মোবাইলে অর্থ পরিশোধের সুবিধা দিতে চাচ্ছে ফেসবুক!

বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক এবার মোবাইল পেমেন্ট ফিচার সরবরাহ করার একটি প্রকল্প হাতে নিয়েছে। আপাতত সীমিত পরিসরে পরীক্ষামূলকভাবে সেবাটি চালু হয়েছে।

এর মোবাইল এপ্লিকেশনের সাহায্যে ব্যবহারকারীরা যখনই কোন কিছু কিনবেন, তখন অর্থ লেনদেন সংশ্লিষ্ট তথ্য পূরণ করে ফেসবুকের মাধ্যমেই এর মূল্য পরিশোধ করা যাবে।

তবে ধারণা করা হচ্ছে, এজন্য নিজেদেরকেই পেমেন্ট প্রসেসর হিসেবে রূপান্তরিত না করে অন্য কোন তৃতীয় কোম্পানির অর্থ স্থানান্তর সেবা গ্রহণ করবে ফেসবুক। এক্ষেত্রে পেপালই হতে পারে সাইটটির প্রথম পছন্দ।

বিশ্বজুড়ে অনেক অনলাইন সেবাদাতাই মোবাইল পেমেন্ট মার্কেটে প্রবেশ করতে চাচ্ছে। কিন্তু ১ বিলিয়নের বেশি ব্যবহারকারী সমৃদ্ধ ফেসবুক এ জাতীয় সেবা দিলে তা জনপ্রিয় হওয়ার সম্ভাবনা অনেক। ফেসবুক এখন আর শুধু ব্র্যান্ড এডভার্টাইজিং ও ফ্যান সংগ্রহের মধ্যেই নিজেদের আয়কে আবদ্ধ করে রাখতে চাচ্ছেনা, বরং ই-কমার্সের মূল কেন্দ্রে অবস্থান নিতে আগ্রহী।

কবে নাগাদ ফেসবুকে মোবাইল পেমেন্ট সিস্টেম চালু হবে সে বিষয়ে নির্দিষ্ট কোন তথ্য জানা যায়নি। তবে অল থিংস ডি জানাচ্ছে, আগামী এক মাস বা এরকম সময়ের মধ্যে সেবাটি চালু হতে পারে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *