ফেসবুকে কেউ কেউ খুব বেশি সংখ্যক ‘বন্ধু’ যোগ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেননা। অপরিচিত কারো ফ্রেন্ড রিকোয়েস্ট কনফার্ম করেননা অনেকেই। কেননা, এতে নিজের ব্যক্তিগত তথ্য অনাকাঙ্ক্ষিত মানুষদের সাথে শেয়ার করার সম্ভাবনা তৈরি হয়, যা অনেকের অপছন্দ। যদিও ফেসবুকে স্ট্যাটাস বা পোস্ট দেয়ার সময় এর গোপনীয়তা অর্থাৎ কার কারা পোস্টটি দেখবে তা নির্দিষ্ট করে দেয়া যায়, তবুও ঝুঁকি থেকেই যায়। এই সমস্যা সমাধানের জন্য নতুন একটি অ্যাপ বানিয়েছে ফেসবুক।
‘মোমেন্টস’ নামের এই অ্যাপের মাধ্যমে আপনি সরাসরি আপনার নির্দিষ্ট কিছু ফ্রেন্ডদের সাথে পোস্ট শেয়ার করতে পারবেন। মোমেন্টস’কে ফেসবুকের মধ্যেই আরেকটি ফেসবুক বলা যায়। কেননা, এতে শুধুমাত্র বাছাইকৃত ফেসবুক ফ্রেন্ডদের সাথেই স্ট্যাটাস, ছবি প্রভৃতি শেয়ার করা যাবে।
ফেসবুকের মোমেন্টস অ্যাপ এখনও আভ্যন্তরীণ পরীক্ষামূলক পর্যায়ে আছে। এটি লঞ্চ করা হলে অ্যাপটির মাধ্যমে ফ্যামিলি ও ফ্রেন্ড গ্রুপ বাছাই করা যাবে। মোমেন্টসের পোস্টগুলো ফেসবুকের মূল নিউজফিডেও দেখা যাবে। যখনই কোনো বন্ধু আপনার সাথে মোমেন্টসের মাধ্যমে কিছু শেয়ার করবেন, তখন আপনি নোটিফিকেশন পাবেন। অন্তত এমনটিই এখন পর্যন্ত জানা যাচ্ছে। তবে কবে নাগাদ অ্যাপটি মুক্তি পাবে, কিংবা আদৌ এটি আলোর মুখ দেখবে কিনা, তা জানা যায়নি।
কেমন হবে ফেসবুক মোমেন্টস? আপনি কি ব্যবহার করবেন ফেসবুক মোমেন্টস?
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।