শাওমি পকো এফ১ দিচ্ছে কম দামে দারুণ সুবিধা!

শাওমি পকো এফ১

অল্প টাকায় তাক লাগানো স্পেসিফিকেশন দেয়ায় শাওমির জুড়ি নেই। এই চীনা জায়ান্ট আজ উন্মোচন করল শাওমি পোকো এফ১ এন্ড্রয়েড স্মার্টফোন, যা তুলনামূলক কম দামেই ফ্ল্যাগশিপ ফোনের স্পেসিফিকেশন দিচ্ছে। বাংলাদেশ সহ অন্যান্য দেশের শাওমি ভক্তদের জন্য এ যেনো ঈদের উপহার!

চলুন দেখে নিই কী নিয়ে আসছে শাওমি পকো এফ১ স্মার্টফোন।

  • স্ক্রিনঃ ৬.১৮ ইঞ্চি (২২৪৬ x ১০৮০পি, ৪০৩ পিপিআই, ১৮.৭:৯ অ্যাসপেক্ট র‍্যাশিও), আইপিএস এলসিডি, গরিলা গ্লাস (খুব সম্ভবত গরিলা গ্লাস ৩), নচ
  • প্রসেসরঃ ২.৮ গিগাহার্টজ স্ন্যাপড্রাগন ৮৪৫ অক্টাকোর সিপিইউ, এড্রিনো ৬৩০ জিপিইউ
  • র‍্যামঃ ৬জিবি/৮জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি বা ১২৮ জিবি (৬জিবি র‍্যাম) / ২৫৬জিবি (৮জিবি র‍্যাম), মাইক্রোএসডি স্লট আছে যা ২য় সিম কার্ড স্লট ব্যবহার করবে
  • ক্যামেরাঃ পেছনে ১২ + ৫ মেগাপিক্সেল মিলিয়ে মোট দুটি ক্যামেরা, ডুয়াল এলইডি ফ্ল্যাশ। সামনে ২০ মেগাপিক্সেল ক্যামেরা
  • ব্যাটারিঃ ৪০০০ এমএএইচ, কুইক চার্জ ৩.০
  • ওএসঃ এন্ড্রয়েড ৮.১ ওরিও, এমআইইউআই ৯.৬ (পকো কাস্টমাইজড)
  • সিমঃ ডুয়াল সিম, ফোরজি
  • লক-আনলকঃ পেছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আইআর ফেইস আনলক
  • অন্যান্যঃ ৩.৫ মিমি হেডফোন জ্যাক, লিকুইড কুলিং, এফএম রেডিও, ব্লুটুথ ৫, ইউএসবি সি
  • ওজনঃ ১৮০ গ্রামের মত, পুরুত্ব ৮.৮ মিলিমিটার

শাওমি পকো এফ১

শাওমি পোকো এফ১ ফোনের মূল বিশেষত্ব হচ্ছে এর অসাধারণ স্পেসিফিকেশন এবং স্পিড। ৩০০ ডলার দামের এই ফোনটি দিচ্ছে স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর যা স্যামসাং গ্যালাক্সি এস৯ওয়ানপ্লাস ৬ এর মত ফ্ল্যাগশিপ ফোনে ব্যবহৃত হয়েছে।

শাওমি পোকো এফ১ এর ৬জিবি-৬৪জিবি ভ্যারিয়েন্টের দাম হবে ৩০০ ডলার বা ২১০০০ ভারতীয় রুপি, ৬জিবি-১২৮জিবি ভ্যারিয়েন্টের দাম ৩৪৩ ডলার বা ২৪০০০ ভারতীয় রুপি এবং ৮জিবি-২৫৬জিবি মডেলের দাম ৪১৪ ডলার বা ২৯০০০ ভারতীয় রুপি।

একটু আলাদা ডিজাইনে একই রকমের স্পেসিফিকেশন নিয়ে আসবে আরমরড এডিশন, যার দাম হবে ৩০ হাজার ভারতীয় রুপি বা ৪২৯ ডলার।

কালো, নীল, লাল, ও আরমরড ফ্লেভারের মোট চারটি রঙে ফোনটি বাজারে আসবে ২৯ আগস্ট। শুরুতে ভারত এবং অন্যান্য এশীয় ও ইউরোপীয় বাজারে বিক্রি হবে ডিভাইসটি। বাংলাদেশে কবে আসবে বা তখন এর দাম কেমন হবে তা জানতে আমাদের সাথেই থাকুন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *