সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও আফগানিস্থান এর মধ্যকার ম্যাচ এর মাধ্যমে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৭ আগস্ট শুরু হয়েছে এশিয়া কাপ ২০২২। ছয় বছরে এই প্রথমবার এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে টি২০ ফরম্যাটে। বাংলাদেশের প্রথম খেলা ৩০ আগস্ট।
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, এবং হংকং, এই ৬টি দল এশিয়া কাপ ২০২২ এর ট্রফি জেতার লক্ষ্যে মাঠে নামছে। প্রথমে শ্রীলঙ্কাতে এশিয়া কাপ ২০২২ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দেশটিতে আর্থিক সমস্যার কারণে নতুন ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে বাছাই করা হয়। এই পোস্টে এশিয়া কাপ ২০২২ এর সময়সূচি, বাংলাদেশ দল, এবং কিভাবে এশিয়া কাপ ২০২২ দেখবেন সে সম্পর্কে বিস্তারিত জানবেন।
এশিয়া কাপ ২০২২ লাইভ খেলা দেখার উপায়
টিভিতে খেলা দেখার উপায়
দেশি টেলিভিশন চ্যানেল, গাজী টিভি ইতিমধ্যে বাংলাদেশে এশিয়া কাপের ম্যাচগুলো সম্প্রচারের স্বত্বাধিকার কিনে নিয়েছে। অর্থাৎ টিভিতে গাজী টিভি চ্যানেলে এশিয়া কাপ ২০২২ এর ম্যাচগুলো দেখা যাবে।
এছাড়া নাগরিক টিভি, টি স্পোর্টস, স্টার স্পোর্টস, টেন স্পোর্টস ও বিটিভিতেও খেলাগুলো দেখা যাবে বলে জানা গেছে। এশিয়া কাপের ম্যাচগুলো বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে। এটা বেশ ভালো একটা সময় কেননা সবার সারাদিনের কাজকর্ম শেষ করে রাত আটটা থেকে খেলা উপভোগ করা যাবে। আবার খেলা শেষ হতেও বেশি রাত হবেনা।
অনলাইনে লাইভ খেলা দেখার লিংক
অনলাইনে লাইভ এশিয়া কাপ ক্রিকেট খেলা দেখতে পারবেন র্যাবিটহোলবিডি ও মাইজিপি অ্যাপ থেকে। র্যাবিটহোল বিডি ওয়েবসাইট বা অ্যাপ থেকে সহজেই খেলা দেখতে পারবেন। মাইজিপি অ্যাপেও র্যাবিটহোলের মাধ্যমে খেলা দেখানো হবে। র্যাবিটহোলের মাধ্যমে খেলা দেখতে হলে সাইটটির সাবস্ক্রিপশন কিনতে হবে। সাইটটিতে বিকাশ দ্বারা অথবা জিপি মোবাইলের একাউন্ট ব্যালেন্স দ্বারা পেমেন্ট করা যাবে। সর্বনিম্ন সাবস্ক্রিপশন ফি ২০ টাকা।
খেলার লাইভ ধারাভাষ্য শোনার উপায়
এছাড়া খেলার লাইভ ধারাভাষ্য ফ্রি শুনতে পারবেন এফএম রেডিওতে- রেডিও ভূমি ৯২.৮ এফএম চ্যানেলে। অথবা রেডিও ভূমির ওয়েবসাইট/ফেসবুক পেজ/ইউটিউব চ্যানেলেও খেলার স্কোর আপডেট পেতে পারেন।
ইউটিউবে এশিয়া কাপ খেলা লাইভ দেখব কিভাবে?
যেহেতু বিভিন্ন মিডিয়া কোম্পানি এশিয়া কাপ খেলা সম্প্রচারের স্বত্ব কিনে নিয়েছে তাই এই খেলা আপনি ইউটিউবে লাইভ দেখতে পারবেন না। এই খেলাগুলোর ভিডিও কপিরাইট দ্বারা সংরক্ষিত। তাই এই খেলাগুলো যে কেউ চাইলেই ইউটিউবে লাইভস্ট্রিম করতে পারবেনা। এজন্য ইউটিউবে এশিয়া কাপ খেলা লাইভ দেখা যাবেনা। তবে কোনো কোনো চ্যানেল হয়ত লাইভ ধারাভাষ্য নিজেদের মত করে ইউটিউবে প্রচার করতে পারে। এসব ক্ষেত্রে অনেক সময় পুরাতন ম্যাচের ভিডিও দেখানো হয়। আবার কেউ কেউ শুধু স্কোর আপডেট প্রচার করে ইউটিউবে। খেলা চলাকালীন ইউটিউবে প্রবেশ করে সার্চ করে এসব লাইভস্ট্রিম আপনি হয়ত পেতে পারেন।
ফেসবুকে এশিয়া কাপ লাইভ খেলা দেখব কিভাবে?
ইউটিউবের মতই ফেসবুক লাইভের ক্ষেত্রেও কপিরাইট আইন প্রযোজ্য। সেজন্যই এশিয়া কাপের খেলা অফিসিয়াল ভাবে ফেসবুক লাইভেও দেখা যাবেনা। তবে তারপরেও কোনো কোনো পেজ থেকে খেলা লাইভ দেখানো হতে পারে যেগুলো খেলা চলাকালীন ফেসবুকে সার্চ করে খুঁজে বের করতে হবে। দরকারি কপিরাইট ক্লিয়ারেন্স না পেলে ফেসবুক কর্তৃপক্ষ সেসব লাইভস্ট্রিম বন্ধ করে দেয়। তাই আপনি হয়ত খেলা দেখার মাঝখানে লাইভস্ট্রিম বন্ধ হয়ে যেতে পারে।
অনলাইনে ফ্রি এশিয়া কাপ খেলা দেখব কিভাবে?
আপনি যদি মোটামুটি বিনামূল্যে খেলা দেখতে চান তাহলে টিভিতে দেখতে হবে। যদিও সেক্ষেত্রেও আপনার ডিশ লাইন থাকতে হবে। এছাড়া বিটিভিতে দেখা যেতে পারে (বিটিভি ওয়ার্ল্ডে না সম্ভবত)। আপনার ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে দেখতে পারেন, তারা ফ্রি আইপি টিভি লিংক সরবরাহ করতে পারে। এছাড়া খেলা চলাকালীন ফেসবুক লাইভ থেকে সার্চ করে কিছু লাইভস্ট্রিম পেতে পারেন।
এশিয়া কাপ ২০২২ এর সময়সূচি
২০২২ সালের এশিয়া কাপ টি২০ ফরম্যাটে অনুষ্ঠিত হবে ও ডাবল রাউন্ড-রবিন ফরম্যাটে খেলা হবে। এর মানে হলো প্রতিটি দল নিজেদের গ্রুপে ২টি করে ম্যাচ খেলবে, প্রতিটি গ্রুপ থেকে দুইটি করে দল সুপার ফোর ধাপে যাবে, যেখানে দলগুলো রাউন্ড-রবিন ফরম্যাটে একে অন্যের সাথে খেলবে।
সুপার ফোর স্টেজের সেরা দুইটি দল এশিয়া কাপ ২০২২ এর ফাইনালে লড়াই করবে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে। এশিয়া কাপ ২০২২ এর ৬টি দলকে দুইটি গ্রুপে ভাগ করা হয়েছেঃ
- গ্রুপ এঃ ভারত, পাকিস্তান, হংকং
- গ্রুপ বিঃ বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্থান
এইতো গেলো এশিয়া কাপ ২০২২ সম্পর্কে সাধারণ তথ্য। এবার জানি চলুন কোন কোন দিন কোন কোন দলের খেলা রয়েছে।
- আগস্ট ২৭ – শ্রীলঙ্কা বনাম আফগানিস্থান, দুবাই (গ্রুপ বি)
- আগস্ট ২৮ – ভারত বনাম পাকিস্থান, দুবাই (গ্রুপ এ)
- আগস্ট ৩০ – বাংলাদেশ বনাম আফগানিস্থান, শারজাহ (গ্রুপ বি)
- আগস্ট ৩১ – ভারত বনাম হংকং, দুবাই (গ্রুপ এ)
- সেপ্টেম্বর ১ – শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, দুবাই (গ্রুপ বি)
- সেপ্টেম্বর ২ – পাকিস্থান বনাম হংকং, শারজাহ (গ্রুপ এ)
- সেপ্টেম্বর ৩ – আফগানিস্তান বনাম শ্রীলংকা, শারজাহ (সুপার ৪)
- সেপ্টেম্বর ৪ – ভারত বনাম পাকিস্তান, দুবাই (সুপার ৪)
- সেপ্টেম্বর ৬ – ভারত বনাম শ্রীলংকা, দুবাই (সুপার ৪)
- সেপ্টেম্বর ৭ – পাকিস্তান বনাম আফগানিস্তান, দুবাই (সুপার ৪)
- সেপ্টেম্বর ৮ – ভারত বনাম আফগানিস্তান, দুবাই (সুপার ৪)
- সেপ্টেম্বর ৯ – শ্রীলংকা বনাম পাকিস্তান, দুবাই (সুপার ৪)
- সেপ্টেম্বর ১১ – প্রথম সুপার ৪ বনাম দ্বিতীয় সুপার ৪, দুবাই (ফাইনাল)
অর্থাৎ এশিয়া কাপ শুরু হবে ২৭ আগস্ট থেকে ও ১১ সেপ্টেম্বর শেষ হবে ফাইনালের মাধ্যমে। উল্লেখ্য যে প্রত্যেকটি ম্যাচ বাংলাদেশ এর সময় রাত ৮টায় অনুষ্ঠিত হবে।
🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥
এশিয়া কাপ ২০২২ বাংলাদেশ দল
এশিয়া কাপ ২০২২ এর বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে অনেক নাটকীয়তার পর অবশেষে সাকিব আল হাসানকে ক্যাপ্টেন ঘোষণা করে ১৭সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সাকিবের নেতৃত্বাধীন এশিয়া কাপ ২০২২ এর বাংলাদেশ স্কোয়াড নিম্নরুপঃ
- সাকিব আল হাসান
- এনামুল হক বিজয়
- মুশফিকুর রহিম
- মাহমুদউল্লাহ রিয়াদ
- আফিফ হোসাইন ধ্রুব
- মোসাদ্দেক হোসাইন সৈকত
- শেখ মাহাদী হাসান
- মোহাম্মদ সাইফউদ্দিন
- হাসান মাহমুদ
- মোস্তাফিজুর রহমান
- সাব্বির রহমান
- নাসুম আহমেদ
- এবাদত হোসেন
- মেহেদী হাসান মিরাজ
- পারভেজ ইমন
- নুরুল হাসান সোহান
- তাসকিন আহমেদ
বাংলাটেক এর পক্ষ থেকে সাকিব এর নেতৃত্বাধীন ১৭সদস্যের এই বাংলাদেশ দলকে জানাই শুভ কামনা।
👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।