রেডমি কে৩০ আলট্রা – বাজেটের মধ্যে অসাধারণ ফোন

রেডমি কে৩০ আলট্রা - বাজেটের মধ্যে অসাধারণ শাওমি ফোন

শাওমি নিয়ে এলো রেডমি কে৩০ আলট্রা স্মার্টফোন। ৩০০ মার্কিন ডলার প্রাইস রেঞ্জের মধ্যে সবচেয়ে সেরা ডিল হতে পারে রেডমি কে৩০ আল্ট্রা ফোনটি। রেডমি কে৩০ আল্ট্রা স্মার্টফোনটির পাশাপাশি মি ১০ আল্ট্রা ফোনটিরও ঘোষণা দেয় শাওমি। মি ১০ আল্ট্রা ফোনটি টপ নচ স্পেসিফিকেশন ও ফিচারসমূহকে মাথায় রেখে তৈরী হলেও রেডমি কে৩০ আল্ট্রার লক্ষ্যটি ভিন্ন। দামের মধ্যে সেরা ফোন হয়ে ওঠার লক্ষ্য এই ফোনটির। চলুন জেনে নিই, ডিভাইসটি সম্পর্কে খুঁটিনাটি সব তথ্য।

রেডমি কে৩০ আলট্রা ডিসপ্লে

৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে প্যানেল থাকছে কে৩০ আল্ট্রা ফোনটিতে। ২৪০ হার্জ টাচ রেসপন্সযুক্ত এই ডিসপ্লেতে থাকছে ১২০ হার্জ রিফ্রেশ রেট। পপ আপ ক্যামেরা থাকার দরূণ ফুল স্ক্রিন ডিসপ্লের মজা উপভোগ করতে পারবেন ব্যবহারকারী। এর স্ক্রিনের নিচে পাচ্ছেন অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

পারফরম্যান্স ও কনফিগারেশন

মিডিয়াটেক এর ডাইমেনসিটি ১০০০+ চিপসেট দ্বারা চলবে শাওমি রেডমি কে৩০ আল্ট্রা ফোনটি। উল্লেখ্য যে, চিপসেটটি পারফরম্যান্স এর দিক দিয়ে স্ন্যাপড্রাগন ৮৬৫ এর চেয়ে পিছিয়ে আছে। তবে এই চিপসেটটির লক্ষ্য গতবছরের ফ্ল্যাগশিপ প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৫৫ এর চেয়ে এগিয়ে যাওয়া। সর্বোচ্চ ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টে পাওয়া যাবে রেডমি কে৩০ আল্ট্রা।

রেডমি কে৩০ আলট্রা ক্যামেরা

রেডমি কে৩০ আল্ট্রাতে থাকছে ৬৪ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। এর পাশপাশি থাকছে ১৩ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা, একটি ডেপথ সেন্সর এবং একটি ম্যাক্রো ক্যামেরা৷ পেছনের ক্যামেরায় মোট ৪টি লেন্স (৬৪, ১৩, ৫, ২) মেগাপিক্সেল। অপরদিকে ২০ মেগাপিক্সেলের পপ আপ সেল্ফি ক্যামেরা থাকছে ফোনটিতে।

কে৩০ আল্ট্রা ব্যাটারি ও চার্জিং

রেডমি কে৩০ আল্ট্রা ফোনটিতে থাকছে ৪৫০০ মিলিএম্প এর ব্যাটারি। ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার দেয়া থাকবে ফোনটির সাথেই। এছাড়াও স্টিরিও স্পিকারও থাকছে ফোনটিতে। আছে ইউএসবি সি, তবে থাকছেনা কোনো হেডফোন জ্যাক।

রেডমি কে৩০ আলট্রা দাম

রেডমি কে৩০ আল্ট্রা ফোনটি আগস্টের ১৪ তারিখ হতে চীনের বাজারে পাওয়া যাবে। ফোনটির আলাদা আলাদা ভ্যারিয়েন্টের দাম নিম্নরুপঃ

  • ৬জিবি র‍্যাম + ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ – ২৯০ ডলার
  • ৮জিবি র‍্যাম + ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ – ৩১৫ ডলার
  • ৮জিবি র‍্যাম + ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ – ৩৬০ ডলার
  • ৮জিবি র‍্যাম + ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ – ৩৯০ ডলার

রেডমি কে৩০ আল্ট্রা ফোনটি বাজার দখলে সক্ষম হবে কি? আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট সেকশনে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,571 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *