যুক্তরাজ্যের সফটওয়্যার কোম্পানি ক্যানোনিক্যালের বহুল আলোচিত ৩২ মিলিয়ন ডলারের ‘উবুন্তু এজ’ ক্যাম্পেইনটি গত সপ্তাহে সমাপ্ত হয়ে গিয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী ফান্ড রেইস করতে না পারায় ‘নেক্সট জেনারেশন’ স্মার্টফোন তৈরির এই প্রকল্পটি শেষ পর্যন্ত আর এগোতে পারেনি।
কিন্তু উবুন্তুর মোবাইল অপারেটিং সিস্টেম ‘উবুন্তু টাচ’ এর স্বাদ গ্রহণ করতে চাইলে আপনার জন্য অন্যান্য উপায় খোলাই আছে। বেশ কিছু ব্র্যান্ডের বিদ্যমান স্মার্ট ডিভাইসের জন্য পরীক্ষামূলকভাবে উবুন্তু টাচ ওএস ডেভলপমেন্ট স্টেজে আছে। এসব পরীক্ষানিরীক্ষার ধারাবাহিকতায় সনি এক্সপেরিয়া জেড ট্যাবলেটেও সফলভাবে পোর্ট করা হয়েছে উবুন্তু টাচ।
এক্ষেত্রে ক্যামেরা, ওয়াইফাই সহ অপারেটিং সিস্টেমটির বেশিরভাগ ফিচারই কাজ করছে। তবে ভিডিও এখনও চলছেনা এবং আরও কিছু বাগ রয়ে গেছে যা সময়মত ঠিক করা হবে বলে আশা করা যাচ্ছে।
এই পর্যায়ে ডিভাইসটিকে আপনি এন্ড্রয়েড/ সায়ানোজেনমডের সাথে ডুয়াল বুটও করতে পারবেন। উবুন্তু টাচ ইন্সটল প্রক্রিয়া অনেকটা সায়ানোজেনমডের মতই। সম্পূর্ণ টেকনিক্যাল তথ্যের জন্য এক্সডিএ ফোরামের এই লিংক অনুসরণ করতে পারেন।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।