কম দামে ভালো গেমিং ফোন খুঁজছেন? আমরা খুঁজে বের করেছি ৯ হাজার টাকা থেকে শুরু করে ১৫ হাজার টাকার মধ্যে সেরা ৯টি গেমিং ফোন যা দেশের বাজারে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে। এই তালিকার ফোনগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ফোনের চিপসেট আর এর পারফরম্যান্সকে। চলুন জেনে নিই ৯টি বাজেট গেমিং ফোন সম্পর্কে।
ওয়ালটন প্রিমো এস৮ মিনি – Walton Primo S8 Mini
বর্তমান বাজারে ওয়ালটনের সবথেকে জনপ্রিয় গেমিং ফোন এটি। কেনন খুব কম দামেই এতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী কোয়ালকম প্রসেসর। ফোনটি ভালো লেগে যাবে এর ডিসপ্লে থেকেই। ৬.৫৩ ইঞ্চির একটি এলটিপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যেখানে ফুলএইচডি প্লাস রেজ্যুলেশনের ছবি দেখতে পাবেন। ভিভিড আর বড় সুন্দর এই ডিসপ্লে গেম খেলার জন্য অসাধারণ।
গেম খেলার ক্ষেত্রে সবথেকে বড় সুবিধা দেবে ফোনটির ভিতরে থাকা স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপ। এটি খুবই শক্তিশালী একটি চিপ এবং এই বাজেটের আর কোন ফোনে এই চিপ পাবেন না। এছাড়া ৪ জিবি ও ৬ জিবি র্যামের দুটি ভ্যারিয়েন্ট রয়েছে এই ফোনের। যে কোন ধরণের গেমই খেলা যাবে এই ফোন দিয়ে। ফোন থেকে ভালো পারফর্মেন্স পেতে দেয়া হয়েছে ইউএফএস প্রযুক্তির ৬৪ জিবি স্টোরেজ। ফোনটি কিন্তু ক্যামেরার দিক থেকেও পিছিয়ে থাকবে না। ১৬ মেগাপিক্সেলের মূল লেন্সসহ কোয়াড ক্যামেরা সেটআপ পাবেন। গেমিংয়ে লম্বা সময় ব্যাকাপ দিতে থাকছে ৫০০০ মিলিএম্পের বড় ব্যাটারি। ওয়াইডভাইন এল১ সাপোর্ট থাকায় ওটিটি প্লাটফর্মে কন্টেন্ট দেখার ক্ষেত্রেও বাড়তি সুবিধা পাবেন। সব মিলিয়ে কম বাজেটে অসাধারণ একটি গেমিং ফোন এটি।
ওয়ালটন প্রিমো এস৮ মিনি এর স্পেসিফিকেশন
- ডিসপ্লেঃ ৬.৫৩ ইঞ্চি
- প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৬৬৫
- র্যামঃ ৪/৬ জিবি
- স্টোরেজঃ ৬৪ জিবি
- ব্যাক ক্যামেরাঃ কোয়াড ক্যামেরা (১৬ + ৮ + ২ + ২ মেগাপিক্সেল)
- ফ্রন্ট ক্যামেরাঃ ১৩ মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প
ওয়ালটন প্রিমো এস৮ মিনি এর দামঃ
- ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজঃ ১৪,৯৯৯ টাকা
- ৬ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজঃ ১৬,৯৯৯ টাকা
টেকনো স্পার্ক ১০ প্রো – Tecno Spark 10 Pro
সম্প্রতি বাজারে আসা টেকনোর এই ফোনটি বেশ ভারসাম্যপূর্ণ একটি ফোন। ফোনটির পারফর্মেন্স, ক্যামেরা কিংবা ডিজাইন সবই দাম হিসেবে অসাধারণ। ফোনটির আউটলুক একটি প্রিমিয়াম ফোনের মতোই সুন্দর এবং নজরকাড়া। ফোনের সামনে ৬.৮ ইঞ্চির বিশাল একটি ৯০ হার্টজের হাই রিফ্রেশ রেটের প্যানেল রয়েছে। ফলে গেমিং বা কন্টেন্ট ওয়াচিংয়ে পাওয়া যাবে ভালো অভিজ্ঞতা। গেমিংয়ের ক্ষেত্রে সাহায্য করবে এই ফোনের মধ্যে থাকা শক্তিশালী মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর। এটি সব গেমই ভালোভাবে চালাতে পারে। আর বড় গেম চালাতে এখানে র্যামও রয়েছে যথেষ্ট পরিমাণ।
৮ জিবি ফিজিক্যাল র্যামের সাথে আরও ৮ জিবি পর্যন্ত সফটওয়্যার র্যাম বাড়িয়ে নেয়া যায়। ফোনের অন্যতম আকর্ষণীয় দিক এর সেলফি ক্যামেরা। ৩২ মেগাপিক্সেলের সেলফি সেন্সর খুব পরিষ্কার ও ভালো মানের সেলফি তুলতে সক্ষম। যারা সেলফি তোলার সাথে সাথে টুকটাক গেমিং করতে ভালোবাসেন তাদের জন্য নিখুঁত একটি ফোন এটি। এছাড়া পিছনে আছে ৫০ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেটআপ। এনএফসি, ৫০০০ মিলিএম্প বড় ব্যাটারি, ১৮ ওয়াট চার্জিং ইত্যাদি বাড়তি সুবিধাগুলোও পাবেন ফোনের সঙ্গে।
টেকনো স্পার্ক ১০ প্রো এর স্পেসিফিকেশন
- ডিসপ্লেঃ ৬.৮ ইঞ্চি
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮৮
- র্যামঃ ৪/৮ জিবি
- স্টোরেজঃ ১২৮ জিবি
- ব্যাক ক্যামেরাঃ ডুয়াল ক্যামেরা (৫০ + ০.০৮ মেগাপিক্সেল)
- ফ্রন্ট ক্যামেরাঃ ৩২ মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প
টেকনো স্পার্ক ১০ প্রো এর দামঃ
- ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজঃ ১৫,৬৯০ টাকা
- ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজঃ ১৭,৯৯০ টাকা
ইনফিনিক্স হট ৩০ – Infinix Hot 30
ফিচার ও দামের দিক থেকে এই ফোনটি বর্তমানে অনেক এগিয়ে। শুধু গেমিং নয় আরও অনেক বিশেষ ফিচার আছে এখানে। ফোনের সামনে পাবেন ৬.৭৮ ইঞ্চির পাঞ্চহোল ডিসপ্লে যা খুবই আধুনিক। এছাড়া ৯০ হার্টজের হাই রিফ্রেশ রেটও পাবেন। ফলে স্মুথ গেমিং ও কন্টেন্ট ওয়াচিং করা যাবে এখানে। গেমের ক্ষেত্রে সবথেকে ভালো প্রসেসর রয়েছে এই দামের, মিডিয়াটেক হেলিও জি৮৮। ফলে যে কোন গেম সহজেই চলবে এখানে। আছে ডারলিঙ্ক নামের গেমিং অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট। ফলে অনেকক্ষণ গেম খেললেও ফোন ঠাণ্ডা ও স্মুথ পারফর্ম করে। গেমিংয়ে সাহায্য করে এর ৮ জিবি র্যামও। এই র্যাম সফটওয়্যারের মাধ্যমে ১৬ জিবি পর্যন্ত বাড়ানো যায়। তবে গেমিং ফোকাস থাকলেও এর পিছনে ৫০ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা দেয়া হয়েছে। আছে ৫০০০ মিলিএম্প বিশাল ব্যাটারি ও ৩৩ ওয়াটের ফাস্ট চার্জ সুবিধা। দীর্ঘক্ষণ গেমিং এবং ফোন চার্জ করা যাবে দ্রুত। সব মিলিয়ে গেমারদের জন্য আলাদা অনেক ফিচার নিয়ে এই ফোনটি এগিয়ে আছে এই বাজেটের মধ্যে।
ইনফিনিক্স হট ৩০ এর স্পেসিফিকেশন
- ডিসপ্লেঃ ৬.৭৮ ইঞ্চি
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮৮
- র্যামঃ ৮ জিবি
- স্টোরেজঃ ২৫৬ জিবি
- ব্যাক ক্যামেরাঃ ডুয়াল ক্যামেরা (৫০ + ০.০৮ মেগাপিক্সেল)
- ফ্রন্ট ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প
ইনফিনিক্স হট ৩০ প্রো এর দামঃ ১৪,৯৯৯ টাকা
সিম্ফনি ইনোভা ১০ – Symphony Innova 10
বাজেটের মধ্যে সিম্ফনি সবসময়ই ভালো ফোন বাজারে নিয়ে আসে। এই ফোনটি একদম কম বাজেটে যারা গেমিং করতে চান মূলত তাদের জন্যই। এখানে আছে ৬.৬ ইঞ্চির আধুনিক পাঞ্চ হোল ডিসপ্লে। স্বল্প বাজেটেই ভালো গেমিং পারফর্মেন্স দিতে রাখা হয়েছে মিডিয়াটেকের হেলিও জি৩৫। এটি খুব বেশি শক্তিশালী না হলেও টুকটাক গেমিংয়ে ভালো সাপোর্ট দিতে পারে। এছাড়া ৪ জিবি র্যাম থাকায় হালকা গেমিং করতে অসুবিধা হবে না। গেমিংয়ে ৫০৫০ মিলিএম্প ব্যাটারি থেকে লম্বা সময় ব্যাকাপও পাবেন সহজেই। ফোনটির আরেকটি ভালো দিক ৫২ মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ। কম দামে বেশ ভালো ছবি তুলেতে সক্ষম ফোনটি। সামনে আছে ৮ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরাও। ফোনটি দেখতেও বেশ সুন্দর ও আধুনিক। হাতে ধরে পাবেন ভালো একটি অভিজ্ঞতা। ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাও আছে এতে। সব মিলিয়েই সবথেকে কম দামে গেমিং করতে এই ফোনটি এখন বাজারে জনপ্রিয়।
সিম্ফনি ইনোভা ১০ এর স্পেসিফিকেশন
- ডিসপ্লেঃ ৬.৬ ইঞ্চি
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৩৫
- র্যামঃ ৪ জিবি
- স্টোরেজঃ ৬৪/১২৮ জিবি
- ব্যাক ক্যামেরাঃ ৫২ মেগাপিক্সেল
- ফ্রন্ট ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০৫০ মিলিএম্প
সিম্ফনি ইনোভা ১০ এর দামঃ
- ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজঃ ১০,৯৯৯ টাকা
- ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজঃ ১১,৪৯৯ টাকা
টেকনো স্পার্ক ৮ প্রো – Techno Spark 8 Pro
কম বাজেটেই বেশ ভালো স্পেক নিয়ে দেশের বাজারে ২০২৩ সালে প্রথম সারা ফেলে এই ফোনটি। ফোনটির কম বাজেটে গেম খেলার জন্য বেশ উপযুক্ত এতে থাকা শক্তিশালী প্রসেসরের কারণে। হেলিও জি৮৫ প্রসেসরটি মিডিয়াটেক মূলত গেমিংকে ফোকাস করেই বাজারে এনেছে। এই ফোনে আরও পাবেন ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ যা গেমিংয়ের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ। সকল ধরণের গেম মিড সেটিংসে খেলা যাবে এই ফোনে। ৬.৮ ইঞ্চির বড় ডিসপ্লে থাকায় কন্টেন্ট ওয়াচিং বা গেম সবখানেই আলাদা সুবিধা পাওয়া যাবে।
তবে শুধু গেম নয়, ফটোগ্রাফির ক্ষেত্রেও ফোনটি পিছিয়ে থাকবে না। পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে যার মূল ক্যামেরাটি ৪৮ মেগাপিক্সেলের এবং বেশ ভালো কোয়ালিটির ছবি তুলতে সক্ষম। এছাড়া ৫০০০ মিলিএম্প ব্যাটারি লম্বা সময় ব্যাকাপ দেবে। ৩৩ ওয়াটের ফাস্ট চার্জ থাকায় খুব অল্প সময়ে চার্জ করে নিতে পারবেন যা গেমারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে ১৫ হাজার টাকা বাজেটে ফোনটি গেমারদের জন্য ভালো একটি পছন্দ হতে পারে।
টেকনো স্পার্ক ৮ প্রো এর স্পেসিফিকেশন
- ডিসপ্লেঃ ৬.৮ ইঞ্চি
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮৫
- র্যামঃ ৪ জিবি
- স্টোরেজঃ ৬৪ জিবি
- ব্যাক ক্যামেরাঃ ৪৮ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প
টেকনো স্পার্ক ৮ প্রো এর দামঃ ১৪,৪৯০ টাকা
ইনফিনিক্স হট ১১এস – Infinix Hot 11S
ইনফিনিক্সের ফোনগুলো সবসময়েই বাজেটে সেরা স্পেক দিয়ে থাকে। এই ফোনটিও ইনফিনিক্স ডিজাইন করেছে গেমারদের দিকে ফোকাস করে। আর তাই এতে গেমিংয়ের সুবিধার জন্য বেশ কিছু বাড়তি ফিচার রয়েছে। ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লেতে দেয়া হয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের সুবিধা, এর ফলে হাই রিফ্রেশ রেটের গেমগুলো খেলা যাবে। তাছাড়া ১৮০ হার্টজের টাচ স্যামপ্লিং রেটও দেয়া হয়েছে যা গেমিংয়ের অভিজ্ঞতায় আলাদা মাত্রা আনবে।
সবকিছুর পেছনে দেউয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও জি৮৮ চিপ। এই চিপটির মাধ্যমে সকল গেমই খেলতে পারবেন সমস্যা ছাড়াই। ইউআইতে আলাদা গেম মোডের সুবিধাও রাখা হয়েছে। ফোনটি ৪ জিবি র্যাম ভ্যারিয়েন্টে কম মূল্যেই বাজারে পাওয়া যাচ্ছে। এছাড়া ক্যামেরার ক্ষেত্রেও ফোনটি বেশ ভালো। ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে পিছনে। তাছাড়া ৫০০০ মিলিএম্প ব্যাটারি, ডুয়াল স্পিকার, ফিঙ্গারপ্রিন্টের মতো সুবিধাগুলোও পেয়ে যাবেন।
ইনফিনিক্স হট ১১এস এর স্পেসিফিকেশন
- ডিসপ্লেঃ ৬.৭৮ ইঞ্চি + ৯০ হার্টজ রিফ্রেশ রেট
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮৮
- র্যামঃ ৪ জিবি
- স্টোরেজঃ ৬৪ জিবি
- ব্যাক ক্যামেরাঃ ৫০মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প
ইনফিনিক্স হট ১১এস এর দামঃ ১৪,৯৯০ টাকা
ইনফিনিক্স হট ১২ – Infinix Hot 12
২০২৪ সালের সস্তা গেমিং ফোনের মধ্যে এটি অন্যতম। বেশ ভালো প্রসেসর ও গেমিং ফিচারের সাথে এই ফোনটিও বাজারে ১৫ হাজার টাকার নিচেই পেয়ে যাবেন। দেয়া হয়েছে হেলিও জি৮৫ এর শক্তিশালী গেমিং প্রসেসর। ফলে যে কোন গেম সহজেই খেলতে পারবেন ফোনটিতে। তাছাড়া ৬.৮২ ইঞ্চির বড় একটি ডিসপ্লে আছে যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট দেবে। ফলে স্মুথ গেম খেলতে বেশ সুবিধা হবে গেমারদের। এছাড়া শক্তিশালী ডুয়াল স্পিকার, গেমিং করার জন্য আলাদা গেম মোড ও অন্যান্য বেশ কিছু গেম রিলেটেড ফিচারও পাবেন। এই ফোনটিতে ৪ জিবি র্যাম আছে, এছাড়া র্যাম এক্সপানশনের সুবিধাও আছে। আর স্টোরেজে ১২৮ জিবি স্টোরেজ পেয়ে যাবেন। ট্রিপল ক্যামেরা আছে পিছনে যার মেইন লেন্সটি ১৩ মেগাপিক্সেলের। এছাড়া ৫০০০ মিলিএম্পের বড় ব্যাটারিও পাবেন যার ফলে লম্বা সময় গেম খেলা সম্ভব হবে। সব মিলিয়ে গেমিংয়ের জন্য ভালো একটি প্যাকেজ এটি।
ইনফিনিক্স হট ১২ এর স্পেসিফিকেশন
- ডিসপ্লেঃ ৬.৮২ ইঞ্চি + ৯০ হার্টজ রিফ্রেশ রেট
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮৫
- র্যামঃ ৪ জিবি
- স্টোরেজঃ ১২৮ জিবি
- ব্যাক ক্যামেরাঃ ১৩ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প
ইনফিনিক্স হট ১২ এর দামঃ ১৪,৪৯৯ টাকা
ইনফিনিক্স হট ২০ – Infinix Hot 20
কিছুদিন আগে বাজারে আসা এই ফোনটিকে ইনফিনিক্স তাদের গেমিং ফোন হিসেবে আলাদা করে প্রচার করছে। আর সেজন্য এই ফোনে বেশ কিছু নতুন ধরণের গেমিং প্রযুক্তি ব্যবহার করেছে ইনফিনিক্স যা গেমিংয়ের অভিজ্ঞতাকে নতুন মাত্রা দিতে পারে। আছে ফ্লুয়িড ৯০ হার্টজ ডিসপ্লে যা গেমিংয়ের জন্যই আলাদাভাবে ডিজাইন করেছে ইনফিনিক্স। ডারলিঙ্ক নামের নতুন একটি প্রযুক্তির মাধ্যমে গেমে সেরা ভিউ দেখাতে পারে এই ডিসপ্লে।
এছাড়া আলদা গেম বুস্টার ফিচার আছে যা গেম খেলায় আপনাকে আলাদাভাবে সাহায্য করতে পারে। আছে হেলিও জি৮৫ গেমিং প্রসেসর ও ৪ জিবি এলপিডিডিআর৪এক্স র্যাম যা ১১ জিবি পর্যন্ত এক্সপানশন হতে সক্ষম। ফলে যেকোনো ধরণের গেমই আপনি এই ফোনে খেলতে পারবেন ল্যাগ ছাড়াই। ক্যামেরার ক্ষেত্রেও বেশ ভালো ফোনটি। ৫০ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপে টুকটাক ফটোগ্রাফি করা যাবে সহজেই। ৫০০০ মিলিএম্পের ব্যাটারিও পেয়ে যাবেন ফোনটিতে।
ইনফিনিক্স হট ২০ এর স্পেসিফিকেশন
- ডিসপ্লেঃ ৬.৮২ ইঞ্চি + ৯০ হার্টজ রিফ্রেশ রেট
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮৫
- র্যামঃ ৪ জিবি
- স্টোরেজঃ ১২৮ জিবি
- ব্যাক ক্যামেরাঃ ৫০ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প
ইনফিনিক্স হট ২০ এর দামঃ ১৪,৯৯৯ টাকা
রেডমি ১০সি – Redmi 10C
১৫ হাজার টাকা বাজেটের মধ্যে সবথেকে শক্তিশালী চিপসেট রয়েছে এই ফোনটিতে। আর তাই গেমিংয়ের ক্ষেত্রেও এই ফোন থেকে অসাধারন অভিজ্ঞতা পাবেন। এই বাজেটেই রেডমির এই ফোনটি দিচ্ছে ৬ ন্যানোমিটারের স্ন্যাপড্রাগন ৬৮০ চিপ যেটি এনার্জি এফিসিয়েন্ট ও শক্তিশালী। ফলে যেকোনো ধরণের গেম খুব সহজেই সামলাতে পারে। শুধু প্রসেসর নয় এতে আছে ইউএফএস ২.২ এর স্টোরেজ, ফলে সব কাজই বেশ স্মুথভাবে সম্পন্ন করতে পারে ফোনটি। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজের ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন কম বাজেটের মধ্যেই। এর ৬.৭১ ইঞ্চির ডিসপ্লেতে হাই রিফ্রেশ রেটের সুবিধা না পেলেও ডিসপ্লেটি কোয়ালিটির দিক থেকে সেরা। ক্যামেরা সেকশনে আছে ৫০ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা। ক্যামেরা পারফর্মেন্স বাজেট অনুযায়ী অসাধারন। এছাড়াও আছে ৫০০০ মিলিএম্প বড় ব্যাটারি, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও এসডি কার্ডের সুবিধা। ফলে সব দিক থেকেই ফোনটি দাম অনুযায়ী সেরা সার্ভিস দিতে পারবে আপনাকে। গেমিং ফোন হিসেবে এটি হতে পারে ১৫ হাজার টাকা বাজেটে আপনার প্রথম পছন্দ।
রেডমি ১০সি এর স্পেসিফিকেশন
- ডিসপ্লেঃ ৬.৭১ ইঞ্চি
- প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৬৮০
- র্যামঃ ৪ জিবি
- স্টোরেজঃ ৬৪ জিবি
- ব্যাক ক্যামেরাঃ ৫০ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প
রেডমি ১০সি এর দামঃ ১৪,৯৯৯ টাকা
টেকনো স্পার্ক ৭ – কম দামে ভালো গেমিং ফোন
১২ হাজার টাকার মধ্যে একটি পারফেক্ট ব্যালেন্সড ফোন হচ্ছে টেকনো স্পার্ক ৭। ফোনটিতে রয়েছে ৬.৫ইঞ্চির ডিসপ্লে। ১৬মেগাপিক্সেলের ব্যাক ও ৮মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা রয়েছে ফোনটিতে।
৪জিবি র্যাম ও ৬৪জিবি স্টোরেজ এর ফোনটিতে রয়েছে ৬০০০মিলিএম্প এর বিশাল ব্যাটারি। টেকনো স্পার্ক ৭ ফোনটি চলবে মিডিয়াটেক এর হেলিও জি৭০ প্রসেসর দ্বারা। এছাড়াও ফোনটির ব্যাকে ফিংগারপ্রিন্ট সেন্সর তো থাকছেই। 👉 টেকনো মোবাইলের দাম জেনে নিন।
একনজরে টেকনো স্পার্ক ৭
- ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি এইচডি+
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৭০
- র্যামঃ ৪জিবি ৪জিবি
- স্টোরেজঃ ৬৪জিবি
- ব্যাক ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
- ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৬০০০মিলিএম্প
টেকনো স্পার্ক ৭ এর দামঃ ১১,৯৯০ টাকা
আরো জানুনঃ ১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোন
ওয়ালটন আরএক্স৮ মিনি
এই কম দামে সেরা গেমিং ফোনের তালিকায় ওয়ালটন আরএক্স৮ মিনি ফোনটি দেখতে সবচেয়ে আকর্ষণীয়। এই ফোনটি বাজারে এনে “দামে কম, মানে ভালো” কথাটির বাস্তবিক উদাহরণ দেখিয়েছে দেশী ব্র্যান্ড ওয়ালটন। ফোনটির দাম হিসেবে স্পেসিফিকেশন একদম “টপ অফ দ্যা লাইন” বলা চলে।
৪জিবি র্যাম ও ৬৪জিবি স্টোরেজ এর এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর, যা এই দামে অনন্য। এছাড়াও ফোনটিতে ১২ মেগাপিক্সেলের মেইন ক্যামেরার পাশাপাশি রয়েছে ৮ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা। ৬.৩ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লের ফোনটিতে রয়েছে ৩৬০০মিলিএম্প এর ব্যাটারি। ওয়ালটন আরএক্স৮ মিনি ফোনটির পেছনে রয়েছে ফিংগারপ্রিন্ট সেন্সর।
একনজরে ওয়ালটন আরএক্স৮ মিনি
- ডিসপ্লেঃ ৬.৩ইঞ্চি ফুল এইচডি+
- প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০
- র্যামঃ ৪জিবি
- স্টোরেজঃ ৬৪জিবি
- ব্যাক ক্যামেরাঃ ১২ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা + ৮ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৩৬০০মিলিএম্প
ওয়ালটন আরএক্স৮ মিনি এর দামঃ ১২,৯৯৯ টাকা
আরো জানুনঃ ২০ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন
স্যামসাং গ্যালাক্সি এম০২এস – কম দামে ভালো গেমিং ফোন
স্যামসাং এর ফোন আর গেমিং যাদের পছন্দ, তাদের জন্য স্যামসাং গ্যালাক্সি এম২এস হতে পারে ১২হাজার টাকার মধ্যে সেরা একটি ফোন। ফোনটিতে রয়েছে ৬.৫ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৫০ প্রসেসর ব্যবহার করা হয়েছে ফোনটিতে।
স্যামসাং গ্যালাক্সি এম২এস এ রয়েছে ৪জিবি র্যাম ও ৬৪জিবি স্টোরেজ। ৫০০০মিলিএম্প এর বিশাল ব্যাটারি রয়েছে ফোনটিতে। এতে ক্যামেরা হিসেবে রয়েছে ১২মেগাপিক্সেল থ্রিপল ক্যামেরা সেটাপ ও ৫মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা।
একনজরে স্যামসাং গ্যালাক্সি এম০২এস
- ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি এইচডি+
- প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৫০
- র্যামঃ ৪জিবি
- স্টোরেজঃ ৬৪জিবি
- ব্যাক ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল থ্রিপল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা
- ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
স্যামসাং গ্যালাক্সি এম২এস এর দামঃ ১২,২৯৯ অথবা ১১,২৯৯ টাকা
রিয়েলমি নারজো ৩০এ
গেমারদের কথা মাথায় রেখেই মূলত রিয়েলমির নারজো সিরিজের ফোনগুলো তৈরী। এরই ধারাবাহিকতায় বাজেটের মধ্যে শক্তিশালী মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর চালিত ফোন, রিয়েলমি নারজো ৩০এ তে রয়েছে ৪জিবি র্যাম ও ৬৪জিবি স্টোরেজ।
৬.৫ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লের ফোনটিতে থাকছে ১৩মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটাপ। ফোনটির সামনে রয়েছে ৮মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা।
একনজরে রিয়েলমি নারজো ৩০এ – কম দামে ভালো গেমিং ফোন
- ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি ফুল এইচডি
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮৫
- র্যামঃ ৪জিবি
- স্টোরেজঃ ৬৪জিবি
- ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৬০০০মিলিএম্প
ওয়ালটন আরএক্স৮ মিনি এর দামঃ ১২,৯৯০ টাকা
টেকনো স্পার্ক ৭ প্রো
একের পর এক কম দামে অসাধারণ ফোন বাজারে এনে দেশের বাজারে গেমারদের চাহিদা অনেকদিন ধরেই পূরণ করে আসছে টেকনো। টেকনো স্পার্ক ৭ প্রো ফোনটিকে এরই একটি প্রচেষ্টা বলা চলে। মিডিয়াটেক এর হেলিও জি৮০ চালিত ফোনটি গেমিং এর পাশাপাশি সাধারণ ব্যবহারের জন্যও অসাধারণ।
ফোনটির অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে এত কম দামে ৯০হার্জ রিফ্রেশ রেট, যা এই দামে স্বপ্নের মত বলা চলে। ৬.৬ইঞ্চির পাঞ্চ-হোল ডিসপ্লের ফোন, টেকনো স্পার্ক ৭ প্রো তে রয়েছে ৫০০০মিলিএম্প এর বিশাল ব্যাটারি। থাকছে ৪জিবি র্যাম ও ৬৪জিবি ইন্টারনাল স্টোরেজ। ফোনটিতে আরো রয়েছে ৪৮মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটাপ ও ৮মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা।
একনজরে টেকনো স্পার্ক ৭ প্রো
- ডিসপ্লেঃ ৬.৬ইঞ্চি পাঞ্চ-হোল ডিসপ্লে + ৯০হার্জ রিফ্রেশ রেট
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮০
- র্যামঃ ৪জিবি
- স্টোরেজঃ ৬৪জিবি
- ব্যাক ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
টেকনো স্পার্ক ৭ প্রো এর দামঃ ১৩,৪৯০ টাকা
রিয়েলমি নারজো ২০
রিয়েলমি নারজো ৩০এ ও রিয়েলমি নারজো ২০ – এই দুইটি ফোন বলতে গেলে প্রায়ই একই। ফোন দুইটির মধ্যে প্রধান পার্থক্য হলো এদের ক্যামেরাতে। নারজো ৩০এ ফোনটিতে রয়েছে ১৩মেগাপিক্সেলের ক্যামেরা, যেখানে নারজো ২০ তে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা ও ৮মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা। এছাড়া বাকিসব ক্ষেত্রে রিয়েলমি নারজো ৩০এ ও রিয়েলমি নারজো ২০ – ফোন দুইটি একই।
একনজরে রিয়েলমি নারজো ২০
- ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি ফুল এইচডি
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮৫
- র্যামঃ ৪জিবি
- স্টোরেজঃ ৬৪জিবি
- ব্যাক ক্যামেরাঃ ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা + ৮মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৬০০০মিলিএম্প
রিয়েলমি নারজো ২০ এর দামঃ ১৩,৯৯০ টাকা
রিয়েলমি নারজো ৫০
২০হাজার টাকার মধ্যে ১২০হার্জ রিফ্রেশ রেট, ফাস্ট চার্জিং ও শক্তিশালী প্রসেসর – এইরকম একটি দারুণ ডিল প্রদান করছে রিয়েলমি নারজো ৫০ ফোনটি। ফোনটির হেলিও জি৯৬ প্রসেসর ও ১২০হার্জ রিফ্রেশ রেট ফোনটিতে গেমিং অভিজ্ঞতাকে করবে অনবদ্য।
রিয়েলমি নারজো ৫০ এর স্পেসিফিকেশন
- ডিসপ্লেঃ ৬.৬ইঞ্চি + ১২০হার্জ রিফ্রেশ রেট
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৯৬
- র্যামঃ ৪জিবি / ৬জিবি
- স্টোরেজঃ ৬৪জিবি / ১২৮জিবি
- ব্যাক ক্যামেরাঃ ৫০মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
রিয়েলমি নারজো ৫০ এর দামঃ ১৬,৪৯৯টাকা
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।