াটসঅ্যাপের ভবিষ্যৎ নিয়ে কিছুটা ইতিবাচক ইঙ্গিত দেন। তিনি সে সময় বলেন যে, আগামীতে ব্যবসায়িক কাজের জন্য হোয়াটসঅ্যাপের ব্যবহার শুরু হতে পারে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *