মাইক্রোসফট আনল ২৫ ডলার মূল্যের নকিয়া ১৩০

Nokia 130নকিয়ার মোবাইল ডিভিশন কিনে নেয়ার পর কোম্পানিটির এক্স সিরিজের এন্ড্রয়েড স্মার্টফোন তৈরি বন্ধ করার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। সেই সাথে এস৪০, এস৬০ ও আশা সিরিজেরও বিদায় ঘন্টা বেজে গিয়েছে। কিন্তু এন্ট্রি লেভেল মার্কেট ছেড়ে দিচ্ছেনা উইন্ডোজ নির্মাতা। আর তাই সুলভ হ্যান্ডসেট ক্রেতাদের জন্য দারুণ একটি ফিচারফোন এনেছে মাইক্রোসফট।

মাত্র ২৫ ডলার মূল্যের নকিয়া ১৩০ মডেলের এই সেটটিতে রয়েছে ১.৮ ইঞ্চি কালার ডিসপ্লে, এফএম রেডিও, ৩৬ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম, ১৩ ঘন্টা টকটাইম, ১৬ ঘন্টা ভিডিও প্লেব্যাক টাইম, ৪৬ ঘন্টা মিউজিক প্লেব্যাক, মাইক্রোইউএসবি চার্জার, ব্লুটুথ, ১০২০ এমএএইচ ব্যাটারি, ৩২জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সাপোর্ট প্রভৃতি।

এখানে জানিয়ে রাখছি, মাইক্রোসফটের ডিজাইনকৃত এই নকিয়া ১৩০ ফোনে কোনো ক্যামেরা কিংবা ইন্টারনেট সংযোগ নেই।

ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশসমূহে ইতোমধ্যেই নকিয়া ১৩০ হ্যান্ডসেটের সিঙ্গেল ও ডুয়াল সিম ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে।

আশা করা যায় সেপ্টেম্বর নাগাদ এশিয়ায়ও চলে আসবে ডিভাইসটি।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,549 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *