সনি’র প্লেস্টেশন নেটওয়ার্ক সাইবার হামলার শিকার হয়েছে। হ্যাকাররা প্লেস্টেশনের সার্ভারে ডিডস (DDoS) প্রক্রিয়ায় অস্বাভাবিক ট্র্যাফিক সৃষ্টি করেছিল, ফলে প্রকৃত ব্যবহারকারীরা নেটওয়ার্কে ঢুকতে বাধার সম্মুখীন হন। এক পর্যায়ে প্লেস্টেশন নেটওয়ার্ক অফলাইনে চলে যায়, যা পরবর্তীতে পুনরায় চালু করে সনি।
এই ঘটনা স্বীকার করে একটি ব্লগ পোস্টে সনি লিখেছে, তারা সাইবার অ্যাটাক সম্পর্কে অবগত এবং সমস্যাটি দ্রুতই সমাধানের চেষ্টা করা হচ্ছে। সনি আরও জানায়, উক্ত ঘটনায় কোনো ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য যেমন ইমেইল, পাসওয়ার্ড প্রভৃতি চুরি হয়নি।