সনি এক্সপেরিয়া জেড ট্যাবলেটে চলছে উবুন্তু টাচ অপারেটিং সিস্টেম!

Ubuntu t_logoযুক্তরাজ্যের সফটওয়্যার কোম্পানি ক্যানোনিক্যালের বহুল আলোচিত ৩২ মিলিয়ন ডলারের ‘উবুন্তু এজ’ ক্যাম্পেইনটি গত সপ্তাহে সমাপ্ত হয়ে গিয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী ফান্ড রেইস করতে না পারায় ‘নেক্সট জেনারেশন’ স্মার্টফোন তৈরির এই প্রকল্পটি শেষ পর্যন্ত আর এগোতে পারেনি

কিন্তু উবুন্তুর মোবাইল অপারেটিং সিস্টেম ‘উবুন্তু টাচ’ এর স্বাদ গ্রহণ করতে চাইলে আপনার জন্য অন্যান্য উপায় খোলাই আছে। বেশ কিছু ব্র্যান্ডের বিদ্যমান স্মার্ট ডিভাইসের জন্য পরীক্ষামূলকভাবে উবুন্তু টাচ ওএস ডেভলপমেন্ট স্টেজে আছে। এসব পরীক্ষানিরীক্ষার ধারাবাহিকতায় সনি এক্সপেরিয়া জেড ট্যাবলেটেও সফলভাবে পোর্ট করা হয়েছে উবুন্তু টাচ।

এক্ষেত্রে ক্যামেরা, ওয়াইফাই সহ অপারেটিং সিস্টেমটির বেশিরভাগ ফিচারই কাজ করছে। তবে ভিডিও এখনও চলছেনা এবং আরও কিছু বাগ রয়ে গেছে যা সময়মত ঠিক করা হবে বলে আশা করা যাচ্ছে।

এই পর্যায়ে ডিভাইসটিকে আপনি এন্ড্রয়েড/ সায়ানোজেনমডের সাথে ডুয়াল বুটও করতে পারবেন। উবুন্তু টাচ ইন্সটল প্রক্রিয়া অনেকটা সায়ানোজেনমডের মতই। সম্পূর্ণ টেকনিক্যাল তথ্যের জন্য এক্সডিএ ফোরামের এই লিংক অনুসরণ করতে পারেন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,549 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *