গত ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত থ্রিজি নিলামে ওঠা দামের প্রথম কিস্তি পরিশোধ করে তৃতীয় প্রজন্মের মোবাইল নেটওয়ার্কিং সেবা দেয়ার লাইসেন্স হাতে পেল বেসরকারী তিন অপারেটর গ্রামীণফোন, রবি ও এয়ারটেল। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোস আজ বৃহস্পতিবার কোম্পানিগুলোর প্রতিনিধিদের নিকট এই লাইসেন্স হস্তান্তর করেন।
গ্রামীণফোনের পক্ষ থেকে লাইসেন্স গ্রহণ করেন জিপির চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসাইন, এয়ারটেল বাংলাদেশের পক্ষ থেকে ছিলেন অপারেটরটির সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা) ক্রিস টবিট এবং রবির পক্ষে আসেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহমুদুর রহমান।
বিটিআরসির কনফারেন্স রুমে লাইসেন্স হস্তান্তর অনুষ্ঠানে অপারেটরদের উদ্দেশে সংস্থাটির চেয়ারম্যান বলেন, “গ্রাহকরা যাতে সুষ্ঠুভাবে ডেটা সার্ভিস পায়, এই সেবা যাতে সহজলভ্য হয়, সে বিষয়ে আপানারা খেয়াল রাখবেন।”
বর্তমানে উপলভ্য ডেটা সার্ভিস নিয়ে গ্রাহকরা সন্তুস্ট নয় বলেও মন্তব্য করেন জনাব সুনীল কান্তি বোস।
তিনি আরও বলেন “থ্রিজি সেবায় ডেটা সার্ভিস যেন মানসম্সত হয়, সেজন্য প্রথম থেকেই অপারেটরদের সজাগ থাকতে হবে। থ্রিজি নিয়ে গ্রাহকদের মধ্যে আশা রয়েছে, শুরুতেই যেন গ্রাহকরা আগ্রহ হারিয়ে না ফেলেন”, ‘‘থ্রিজি সেবা নিয়ে গ্রাহকদের মধ্যে কোনো ধরণের প্রশ্ন থাকবে না বলে আশা করি’’;
গ্রামীণফোনের কর্মকর্তা মাহমুদ হোসাইন বলেন, “থ্রিজি সেবা শুরু করতে গ্রামীণফোন সব প্রস্তুতি নিয়ে রেখেছে। ঘোষিত সময় অর্থাৎ অক্টোবরের আগেই এ কাযক্রম শুরু করতে পারব আশা করি”;
এয়ারটেল সিইও ক্রিস টবিট বলেন “এয়ারটেল গ্রাহকদের মান সম্মত থ্রিজি সেবা নিশ্চিত করবে। কবে নাগাদ এয়ারটেল এ সেবা শুরু করবে তা শিগগিরই জানানো হবে”;
রবির এক্সিকিউটিভ ভিপি মাহমুদুর রহমান বলেন, ‘‘মানসম্মত থ্রিজি সেবা দিতে রবি কাজ করে যাচ্ছে। অক্টোবরের শুরুতেই রবি এ সেবা চালু করবে”;
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।