বার্লিনে আইএফএ ২০১৪ ইভেন্টে নতুন তিনটি লুমিয়া স্মার্টফোন ঘোষণা করেছে মাইক্রোসফট। এগুলো হল লুমিয়া ৮৩০, লুমিয়া ৭৩০ ও লুমিয়া ৭৩৫। লুমিয়া ৮৩০ মধ্যম মানের ফ্ল্যাগশিপ স্মার্টফোন। লুমিয়া ৭৩০ ডুয়াল সিম ও লুমিয়া ৭৩৫ সুলভ ক্যাটেগরির হ্যান্ডসেট।
লুমিয়া ৮৩০ স্মার্টফোনে রয়েছে উইন্ডোজ ফোন ৮.১ (লুমিয়া ডেনিম আপডেটসহ), ৫ ইঞ্চি এইচডি স্ক্রিন (২৯৬পিপিআই), ১০ মেগাপিক্সেল পিওরভিউ ব্যাক ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ, ০.৯ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ১.২ গিগাহার্টজ স্ন্যাপড্রাগন কোয়াড-কোর প্রসেসর, ১জিবি র্যাম, ১৬জিবি স্টোরেজ, ১২৮জিবি মেমোরি কার্ড স্লট সাপোর্ট, ১৫জিবি ফ্রি ক্লাউড স্টোরেজ, ২২০০ এমএএইচ ব্যাটারি প্রভৃতি।
চলতি মাসেই বাজারে আসবে লুমিয়া ৮৩০ স্মার্টফোন। এর দাম হবে ৩৩০ ইউরো, যা বাংলাদেশি টাকায় ৩৩ হাজারের কিছু বেশি।
লুমিয়া ৭৩০ ও ৭৩৫
লুমিয়া ৭৩০ স্মার্টফোনে ৩জি এবং ডুয়াল সিম সাপোর্ট পাওয়া যাবে। অপরদিকে লুমিয়া ৭৩৫ ফোনে পাবেন ফোরজি, ওয়্যারলেস চার্জিং এবং সিঙ্গেল সিম সাপোর্ট। বাকী সব স্পেসিফিকেশন মোটামুটি একই।
উভয় স্মার্টফোনেই থাকছে উইন্ডোজ ৮.১ ওএস (লুমিয়া ডেনিম আপডেটসহ), নকিয়া হিয়ার ম্যাপস, ৪.৭ ইঞ্চি এইচডি স্ক্রিন, ২২২০ এমএএইচ ব্যাটারি, ১.২ গিগাহার্টজ কোয়াডকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪০০ প্রসেসর, ৬.৭ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৮জিবি স্টোরেজ, ১৫জিবি ফ্রি ওয়ানড্রাইভ ক্লাউড স্টোরেজ, ১২৮জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সাপোর্ট প্রভৃতি।
চলতি মাসেই বাজারে আসবে স্মার্টফোনদুটি। লুমিয়া ৭৩০ এর দাম হবে ১৯৯ ইউরো (২০ হাজার টাকা) ও লুমিয়া ৭৩৫ এর দাম হবে ২১৯ ইউরো (২২ হাজার টাকা)।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।