ভারতে এলো ফায়ারফক্স স্মার্টফোন ‘ক্লাউড এফএক্স’

firefoxos-logo osঅলাভজনক সংস্থা মজিলা প্রথমবারের মত ভারতে ফায়ারফক্স ওএস চালিত স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে। চলতি সপ্তাহেই ‘ক্লাউড এফএক্স’ ব্র্যান্ডনেমের এই হ্যান্ডসেট বিক্রি শুরু হবে। মাত্র ৩৩ ডলার (২ হাজার রুপির মত) দামের স্মার্টফোনটি তৈরি করেছে ভারতীয় কোম্পানি ইনটেক্স টেকনোলজিস।

intex1-730x576ক্লাউড এফএক্স ডিভাইসটিতে থাকছে ৩.৫ ইঞ্চি ডিসপ্লে, ১ গিগাহার্টজ প্রসেসর, ২ মেগাপিক্সেল ক্যামেরা, ডুয়াল সিম স্লট, ৪জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সাপোর্ট, ব্লুটুথ, ওয়াইফাই, এফএম রেডিও প্রভৃতি।

ক্লাউড এফএক্স একটি এন্ট্রি লেভেলের স্মার্টফোন। এটি বাজারে ভালই প্রতিযোগিতার মুখোমুখি হবে বলে ধারণা করা হচ্ছে। কেননা, বর্তমানে বিভিন্ন মূল্যসীমার এন্ড্রয়েড চালিত স্মার্টফোন বাজারে রয়েছে। এছাড়া মাইক্রোসফটও কমদামের লুমিয়া ফোন লঞ্চের চিন্তাভাবনা করছে। সুতরাং মজিলা একটু শক্ত প্রতিযোগিতার আশা করতেই পারে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *