অ্যান্টিভাইরাসের দিন শেষঃ জন ম্যাকাফি

ম্যাকাফি অ্যান্টিভাইরাসের সাবেক সিইও জন ম্যকাফি সম্প্রতি সামাজিক কম্যিউনিটি প্ল্যাটফর্ম রেডিটে ইন্টারনেট ব্যবহারকারীদের সাথে এক আড্ডায় যুক্ত হয়েছিলেন। স্পষ্টবাদী হিসেবে তার জনপ্রিয়তা আছে।

ম্যাকাফি বলেন তিনি কোনো এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করেন না, কারণ তিনি মনে করেন এন্টিভাইরাসের দিন শেষ হয়ে গেছে। এন্টিভাইরাস সফটওয়্যারগুলো এখন মৃত। সাইবার আক্রমণকারীরা এখন হ্যাকিংয়ের নিত্যনতুন পন্থা আবিষ্কার করছে, ফলে এন্টিভাইরাস দিয়ে সেগুলো ঠেকানো সম্ভব না।

মিঃ ম্যাকাফি বলেন, তিনি উইন্ডোজ, আইওএস, এন্ড্রয়েড সকল অপারেটিং সিস্টেমই ব্যবহার করেন, কিন্তু এদের কোনোটিই আসলে নিরাপদ নয়। তিনি প্রতি দুই সপ্তাহ পর পর মোবাইল ফোন সেট পরিবর্তন করেন।

তখন একজন শ্রোতার প্রশ্নের জবাবে তিনি বলেন যে, তিনি ম্যাকাফি এন্টিভাইরাস কোম্পানি ছেড়ে যাওয়ার পরে সেটি আরো বড় আকার ধারণ করেছে। তিনি আরো বলেন, তিনি যখন প্রথম এই প্রতিষ্ঠানটি শুরু করেন তখন তার সাথে মাত্র ৪ জন ছিল এবং তাদের বার্ষিক আয় ছিল ১০ মিলিয়ন ডলার। তারপর বিনিয়োগকারীরা এলে তারা সিদ্ধান্ত নেন এটিকে আরও বড় বানাবেন। তখন কোম্পানিতে নতুন নতুন ডিপার্টমেন্ট সংযুক্ত হতে থাকল। কিছুদিন পরে এটিতে বিনিয়োগকারীর সংখ্যা বেড়ে গেল এবং কোম্পানি আরো বড় হয়ে গেল। এই সময় কাজের মাত্রা অনেক ধীর গতি সম্পন্ন হয়ে গেল।

আড্ডায় অংশগ্রহণকারীরা এরপর তার কাছে জানতে চেয়েছিলেন যে ইনটেল যখন তার কোম্পানীকে ২০১০ সালে কিনে নেয় তখন তার কেমন লেগেছিলো। এর উত্তরে তিনি বলেন, তিনি অনেক খুশি হয়েছিলেন। কারণ ততদিনে তাদের সফটওয়্যারটি পৃথিবীর সবচেয়ে বাজে বলে তিনি মনে করতেন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *