ডিভাইস ও সার্ভিস কোম্পানি মাইক্রোসফট তাদের বহুল আলোচিত-সমালোচিত সার্ফেস ট্যাবলেটের দ্বিতীয় প্রজন্ম উন্মোচন করেছে। এতে হার্ডওয়্যার ও সফটওয়্যারে বেশ কিছু আপডেট আনা হয়েছে। আজ ২৩ সেপ্টেম্বর মাত্র কয়েক ঘন্টা আগে নিউ ইয়র্কে ‘সার্ফেস ২’ এবং ‘সার্ফেস প্রো ২’ বাজারে আনার ঘোষণা দিয়েছে উইন্ডোজ নির্মাতা। আর এসব ডেভলপমেন্টের জন্য ১৮ মাস সময় নিয়েছে রেডমন্ড। তো, চলুন জেনে নিই কী কী নিয়ে এসেছে মাইক্রোসফটের দ্বিতীয় প্রজন্মের দুই সার্ফেস।
সার্ফেস ২

সার্ফেস ২ কিনলে আপনি পাবেন আউটলুক আরটি এবং ৪ অফিস অ্যাপ। স্কাইপ ব্যবহারকারীদের জন্য থাকবে চমৎকার ফ্রি অফার। নতুন এই ট্যাবলেট কিনলে মাইক্রোসফটের পক্ষ থেকে ৬০+ দেশে ১ বছরের ফ্রিল ল্যান্ডলাইন কল এবং ফ্রি ওয়াইফাই এক্সেসও দেয়া হবে। আরও থাকবে ২০০জিবি ফ্রি স্কাইড্রাইভ স্টোরেজ।
আগামীকাল ২৪ সেপ্টেম্বর সকাল থেকে সার্ফেস ২ এর প্রি অর্ডার নেয়া শুরু হবে। সার্ফেস ২ এর ৩২জিবি ভার্সনের দাম পড়বে ৪৪৯ মার্কিন ডলার এবং ৬৪জিবি মডেল ৫৪৯ ডলার। আর ২২ অক্টোবর থেকে ট্যাবলেটটি বিশ্বের ২২টি মার্কেট থেকে যাত্রা শুরু করবে।
সার্ফেস প্রো ২

সার্ফেস প্রো ২ কিনলে স্কাইপ ব্যবহারকারীদের জন্য থাকবে চমৎকার ফ্রি অফার। সার্ফেস ২ এর মতই এর প্রো২ কিনলেও মাইক্রোসফটের পক্ষ থেকে স্কাইপে ১ বছরের ফ্রিল ল্যান্ডলাইন কল এবং ফ্রি ওয়াইফাই এক্সেস দেয়া হবে। আরও থাকবে ২০০জিবি ফ্রি স্কাইড্রাইভ স্টোরেজ।
২৪ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে সার্ফেস প্রো ২ এর প্রি অর্ডার শুরু হবে। এর দাম শুরু হবে ৮৯৯ মার্কিন ডলার থেকে এবং সর্বোচ্চ রেঞ্জ হবে ১৭৯৯ ডলারে। ৬৪-১২৮ জিবি স্টোরেজ সমৃদ্ধ ভার্সনে থাকবে ৪জিবি র্যাম এবং ২৫৬-৫১২জিবি স্টোরেজ মডেলে পাবেন ৮জিবি র্যাম।
কেমন লাগল মাইক্রোসফটের নতুন দুই সার্ফেস? এগুলো নিয়ে কি ট্যাবলেট বাজারে অবস্থান ভাল করতে পারবে রেডমন্ড?
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।

আমাদের যেকোনো প্রশ্ন করুন!