থ্রিজি নিলামের আবেদন জমা দিল বেসরকারী ৫ অপারেটর

3g in bd

অবশেষে থ্রিজি নিলামে অংশ নেয়ার জন্য বেসরকারী ৫ মোবাইল অপারেটর বিটিআরসি বরাবর আবেদনপত্র জমা দিয়েছে। সোমবার আবেদন করার শেষ সময় বিকেল ৫টার কিছু আগে কোম্পানিগুলোর প্রতিনিধিরা কাজটি সম্পন্ন করেন। সরকারী মালিকানাধীন টেলিটক আগেই আবেদন জমা দিয়েছে। তবে একটি বিদেশি অপারেটর আসার সুযোগ ও সম্ভাবনা থাকলেও কোন প্রতিষ্ঠান আসেনি।

দেশের ৬টি মোবাইল ফোন সেবাদাতার সবগুলোই আবেদন করার ফলে আনুষ্ঠানিকভাবে থ্রিজি নিলামের প্রস্তুতি শুরু হল বলে মন্তব্য করেছেন বিটিআরসি চেয়ারম্যান সুনীল কান্তি বোস।

কর কাঠামো ও অন্যান্য ইস্যুতে অপারেটরদের বিভিন্ন আপত্তির আন্তরিক সমাধান হয়েছে জানিয়ে বিটিআরসি চেয়ারম্যান বলেন কোম্পানিগুলো এখন খুব খুশি।

আবেদনপত্র জমা দেয়ার পর গ্রামীণফোনের কর্পোরেট অ্যাফেয়ার্স চিফ মাহমুদ হোসাইন সাংবাদিকদের বলেন, “বেশ কিছু ইস্যু রয়েছে, যা এখনো সমাধান হয়নি, অমীমাংসিত কিছু বিষয় খুব শিগগিরই মীমাংসা হবে বলে আশা করি”; “সিম রিপ্লেসমেন্ট ইস্যুটি আগামী ২৬ অগাস্ট বিড আনেস্ট মানি জমা দেয়ার আগেই সমাধান হবে বলে আশা করি।”

বাংলালিংকের সিনিয়র পরিচালক জাকিউল ইসলামও একই প্রত্যাশা জ্ঞাপন করেন।

রবি’র এক্সিকিউটিভ ভিপি মাহমুদুর রহমান বলেন, “নতুন গ্রাহকদের কাছে থ্রি জি প্রযুক্তি নিয়ে যাওয়ার জন্য আমরা একধাপ এগিয়েছি।”

সুনীল কান্তি বোস মোবাইল অপারেটরদের দাবির বিষয়ে বলেন, “বিড আর্নেস্ট মানি জমা দেয়ার আগে তাদের দাবিগুলো সুরাহা হবে বলে আমি আশা করি।”

পূর্বে বেশ কিছু বিষয়ে গ্রামীণফোনের সাথে বিটিআরসির আলোচনা চালু থাকায় আবেদন জমা দেয়া আগে অপারেটরটি কোনো শর্ত দিয়েছে কিনা তা জানতে চাইলে জনাব সুনীল বোস বলেন, জিপি কোনো শর্ত দেয়নি।

“সরকার তাদের নিশ্চিত করেছে, গ্রামীণ ব্যাংক কমিশন প্রতিবেদনের মাধ্যমে লাইসেন্স বাতিল হওয়ার কোন সম্ভাবনা নেই।”

আগামী ৮ সেপ্টেম্বর থ্রিজি লাইসেন্সের নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা আছে।  চলুন দেখি সর্বশেষ সময়সূচি অনুযায়ী থ্রিজি বিষয়ে কোনদিন কী হচ্ছেঃ

  • > নিলামে অংশগ্রহণ আবেদনের শেষ তারিখ ১২ আগস্ট ২০১৩
  • > নিলামের জন্য যোগ্য অপারেটরদের প্রাথমিক তালিকা প্রকাশ ১৮ আগস্ট
  • > কোম্পানিগুলোর সাথে নিলাম প্রক্রিয়া নিয়ে বিটিআরসির বৈঠক ১৯ আগস্ট
  • > বিড আর্নেস্ট মানি জমা দেয়ার ডেডলাইন ২৬ আগস্ট
  • > নিলামের জন্য যোগ্য অপারেটরদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ১ সেটেম্বর
  • > সবশেষে নিলাম অনুষ্ঠান এবং নির্বাচিত অপারেটরদের তালিকা প্রকাশ ৮ সেপ্টেম্বর।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *