এক ঘন্টার মধ্যে বিশ্বের যেকোনো প্রান্তে পৌঁছে দেবে ইলন মাস্কের রকেট!

মহাকাশ ভ্রমণ সংস্থা স্পেসএক্সের সিইও ও মার্কিন বিলিয়নিয়ার ইলন মাস্ক অস্ট্রেলিয়ায় এক কনফারেন্সে যাত্রীবাহী রকেটের ধারণা প্রকাশ করেছেন। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনাটিকাল কংগ্রেসে প্রকাশিত ধারণায় বিএফআর নামের ঐ রকেট মঙ্গলগ্রহে যাওয়ার কাজেও ব্যবহৃত হবে বলে জানিয়েছেন এই প্রকৌশলী। ইলন মাস্ক প্রস্তাব রেখেছেন, বিএফআর রকেটগুলো পৃথিবীর মধ্যেই এক দেশ থেকে আরেক দেশে কিংবা এক শহর থেকে অন্য শহরে ভ্রমণের জন্য ব্যবহার করা যাবে। এতে সময় লাগবে এক ঘন্টারও কম। বেশিরভাগ ক্ষেত্রেই ৩০ মিনিটের মধ্যে ট্রিপ সম্পন্ন করতে পারবে বিএফআর রকেট।

ইলন মাস্ক জানিয়েছেন, বিএফআর রকেটগুলো ঘন্টায় সর্বোচ্চ ২৭ হাজার কিলোমিটার গতিতে চলবে। এতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে চীনের সাংহাই শহরে আসতে সময় লাগবে মাত্র ৩৯ মিনিট। উড়োজাহাজে এই দূরত্ব ভ্রমণ করতে গেলে প্রায় ১৫ ঘন্টা লাগে।

বিএফআর রকেটে খরচ হবে বিমানের ইকোনমি ক্লাসের মতই। প্রতি ট্রিপে এটি ১০০ যাত্রী বহন করবে, যদিও এর ধারণক্ষমতা ৮৫০।

রকেটে করে এক শহর থেকে আরেক শহরে যাওয়ার ট্রিপ কবে চালু হবে তা নির্দিষ্ট জানাননি ইলন মাস্ক। তবে আগামী ৬ থেকে ৯ মাসের মধ্যে এগুলোর নির্মাণ কাজ শুরু হবে বলে আশা করেন তিনি।

তো, রকেটে করে মামাবাড়ি বেড়াতে যেতে চাচ্ছেন কবে?

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *