দুটি ইন্টারনেট প্যাকেজের দাম কমিয়েছে গ্রামীণফোন

সম্প্রতি বাংলাদেশে ইন্টারনেট সেবার ওপর ভ্যাট ১৫ শতাংশ থেকে ৫ শতাংশে নেমে আসার পর দেশের বৃহত্তম মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন তাদের দুটি ইন্টারনেট প্যাকেজের মূল্য কমিয়ে দিয়েছে।

গ্রামীণফোনের একটি ২জিবি ইন্টারনেট প্যাকেজের দাম ৪২ টাকা থেকে কমিয়ে ৩৮ টাকায় নিয়ে আসা হয়েছে। অপরদিকে একটি ১জিবি প্যাকেজের দাম ৯৪ টাকা থেকে কমিয়ে ৮৬ টাকা করা হয়েছে।

উভয় প্যাকেজের শর্তাবলী নিচে উল্লেখ করা হল।

২জিবি ইন্টারনেট ৩৮ টাকায়

  • ৩৮ টাকায় ২জিবি ২ দিন মেয়াদে (অ্যাক্টিভেশনের ১ দিন সহ)
  • অ্যাক্টিভেশন কোড: *১২১*৩২৪২#
  • পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত অফারটি চলবে
  • অটো রিনিউয়াল প্রযোজ্য নয়
  • অফার সক্রিয় থাকা অবস্থায় গ্রাহক পুনরায় এই প্যাক (৩৮ টাকায় ২ জিবি) ক্রয় করলে অব্যবহৃত ডাটা ভলিউম নতুন প্যাকের সাথে যোগ করা হবে
  • ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল *১২১*১*৪#
  • ইন্টারনেট অফার বাতিল করতে ডায়াল *১২১*৩০৪১#
  • অফারটি স্কিটো গ্রাহকদের জন্য প্রযোজ্য নয়
    আরও বিস্তারিত শর্ত এখানে দেখতে পারেন।

১ জিবি ইন্টারনেট ৮৬ টাকায়

  • ৮৬ টাকায় ১জিবি ৭ দিন মেয়াদে (অ্যাক্টিভেশনের ৬ দিন সহ)
  • অ্যাক্টিভেশন কোড: *১২১*৩০৫৬#
  • পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত অফারটি চলবে
  • অটো রিনিউয়াল প্রযোজ্য নয়
  • অফার সক্রিয় থাকা অবস্থায় গ্রাহক পুনরায় এই প্যাক (৮৬ টাকায় ১ জিবি) ক্রয় করলে
  • অব্যবহৃত ডাটা ভলিউম নতুন প্যাকের সাথে যোগ করা হবে
  • ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল *১২১*১*৪#
  • ইন্টারনেট অফার বাতিল করতে ডায়াল *১২১*৩০৪১#
  • অফারটি স্কিটো গ্রাহকদের জন্য প্রযোজ্য নয়
  • আরও বিস্তারিত শর্ত এখানে দেখতে পারেন।

সম্প্রতি একটি আন্তর্জাতিক স্পিড টেস্ট কোম্পানির রিপোর্ট অনুযায়ী বর্তমানে বাংলাদেশের সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে গ্রামীণফোন। Ookla এর পরিচালিত ওই স্পিড টেস্টে জিপি ইন্টারনেটে গড় ডাউনলোড স্পিড ছিল ১০.০৩ এমবিপিএস এবং আপলোড স্পিড গড়ে ৬.১৫ এমবিপিএস।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *