মাত্র ৫ টাকায় ১জিবি ইন্টারনেট অফার দিচ্ছে গ্রামীণফোন

gp 5 taka 1 gb

গ্রামীণফোনের যে সকল প্রিপেইড গ্রাহক গত ৩ মাসে ১৫০ কেবি -এর চেয়ে কম ডাটা ব্যবহার করেছেন তাদের জন্যে আছে এক দারুন খবর!

  • এই অফারের জন্য যোগ্য গ্রাহকরা অফারটি পেতে ডায়াল করুন *৫০০*৪৫# এই নম্বরে
  • এই অফারের জন্য যোগ্য গ্রাহকরা সাত দিনের জন্যে ৫০০ এমবি ইন্টারনেট ডাটা আর এবং ৫০০ এমবি ফেসবুক (সর্বমোট ১ জিবি) পাবেন মাত্র পাঁচ টাকায়।
  • এই অফারের জন্য যোগ্য গ্রাহকরা *৫৬৬*১০# ডায়াল করে অবশিষ্ট ওপেন ইন্টারনেট ব্যালেন্স জেনে নিতে পারেন এবং *৫৬৬*১# ডায়াল করে অবশিষ্ট ফেসবুক ইন্টারনেট ব্যালেন্স জেনে নিতে পারেন।
  • অফার চলাকালীন সময়ে একজন গ্রাহক শুধুমাত্র একবারই এই অফারটি গ্রহণ করতে পারবেন।
  • মেয়াদ শেষ হবার আগেই ইন্টারনেট ভলিউম শেষ হয়ে গেলে ০.০১/১০কেবি অতিরিক্ত ব্যবহার ফি প্রযোজ্য হবে (২০০এমবি পর্যন্ত)।
  • পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত এই অফারটি প্রযোজ্য থাকবে।
  • এই অফারটি শুধুমাত্র সকল গ্রামীণফোন প্রিপেইড গ্রাহকদের জন্যে প্রযোজ্য
  • অফারটি অ্যাক্টিভেট করার সাতদিন পর *৫০০০# এ ডায়াল করে গ্রাহকরা সাধারণ ইন্টারনেট প্যাকেজ কিনতে পারবেন।
  • ৩% সম্পূরক শুল্ক (এসডি) এবং সম্পূরক শুল্ক এসডি-র ভেতর অন্তর্ভুক্ত ১৫% ভ্যাট প্রযোজ্য হবে।

সূত্রঃ গ্রামীণফোনের ফেসবুক পোস্ট, ওয়েব পেজ। আরও বিস্তারিত জানতে আপনার জিপি মোবাইল থেকে ১২১ নম্বরে ফোন করুন অথবা গ্রামীণফোনের ওয়েবসাইট ভিজিট করুন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *