এন্ড্রয়েড ফোন থেকে এই ১৭টি ক্ষতিকর অ্যাপ এখনই ডিলিট করুন

এন্ড্রয়েড ডিভাইসগুলোর জন্য ক্ষতিকর একটি ম্যালওয়্যার আবার ফিরে এসেছে। এইবার এই ম্যালওয়্যার পাওয়া গিয়েছে মোট ১৭টি অ্যাপে।

সিকিউরিটি কোম্পানি, জেস্কেলার এর মতে, এইসব অ্যাপ জোকার (Joker) ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত।

যে ডিভাইসে এইসব অ্যাপ থাকবে, এই ম্যালওয়্যার সেসব ফোন থেকে কন্টাক্ট নাম্বার, এসএমএস, ডিভাইস ইনফরমেশন ইত্যাদি চুরি করে নেয়।

তবে সবচেয়ে বড় সমস্যা হল, এই ম্যালওয়্যার আপনাআপনি প্রিমিয়াম ওয়্যারলেস নেটওয়ার্ক প্রোটোকলে সাবস্ক্রাইব করে নেয়, যার ফলে ব্যবহারকারীদের অজান্তেই প্রচুর ইন্টারনেট ব্যাকগ্রাউন্ডে ব্যবহৃত হয়।

গুগল ইতোমধ্যে এই ১৭টি অ্যাপ প্লেস্টোর থেকে সরিয়ে নিয়েছে। লক্ষাধিক ডিভাইসে এই অ্যাপগুলো এখনও কার্যকর আছে বলে জানিয়েছে গুগল। উল্লিখিত ১৭টি ক্ষতিকর অ্যাপ হল–

  • All Good PDF Scanner
  • Mint Leaf Message-Your Private Message
  • Unique Keyboard – Fancy Fonts & Free Emoticons
  • Tangram App Lock
  • Direct Messenger
  • Private SMS
  • One Sentence Translator – Multifunctional Translator
  • Style Photo Collage
  • Meticulous Scanner
  • Desire Translate
  • Talent Photo Editor – Blur focus
  • Care Message
  • Part Message
  • Paper Doc Scanner
  • Blue Scanner
  • Hummingbird PDF Converter – Photo to PDF
  • All Good PDF Scanner (মূল লিস্টে ২য় বার উল্লেখ করা আছে। এটা অন্য কোনো ভ্যারিয়েন্ট নাকি রিপিট হয়েছে সেটা নিশ্চিত না।)

গুগল প্লেস্টোর থেকে এসব অ্যাপ সরিয়ে নিলেও যেসব ফোনে এসব অ্যাপ ইন্সটল করা রয়েছে, সেখানে গুগলের কোনো নিয়ন্ত্রণ নেই। এইজন্য বাকি দায়িত্ব ব্যবহারকারীর উপর। উপরে উল্লিখিত ১৭টি অ্যাপের মধ্যে কোনোটি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইন্সটল করা থাকলে, এখনই আনইন্সটল করে দিন এবং নিরাপদ থাকুন।

বোনাস

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *