মোবাইল এপ ডাউনলোডের ক্ষেত্রে আইওএসকে পেছনে ফেলল এন্ড্রয়েড!

স্মার্টফোন এপ ডাউনলোড সংখ্যা বিবেচনায় অ্যাপলের আইওএসকে অতিক্রম করেছে এন্ড্রয়েড। চলতি বছর দ্বিতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী ডাউনলোডকৃত মোট এপের ৪৪ শতাংশই ছিল গুগলের এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমের দখলে, আর আইওএসের ঘরে যায় ৩১ শতাংশ।

গবেষণামূলক প্রতিষ্ঠান এবিআই রিসার্সের বরাত দিতে সিনেট নিউজ এই তথ্য প্রকাশ করেছে।

তবে সমন্বিত সফটওয়্যার ডাউনলোড সংখ্যার দিক দিয়ে এন্ড্রয়েড এগিয়ে গেলেও প্রত্যেক আলাদা ব্যবহারকারীর ডাউনলোডকৃত গড় এপের দিক থেকে আইওএস এখনও এগিয়ে আছে।

২০১৩ সালের জানুয়ারি-মার্চ কোয়ার্টারে আইফোন শিপমেন্ট প্রবৃদ্ধি ছিল ১৫ শতাংশ, যা এপ্রিল-জুন মৌসুমে কমে ৯ শতাংশে পৌঁছে। অপরদিকে একই সময়ের ব্যবধানে এন্ড্রয়েডে প্রবৃদ্ধি ২০% থেকে বেড়ে ৩৬% এ উন্নীত হয়েছে।

এবিআই রিসার্সের হিসেব অনুযায়ী বর্তমানে এন্ড্রয়েড ও আইওএসের মোট এপ্লিকেশন ইনস্টল বেসের অনুপাত হচ্ছে ২.৪ : ১, যা কিনা ২০১৬ নাগাদ ৩ : ১ এ পৌঁছুবে। প্রতিষ্ঠানটি বলছে, এন্ড্রয়েড ফ্রি এবং ওপেনসোর্স হওয়ার কারণেও এর ব্যবহার বেশি হচ্ছে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *