রিয়েলমি এক্স৭, রিয়েলমি এক্স৭ প্রো এবং রিয়েলমি ভি৩ – নামের তিনটি ৫জি স্মার্টফোন চীনের বাজারে মুক্তি পেয়েছে। রিয়েলমি এক্স৭ ও এক্স৭ প্রো, ফোন দুইটি মিডল প্রাইস ক্যাটাগরির হলেও রিয়েলমি ভি৩ ডিভাইসটি হতে যাচ্ছে সুলভ মূল্যের ৫জি ফোন। চলুন জেনে নেয়া যাক ফোন তিনটি সম্পর্কে।
রিয়েলমি এক্স৭
ডিসপ্লেঃ ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস এমোলেড প্যানেল (১৮০ হার্জ টাচ রেস্পন্স রেটযুক্ত)
প্রসেসরঃ মিটিয়াটেক ডাইমেনসিটি ৮০০ইউ
ব্যাক ক্যমেরাঃ ৬৪মেগাপিক্সেল মেইন শুটার, ৮মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড, ২মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, ২মেগাপিক্সেলের বি/ডব্লিউ লেন্স (পোর্ট্রেট এর জন্য)
ফ্রন্ট ক্যামেরাঃ ৩২মেগাপিক্সেল
ব্যাটারিঃ ৪৩০০মিলিএম্প
চার্জিংঃ ৬৫ওয়াট ফাস্ট চার্জিং
কনফিগারেশনঃ ৬/৮জিবি র্যাম, ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ
দামঃ ২৬৫ ডলার থেকে শুরু
বোনাসঃ শাওমি রেডমি ৯সি – কম দামে দারুণ ফোন!
রিয়েলমি এক্স৭ প্রো
ডিসপ্লেঃ ৬.৫৫ইঞ্চির ফুল এইচডি প্লাস এমোলেড প্যানেল + ১২০হার্জ রিফ্রেশ রেট (২৪০হার্জ টাচ রেস্পন্স)
প্রসেসরঃ মিটিয়াটেক ডাইমেনসিটি ১০০০ প্লাস
ব্যাক ক্যমেরাঃ ৬৪মেগাপিক্সেল মেইন শুটার, ৮মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড, ২মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, ২মেগাপিক্সেলের বি/ডব্লিউ লেন্স (পোর্ট্রেট এর জন্য)
ফ্রন্ট ক্যামেরাঃ ৩২মেগাপিক্সেল
ব্যাটারিঃ ৪৫০০মিলিএম্প
চার্জিংঃ ৬৫ওয়াট সুপারডার্ট ফ্লাশ চার্জিং
কনফিগারেশনঃ ৬/৮জিবি র্যাম, ১২৮/২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ
দামঃ ৩২০ ডলার থেকে শুরু
বোনাসঃ ৭০০০ mAh ব্যাটারির গ্যালাক্সি এম৫১ প্রকাশ করল স্যামসাং
রিয়েলমি ভি৩
রিয়েলমি ভি৩ হতে যাচ্ছে সবচেয়ে সুলভ মূল্যের ৫জি স্মার্টফোন। মিডিয়াটেক এর ডাইমেনসিটি ৭২০ প্রসেসর দ্বারা চালিত, ৬জিবি র্যাম ও ৬৪জিবি ইন্টারনাল স্টোরেজযুক্ত ফোনটির দাম ৯৯৯ইয়েন, যা মার্কিন ডলারে মাত্র ১৪৬ ডলার। ৬.৫ইঞ্চির এইচডি+ ডিসপ্লে থাকছে ফোনটিতে। ১৩মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরার সাথে শোভা বাড়াতে দেয়া হয়েছে ২মেগাপিক্সেলের একটি করে ম্যাক্রো ও পোর্ট্রেইট লেন্স।
৫০০০মিলিএম্প ব্যাটারির ফোনটির বক্সেও দেয়া থাকবে ১৮ওয়াটের ফাস্ট চার্জার। ৩.৫৫এমএম হেডফোন জ্যাকের পাশাপাশি ফোনটিতে ইউএসবি টাইপ সি ও থাকছে। ফোনটির ৬জিবি র্যাম ও ১২৮জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ধরা হয়েছে ২০৫ডলার। ৮জিবি র্যাম ও ১২৮ ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ধরা হয়েছে ২৩৫ ডলার মাত্র।
রিয়েলমি এক্স৭ এবং এক্স৭ প্রো এর শিপিং প্রসেস শুরু হবে সেপ্টেম্বরের ৭তারিখ হতে। অন্যদিকে রিয়েলমি ভি৩ ফোনটির শিপিং প্রসেস শুরু হবে সেপ্টেম্বরের ৯তারিখ থেকে। তবে বাংলাদেশে ফোনগুলো কবে আসবে তা এখনো নিশ্চিত না।
কেমন লাগল নতুন রিয়েলমি ফোনগুলো? কমেন্টে জানান আমাদের!
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।