বিকাশ অটো রিচার্জ – মোবাইল ব্যালেন্স ফুরানোর চিন্তা আর নয়!

বিকাশ প্রায়ই নতুন নতুন সব ফিচার নিয়ে ব্যবহারকারীদের জীবনযাত্রা সহজ করতে হাজির হয়। এইতো কিছুদিন আগেই চালু হল বিকাশ রিওয়ার্ড যা বিকাশ ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল। বেশ কিছুদিন আগেই বিকাশ আরও একটি নতুন ফিচার প্রকাশ করেছে। এর নাম বিকাশ অটো রিচার্জ। নাম শুনেই হয়ত বুঝতে পেরেছেন, এটা দিয়ে স্বয়ংক্রিয় ভাবে একাউন্ট রিচার্জ করা যাবে। কিন্তু কোন একাউন্ট? আর এর শর্তগুলোই বা কী?

চলুন বিস্তারিত জেনে নিই বিকাশ অটো রিচার্জ ফিচার সম্পর্কে। বিকাশ অটো ব্যালেন্স রিচার্জ কী, অটো ফোন রিচার্জ কীভাবে চালু করতে হয় এ সবকিছু।

বিকাশ অটো রিচার্জ কী? What is bKash Auto Recharge?

এটি হল মোবাইল আর্থিক সেবা বিকাশের উদ্ভাবনী একটি সেবা। এর মাধ্যমে আপনি আপনার বিকাশ একাউন্ট থেকে আপনার মোবাইল নাম্বারে ব্যালেন্স নিতে পারবেন। অর্থাৎ, বিকাশের অটো রিচার্জ দিয়ে আপনার ফোনের একাউন্টে টাকা নেওয়া যাবে। 

এজন্য আপনাকে একবার ফিচারটি চালু করে রাখতে হবে। এরপর নিজে নিজেই আপনার ফোনে আপনার বিকাশ একাউন্ট থেকে ব্যালেন্স রিচার্জ চলে আসবে। ব্যাপারটা মজার, তাইনা?

অটো ফোন ব্যালেন্স এর সুবিধা কী?

আমাদের মধ্যে অনেকেই ফোনে টাকা বা ব্যালেন্স রিচার্জ করতে ভুলে যাই। এজন্য অনেক জরুরি মুহুর্তে ফোনের ব্যালেন্স শেষ হয়ে যাওয়ায় তাড়াহুড়া লেগে যায়। হয়তবা আপনি একটি জরুরি কলের মধ্যে আছেন। তখন আপনার ব্যালেন্স শেষ হয়ে যাওয়ায় কলটি কেটে গেল। এটা খুবই বিব্রতকর।

বিকাশ অটো মোবাইল ফোন রিচার্জ ফিচারটি চালু করলে আপনার ফোনের ব্যালেন্স ১০ টাকা বা তার কম হলেই আপনার বিকাশ একাউন্ট থেকে আপনার নির্ধারণ করা এমাউন্ট ব্যালেন্স হিসেবে রিচার্জ হয়ে যাবে।

অর্থাৎ, আপনি চাইলে এরকম সেট করে দিতে পারেন যে আপনার মোবাইল ফোনের ব্যালেন্স ১০ টাকা বা তার চেয়ে কম হলেই সাথে সাথে ফোনে ২০ টাকা বা ৫০ টাকা বা ১০০ টাকা ব্যালেন্স রিচার্জ চলে আসবে। এই পরিমাণ আপনি নিজেই আগে থেকে আপনার পছন্দমত ঠিক করে দিতে পারবেন। আপনি যেকোনো সময় এই পরিমাণটি পরিবর্তন করতে পারবেন।

বিকাশ অটো রিচার্জ কিভাবে চালু করে?

bKash অটো মোবাইল ব্যালেন্স ফিচারটি আপনি বিকাশ অ্যাপ এবং বিকাশের মোবাইল মেন্যু *২৪৭# উভয় পদ্ধতিতেই চালু করতে পারবেন।

মোবাইল মেন্যু থেকে অটো ফোন রিচার্জ চালু করার উপায়

  • প্রথমে আপনার মোবাইল থেকে *২৪৭# ডায়াল করুন
  • মোবাইল রিচার্জ অপশন সিলেক্ট করতে ৩ চেপে রিপ্লাই দিন
  • সাপোর্টেড মোবাইল অপারেটর সিলেক্ট করুন (রবি, বাংলালিংক, এয়ারটেল)
  • অটো রিচার্জ অপশনের জন্য ৩ চেপে রিপ্লাই দিন
  • অটো রিচার্জ চালু করার জন্য ১ চেপে রিপ্লাই দিন
  • পছন্দের রিচার্জ এমাউন্ট নির্ধারণ করে দিন
  • তারপর আপনার বিকাশ একাউন্টের পিন দিয়ে ফিচারটি কনফার্ম করে নিন
  • স্ক্রিনে সাকসেস মেসেজ দেখতে পাবেন
বিকাশ অটো রিচার্জ দিয়ে মোবাইলে অটো ব্যালেন্স আনার নিয়ম

বিকাশ অ্যাপ থেকে অটো মোবাইল রিচার্জ চালু করার নিয়ম

  • আপনার বিকাশ অ্যাপে লগইন করুন
  • বিকাশ অ্যাপ থেকে মোবাইল রিচার্জ অপশনটি বাছাই করুন
  • আপনার রবি, এয়ারটেল অথবা বাংলালিংক নম্বরটি সিলেক্ট করুন
  • অটো রিচার্জ অপশন স্ক্রিনে দেখতে পাবেন, সুইচটি চেপে অপশনটি চালু করুন
  • রিচার্জ এর পরিমাণ নির্ধারণ করুন
  • তারপর নেক্সট আইকন অর্থাৎ তীর আইকনে ক্লিক করুন
  • পরের স্ক্রিনে আপনার বিকাশ পিন কোড দিতে বলা হবে
  • বিকাশ পিন দেয়ার পর এটি কনফার্ম করার জন্য পরের স্ক্রিনে ট্যাপ করে ধরে রাখতে বলা হবে
  • এভাবে রিকোয়েস্টটি কনফার্ম করতে হবে
  • আপনার auto recharge রিকোয়েস্টটির ব্যাপারে আপনাকে বিকাশ থেকে কনফার্ম করা হবে

বিকাশ পিন ভুলে গেলে রিসেট করার নিয়ম

বিকাশ অটো রিচার্জ বন্ধ করার উপায়

এই ফিচারটি আপনি যেকোনো সময় বন্ধ করতে পারবেন। বিকাশ অ্যাপ এবং *২৪৭# মোবাইল মেন্যু উভয় স্থান থেকেই অটো ব্যালেন্স রিচার্জ বন্ধ করা যাবে।

মোবাইল মেন্যু থেকে অটো ফোন রিচার্জ বন্ধ করার উপায়

  • আপনার মোবাইল ফোন থেকে *২৪৭# ডায়াল করুন
  • মোবাইল রিচার্জ অপশন সিলেক্ট করার জন্য ৩ চেপে রিপ্লাই দিন
  • সাপোর্টেড একটি মোবাইল অপারেটর সিলেক্ট করুন (বাংলালিংক, রবি, এয়ারটেল)
  • অটো রিচার্জ অপশনের জন্য ৩ চেপে রিপ্লাই দিন
  • অটো রিচার্জ বন্ধ করার জন্য ৩ চেপে রিপ্লাই দিন
  • এরপর নির্দেশনা অনুযায়ী কনফার্ম করুন

বিকাশ অ্যাপ থেকে অটো মোবাইল রিচার্জ বন্ধ করার নিয়ম

  • প্রথমে আপনার বিকাশ অ্যাপে লগইন করুন
  • বিকাশ অ্যাপ থেকে মোবাইল রিচার্জ অপশনটি বাছাই করুন
  • আপনার এয়ারটেল, রবি অথবা বাংলালিংক নম্বর সিলেক্ট করুন (যেটা দিয়ে আগে অটো রিচার্জ চালু করেছিলেন)
  • স্ক্রিনে অটো রিচার্জ অপশন দেখতে পাবেন
  • অটো রিচার্জ অপশনের ডানপাশে একটি সুইচ দেখা যাবে
  • সুইচটি চেপে অপশনটি বন্ধ করুন
  • এভাবে ফিচারটি বন্ধ করার ব্যাপারটি নিশ্চিত করুন

বিকাশ প্রিয় নাম্বার সেট করার নিয়ম

বিকাশ অটোম্যাটিক মোবাইল ব্যালেন্স এর শর্তগুলো কী?

দারুণ প্রশ্ন করেছেন। প্রত্যেকটি সেবারই কিছু শর্ত থাকে। বিকাশ অটো মোবাইল একাউন্ট ব্যালেন্স সেবারও বেশ কিছু শর্ত রয়েছে। নিচে এগুলো আলোচনা করা হলঃ

  • বিকাশ অটো মোবাইল রিচার্জ এর পরিমাণ ২০ টাকা থেকে ১০০০ টাকার মধ্যে হতে হবে
  •  গ্রাহকের ফোনে ১০ টাকা বা তার চেয়ে কম ব্যালেন্স থাকলে অটো ব্যালেন্স রিচার্জ সুবিধা পাওয়া যাবে
  • এজন্য অবশ্যই আপনার বিকাশ একাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স জমা থাকতে হবে
  • আপনি প্রতিদিন সর্বোচ্চ ৩ বার এভাবে অটো রিচার্জ সুবিধা উপভোগ করতে পারবেন
  • আপনি যে রিচার্জ এমাউন্ট নির্ধারণ করবেন সেই এমাউন্টে যদি আপনার মোবাইল সিমে কোনো অফার বা প্যাক থাকে সেক্ষেত্রে সেটা চালু হয়ে যেতে পারে; তাই আগে থেকে এ ব্যাপারে জেনে নিন
  • এই পদ্ধতিতে শুধুমাত্র নিজের বিকাশ নাম্বারেই অটো ফোন রিচার্জ করা যাবে
  • বর্তমানে শুধুমাত্র রবি, এয়ারটেল এবং বাংলালিংক প্রিপেইড গ্রাহকরা এই ফিচারটি উপভোগ করতে পারবেন

বিকাশ হেল্প লাইন নাম্বার এবং বিকাশ কাস্টমার কেয়ারে যোগাযোগের পদ্ধতি

কেমন লাগল বিকাশের স্বয়ংক্রিয় মোবাইল ব্যালেন্স রিচার্জ ফিচারটি? আপনি কি এটি ব্যবহার করবেন? যদিও বর্তমানে সীমিত কিছু মোবাইল অপারেটর এই ফিচারের সাথে যুক্ত আছে, তবে আশা করা যায় শীঘ্রই অন্যান্য অপারেটরও এতে যোগ দেবে। আপনার মতামত কমেন্টে জানান!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

3 comments

    • আরাফাত বিন সুলতান Post authorReply

      Glad that you liked it. Thank you!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *