আসছে সনি এক্সপেরিয়া জেড ৩ (5.2” স্ক্রিন ও 20MP ক্যামেরা)

sony xperia z3বার্লিনে চলমান আইএফএ ২০১৪ ইভেন্টে নতুন ফ্ল্যাগশিপ এন্ড্রয়েড স্মার্টফোন এক্সপেরিয়া জেড৩ তৈরির ঘোষণা দিয়েছে সনি। কোম্পানিটির নতুন এই ডিভাইসে চমৎকার সব ফিচার ও স্পেসিফিকেশন দেয়া হয়েছে।

১৫২ গ্রাম ওজনের এক্সপেরিয়া জেড৩ ফোনে থাকছে ৫.২ ইঞ্চি ফুল এইচডি (১৯২০ x ১০৮০পি) স্ক্রিন, এন্ড্রয়েড ৪.৪ কিটক্যাট ওএস, স্ন্যাপড্রাগন ২.৫ গিগাহার্টজ কোয়ালকম কোয়াডকোর প্রসেসর, এড্রিনো ৩৩০ জিপিইউ, ৩জিবি র‍্যাম, ১৬জিবি পর্যন্ত ফ্ল্যাশ মেমোরি, ১২৮জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সাপোর্ট, ব্লুটুথ, এনএফসি, ফোরজি, ওয়াইফাই, জিপিএস, ৩২০০ এমএএইচ ব্যাটারি প্রভৃতি।

সনি এক্সপেরিয়া জেড৩ স্মার্টফোন পানিরোধী ও ধূলাময়লা প্রতিরোধক বলেই জানিয়েছে এর নির্মাতা। এতে আরও থাকছে ২০.৭ মেগাপিক্সেল অটোফোকাস ব্যাক ক্যামেরা ও ২.২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এটি প্লেস্টেশন ৪ ভিডিও গেমিং কনসোলের গেমস লাইভ স্ট্রিম করতে পারে।

চলতি বছরের শেষ প্রান্তিকে যেকোনো সময় বাজারে আসবে সনি এক্সপেরিয়া জেড৩; এর সম্ভাব্য মূল্য জানা যায়নি।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,545 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *