নগদ সেন্ড মানি করার নিয়ম

নগদ একাউন্টের গুরুত্বপূর্ণ একটি ফিচার হলো সেন্ড মানি বা টাকা পাঠানো। এই পোস্টে নগদ সেন্ড মানি করার নিয়ম অর্থাৎ নগদ একাউন্টে টাকা পাঠানোর নিয়ম সম্পর্কে জানবেন।

নগদ সেন্ড মানি চার্জ ও লিমিট

নগদ সেন্ড মানি করার নিয়ম জানার আগে নগদ সেন্ড মানি এর লিমিট ও চার্জ সম্পর্কে জেনে নেওয়া যাক।

একটি নগদ একাউন্ট থেকে অন্য নগদ একাউন্টে অ্যাপের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সেন্ড মানি করা যাবে। অন্যদিকে *167# ডায়াল করে নগদ সেন্ড মানি এর ক্ষেত্রে ৫টাকা চার্জ প্রযোজ্য হবে। আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে, তবে নগদ অ্যাপের মাধ্যমে সেন্ড মানি করলে কোনো বাড়তি খরচ ছাড়া সেন্ড মানি করতে পারবেন।

একদিন সর্বোচ্চ ২৫,০০০টাকা সেন্ড মানি করতে পারবেন একজন নগদ গ্রাহক। প্রতিদিন সর্বোচ্চ ৫০বার সেন্ড মানি করা যাবে। মাসিক সর্বোচ্চ ২০০,০০০টাকা সেন্ড মানি করতে পারবেন যেকোনো নগদ গ্রাহক। অন্যদিকে সংখার হিসেবে সর্বোচ্চ ১০০বার সেন্ড মানি করার সুযোগ রয়েছে। অর্থাৎ আপনার একাউন্টে যদি খুব বেশি সেন্ড মানি করার প্রয়োজন হয়, তবে উল্লেখিত লিমিট এর ব্যাপারটি খেয়াল রাখবেন।

নগদ সেন্ড মানি করার নিয়ম

নগদ সেন্ড মানি করা যাবে নগদ অ্যাপ ও মোবাইল মেন্যু ব্যবহার করে। এই পোস্টে আমরা নগদ সেন্ড মানি করার উভয় নিয়ম সম্পর্কে জানবো।

অ্যাপ

নগদ অ্যাপ থেকে সেন্ড মানি করা বেশ সহজ। চলুন নগদ অ্যাপ থেকে সেন্ড মানি করার নিয়ম জেনে নেওয়া যাক।

  • নগদ পিন প্রদান করে নগদ অ্যাপে প্রবেশ করুন
  • এবার হোমপেজ থেকে “সেন্ড মানি / Send Money” অপশন সিলেক্ট করুন
  • এরপর কত টাকা পাঠাতে চান, তার পরিমাণ লিখুন
  • এবার আপনার নগদ চার ডিজিটের পিন প্রদান করে লেনদেন সম্পন্ন করুন

সফলভাবে সেন্ড মানি সম্পন্ন হলে প্রেরক ও প্রাপক উভয়েই কনফার্মেশন মেসেজ/নোটিফিকেশন পেয়ে যাবেন। এভাবে মাত্র কয়েকটি সহজ ধাপে নগদ একাউন্ট থেকে সেন্ড মানি করা যাবে।

নগদ সেন্ড মানি করার নিয়ম

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

মোবাইল মেন্যু

*167# ডায়াল করেও সহজেই নগদ মোবাইল মেন্যুর মাধ্যমে সেন্ড মানি করা যাবে। নগদ মোবাইল মেন্যুর মাধ্যমে সেন্ড মানি করতেঃ

  • *167# ডায়াল করে নগদ মোবাইল মেন্যু ওপেন করুন
  • Send Money করতে “2” লিখে রিপ্লাই করুন
  • যার কাছে সেন্ড মানি করতে চান তার নাম্বার লিখে রিপ্লাই করুন
  • এবার কত টাকা পাঠাতে চান তার এমাউন্ট লিখে রিপ্লাই করুন
  • সবশেষে নগদ একাউন্টের পিন প্রদান করে সেন্ড মানি সম্পন্ন করুন

মোবাইল অ্যাপ এর মত নগদ মোবাইল মেন্যু ব্যবহার করে বেশ সহজে সেন্ড মানি করা যাবে। তবে মনে রাখা ভালো যে অ্যাপের মাধ্যমে সেন্ড মানি করলে কোনো বাড়তি খরচ নেই। আর মোবাইল ডায়াল মেন্যুর মাধ্যমে সেন্ড মানি করলে ৫টাকা চার্জ প্রযোজ্য হবে।

উল্লেখ্য যে নগদ একাউন্ট নেই, এমন নাম্বারেও চাইলে সেন্ড মানি করা যাবে। সেক্ষেত্রে সেন্ড মানি করার পরবর্তী তিনদিনের মধ্যে প্রাপকের একাউন্ট খুলে সেন্ড মানি করার অর্থ ক্লেইম করতে হবে। নগদ একাউন্ট নেই এমন নাম্বারে সেন্ড মানি করার নিয়ম জানতে আমাদের বিস্তারিত পোস্ট পড়ুন 👉 নগদ একাউন্ট বিহীন নম্বরে সেন্ড মানি করার নিয়ম

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *