মেডিকেল ভর্তি পরীক্ষা ২৪ অক্টোবর (২০১৪-২০১৫ শিক্ষাবর্ষ)

দেশের মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আগামী ২৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। ২৪ অক্টোবর শুক্রবার সারা দেশে ২২টি কেন্দ্রে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দেশের সকল পাবলিক-প্রাইভেট মেডিকেল ও ডেন্টাল কলেজে একযোগে ভর্তি পরীক্ষা হবে।

এসএসসি ও এইচএসসি মিলিয়ে অন্তত জিপিএ ৮ থাকলে মেডিকেলে ভর্তির আবেদন করা যাবে।

পাবলিক-প্রাইভেট মেডিকেল ও ডেন্টাল কলেজ মিলিয়ে মোট ৮ হাজার ৪৯৩টি আসন আছে। এর মধ্যে ২২টি সরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তির আসন সংখ্যা ২ হাজার ৮১১টি। এবং ৫৩টি বেসরকারি মেডিকেলে রয়েছে ৪ হাজার ২৪৫ আসন। আর ৯টি সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেলের ডেন্টাল ইউনিটে আছে ৫৬৭টি আসন।

১০০ মার্কসের ভর্তি পরীক্ষায় এবার থেকে পাস নম্বর ২০ থেকে বাড়িয়ে ৪০ নির্ধারিত করা হয়েছে। এছাড়া মেডিকেল ভর্তি প্রক্রিয়ায় তেমন কোনো বড় পরিবর্তন আসছে না বলেই জানা গেছে।

বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার তারিখ ও সময় জানতে আমাদের এই পোস্টটি দেখুন

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *