প্রতি বছরের মত এবারও অসংখ্য লিক ও গুঞ্জনের পর অবশেষে অ্যাপল তাদের নতুন আইফোন সিরিজ ঘোষণা করল। সেপ্টেম্বরের ৯ তারিখ আইফোন ১৬ সিরিজ প্রকাশ করেছে অ্যাপল। এই সিরিজে থাকছে মোট চারটি ফোন। আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো, এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স। চলুন জেনে নিই কী চমক নিয়ে আসছে নতুন এই আইফোনগুলো।
আইফোন ১৬ ও আইফোন ১৬ প্লাস
আইফোন ১৬ এবং আইফোন ১৬ প্লাস হচ্ছে নতুন এই সিরিজের শুরুর মডেল। এইদুটি মডেলের মধ্যে মূল দৃশ্যমান পার্থক্য এদের স্ক্রিন সাইজে।
আইফোন ১৬ এর স্ক্রিন সাইজ ৬.১ ইঞ্চি, অপরদিকে প্লাস মডেলের স্ক্রিন সাইজ ৬.৭ ইঞ্চি। থাকছে ৬০ হার্জ ওলেড স্ক্রিন যা ২০০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস দেবে। ফোনগুলোতে নতুন একটি অ্যাকশন বাটন যুক্ত হয়েছে যা সাইলেন্ট সুইচের জায়গা দখল করেছে। এছাড়া ক্যামেরার জন্য যুক্ত হয়েছে একটি টাচ সেনসিটিভ ক্যাপাসিটিভ বাটন।
এক নজরে আইফোন ১৬ এবং ১৬ প্লাসের উল্লেখযোগ্য স্পেসিফিকেশনঃ
- আইওএস ১৮, অ্যাপল ইন্টেলিজেন্স
- অ্যাপল এ১৮ চিপ
- ৪৮ মেগাপিক্সেল মূল ক্যামেরা, সাথে ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স
- ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
- ১২৮, ২৫৬, ৫১২ জিবি স্টোরেজ
- বেইজ মডেলে ২২ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক ব্যাটারি ব্যাকআপ
- ২০ ওয়াট ওয়্যারড চার্জিং
আইফোন ১৬ এর দাম শুরু ৭৯৯ ডলার থেকে। অপরদিকে আইফোন ১৬ প্লাসের দাম শুরু ৮৯৯ ডলার থেকে।
আইফোন ১৬ প্রো ও আইফোন ১৬ প্রো ম্যাক্স
এবারের নতুন আইফোন সিরিজেও প্রিমিয়াম ক্যাটেগরির দুটি ফোন থাকছে- আইফোন ১৬ প্রো এবং ১৬ প্রো ম্যাক্স। এদের স্ক্রিন সাইজ যথাক্রমে ৬.৩ এবং ৬.৯ ইঞ্চি। অর্থাৎ প্রো সিরিজে আপনি একটু বড় স্ক্রিন পাচ্ছেন। এছাড়া এতে ১২০ হার্জ পর্যন্ত রিফ্রেশ রেটও থাকছে। এগুলোও ২০০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস দেবে। প্রো সিরিজে গত বছরই যুক্ত হয়েছিল অ্যাকশন বাটন, যা সাইলেন্ট সুইচের স্থান দখল করেছিল। আর এবার আরও যুক্ত হলো ক্যাপাসিটিভ ক্যামেরা বাটন।
এক নজরে আইফোন ১৬ প্রো এবং ১৬ প্রো ম্যাক্সের উল্লেখযোগ্য স্পেসিফিকেশনঃ
- আইওএস ১৮, অ্যাপল ইন্টেলিজেন্স
- অ্যাপল এ১৮ প্রো চিপ
- ৪৮ মেগাপিক্সেল মূল ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, সাথে ১২ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা
- ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
- ১২৮, ২৫৬, ৫১২ জিবি এবং ১ টেরাবাইট স্টোরেজ
- বেইজ মডেলে ২৭ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক ব্যাটারি ব্যাকআপ
- ২০ ওয়াট ওয়্যারড চার্জিং
🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥
আইফোন ১৬ প্রো এর দাম শুরু ৯৯৯ ডলার থেকে। অপরদিকে আইফোন ১৬ প্রো ম্যাক্সের দাম শুরু ১১৯৯ ডলার থেকে।
কেমন লাগল নতুন আইফোনগুলো? আপনি কোনটি কিনবেন? কমেন্টে জানান!
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।