অলাভজনক সংস্থা মজিলা প্রথমবারের মত ভারতে ফায়ারফক্স ওএস চালিত স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে। চলতি সপ্তাহেই ‘ক্লাউড এফএক্স’ ব্র্যান্ডনেমের এই হ্যান্ডসেট বিক্রি শুরু হবে। মাত্র ৩৩ ডলার (২ হাজার রুপির মত) দামের স্মার্টফোনটি তৈরি করেছে ভারতীয় কোম্পানি ইনটেক্স টেকনোলজিস।
ক্লাউড এফএক্স ডিভাইসটিতে থাকছে ৩.৫ ইঞ্চি ডিসপ্লে, ১ গিগাহার্টজ প্রসেসর, ২ মেগাপিক্সেল ক্যামেরা, ডুয়াল সিম স্লট, ৪জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সাপোর্ট, ব্লুটুথ, ওয়াইফাই, এফএম রেডিও প্রভৃতি।
ক্লাউড এফএক্স একটি এন্ট্রি লেভেলের স্মার্টফোন। এটি বাজারে ভালই প্রতিযোগিতার মুখোমুখি হবে বলে ধারণা করা হচ্ছে। কেননা, বর্তমানে বিভিন্ন মূল্যসীমার এন্ড্রয়েড চালিত স্মার্টফোন বাজারে রয়েছে। এছাড়া মাইক্রোসফটও কমদামের লুমিয়া ফোন লঞ্চের চিন্তাভাবনা করছে। সুতরাং মজিলা একটু শক্ত প্রতিযোগিতার আশা করতেই পারে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।