টি২০ বিশ্বকাপ ক্রিকেট ২০২১ সময়সূচী

গত বছর অস্ট্রেলিয়ায় আইসিসি টি২০ বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট (পুরুষ) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে টুর্নামেন্টটি ২০২১ এ নিয়ে আসা হয়। এবারের টি ২০ বিশ্বকাপ ক্রিকেট খেলা শুরু হবে ১৭ অক্টোবর। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর।

সময়সূচি প্রকাশিত হওয়া এই টি২০ বিশ্বকাপ ২০২১ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে। এতে মোট ১৬টি দল অংশ নেবে। ম্যাচের সংখ্যা হবে ৪৫। বিশ্বকাপ টি টোয়েন্টি ২০২১ এর আসরের সুপার টুয়েলভ পর্বে ৮টি দল সরাসরি খেলার সুযোগ পাচ্ছে। এর আগে প্রথম রাউন্ড খেলা হবে। সময়সূচি অনুযায়ী প্রথম রাউন্ডে রয়েছে আরও ৮টি দল। এই ৮টি দলের মধ্য থেকে চারটি দল সুপার টুয়েলভ এ খেলার সুযোগ পাবে। 

প্রথমেই চলুন জেনে নিই বিশ্বকাপ ক্রিকেট টি ২০ ২০২১ এ কোন দলগুলো খেলছেঃ

  • বাংলাদেশ
  • স্কটল্যান্ড
  • পাপুয়া নিউগিনি
  • ওমান
  • শ্রীলংকা
  • আয়ারল্যান্ড
  • নেদারল্যান্ড
  • নামিবিয়া

এই দলগুলো রাউন্ড ১ এ খেলবে। এদের মধ্য থেকে সুপার টুয়েলভ পর্বে চারটি দল খেলার সুযোগ পাবে। নিচে জানুন আরও ৮টি দলের নাম যারা সরাসরি সুপার টুয়েলভ পর্বে খেলবে। তাদের আন্তর্জাতিক র‍্যাংকিং স্কোর ভালো থাকার কারণে দলগুলো সরাসরি টুর্নামেন্টের সবচেয়ে উত্তেজনাপূর্ণ পর্ব থেকেই খেলতে পারছে। দলগুলো হলোঃ

  • ইংল্যান্ড
  • অস্ট্রেলিয়া
  • সাউথ আফ্রিকা
  • ওয়েস্ট ইন্ডিজ
  • ভারত
  • পাকিস্তান
  • নিউজিল্যান্ড
  • আফগানিস্তান

২০২১ সালে টি ২০ বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?

টি ২০ বিশ্বকাপ ক্রিকেট ২০২১ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাত এবং ওমান এ, অর্থাৎ দুটি দেশে। সংযুক্ত আরব আমিরাতের তিনটি শহরে (দুবাই, শারজা, ও আবু ধাবি) এবং ওমানের রাজধানী মাসকাটে।

যেসব স্টেডিয়ামে খেলা হবে টি২০ বিশ্বকাপ ২০২১

মোট চারটি স্টেডিয়ামে এবারের টি ২০ বিশ্বকাপ ২০২১ খেলা অনুষ্ঠিত হবে। এগুলো হলোঃ

১. দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম

২. শারজা স্টেডিয়াম

৩. শেখ জায়েদ স্টেডিয়াম, আবু ধাবি

৪. ওমান ক্রিকেট একাডেমী গ্রাউন্ড, মাস্কাট

এবার চলুন জেনে নিই টি২০ বিশ্বকাপ ক্রিকেট ২০২১ সময়সূচী

টি২০ বিশ্বকাপ ২০২১ সময়সূচী

👉 লক্ষ্য করুনঃ নিচের সময়সূচী ছবিতে বাংলাদেশের সময় এবং খেলা যে মাঠে হবে সেই মাঠের স্থানীয় সময়ও দেয়া আছে। ছবিটির উপর ক্লিক করলে ফিক্সচার বড় করে ওপেন করতে পারবেন। নিচের ছবিতে যেখানে BDT লেখা আছে তার মানে বুঝানো হয়েছে বাংলাদেশ টাইম অর্থাৎ বাংলাদেশি সময়। 16 BDT মানে হচ্ছে বাংলাদেশ সময় বিকাল চারটা। যেখানে লেখা আছে 20 BDT তার মানে হচ্ছে রাত আটটা বাংলাদেশ সময়।

টি২০ বিশ্বকাপ ক্রিকেট ২০২১ সময়সূচী

টি২০ বিশ্বকাপ ক্রিকেট লাইভ

এবারের বিশ্বকাপ ক্রিকেট টি২০ খেলা লাইভ দেখা যাবে টিভিতে এবং ইন্টারনেটে। রেডিওতেও লাইভ ধারাভাষ্য শোনা যাবে। আর বিভিন্ন ওয়েবসাইটে লাইভ স্কোর তো থাকবেই।

👉 টি২০ বিশ্বকাপ ২০২১ লাইভ খেলা দেখার উপায় জানুন

টি ২০ বিশ্বকাপ নিয়ে আরও কিছু তথ্য যা লোকজন সচরাচর জিজ্ঞাসা করছে

টি ২০ বিশ্বকাপ কবে?

টি ২০ বিশ্বকাপ ২০২১ (পুরুষদের) টুর্নামেন্ট শুরু হচ্ছে ১৭ই অক্টোবর ২০২১ তারিখে। ঐদিন ওমান বনাম পাপুয়া নিউগিনির খেলা দিয়ে শুরু হবে এবারের আসর। একই দিনে বাংলাদেশ বনাম স্কটল্যান্ডের খেলাও রয়েছে।

টি ২০ বিশ্বকাপ ২০২১ এ কতগুলো দল খেলবে?

এবছর টি টোয়েন্টি বিশ্বকাপ আসরে মোট ১৬টি দল খেলবে। ওয়ার্ল্ড র‍্যাংকিং এ শীর্ষে থাকা ৮টি দল সরাসরি সুপার-১২ পর্বে খেলবে। টুর্নামেন্টের শুরুতে রাউন্ড ১ এর সেরা চারটি দল এসে সুপার-১২তে যোগ দেবে।

এই বিশ্বকাপ টি টোয়েন্টি টুর্নামেন্ট নিয়ে আপনার ভাবনা কী? কারা হবে টি২০ বিশ্বকাপ ২০২১ চ্যাম্পিয়ন? আপনার মতামত কমেন্টে জানান!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

2 comments

    • Md ikram Hosain Ujjal Reply

      ohh ok Google I have nothing more to say Google thank you very much

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *