হোয়াটসঅ্যাপ হচ্ছে একটি জনপ্রিয় ম্যাসেজিং সফটওয়্যার যেটিকে গতবছর ফেসবুক কিনে নেয়। এটির এখন প্রায় ৯০০ মিলিয়ন ব্যবহারকারী রয়েছেন বলে প্রতিষ্ঠানটির সিইও জানিয়েছেন।
হোয়াটসঅ্যাপের সিইও জ্যান কোউম গত বৃহস্পতিবারে এই তথ্য মার্ক জাকারবার্গকে জানান। ৬ বছর আগে হোয়াটসঅ্যাপের যাত্রা শুরু হয়। এতে টেক্সট করা, কথা বলা এবং ভিডিও পাঠানো যায় বলে এটি রাতারাতি অনেক জনপ্রিয়তা লাভ করে। তবে বিগত দুই বছরে হোয়াটসঅ্যাপের ইউজার সংখ্যা সবচেয়ে বেশি গতিতে বাড়তে থাকে।
গত বছর ফেসবুক হোয়াটসঅ্যাপকে ২১.৮ বিলিয়ন ডলারে কিনে নেয়। তখন থেকেই হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক যৌথ ভিত্তিতে কাজ করা শুরু করে। এবছরের শুরুর দিকে ফেসবুকের প্রধান ফিনান্সিয়াল অফিসার ডেভিড ওয়েনার হোয়াটসঅ্যাপের ভবিষ্যৎ নিয়ে কিছুটা ইতিবাচক ইঙ্গিত দেন। তিনি সে সময় বলেন যে, আগামীতে ব্যবসায়িক কাজের জন্য হোয়াটসঅ্যাপের ব্যবহার শুরু হতে পারে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।