
যেকোনো প্রিপেইড গ্রাহক যারা Maximus Max406, Maximus M317 এবং Symphony B11i হ্যান্ডসেট কিনেছেন এবং নির্দিষ্ট অ্যামাউন্ট রিচার্জ করেছেন, তারা ভয়েস ও ডাটা বোনাস পাবেন।
যাদের জন্য প্রযোজ্য: যেকোনো প্রিপেইড গ্রাহক যারা Symphony/Maximus হ্যান্ডসেট কিনেছেন এবং 4724 ডায়াল করে ট্যাগ করেছেন তারা উপরোক্ত অফার পাবেন।
- গ্রাহকগণ ট্যাগিং -এর ৭২ ঘণ্টার মধ্যে ৫০ MB ফ্রি ট্রায়াল ডাটা পাবেন
- ক্যাম্পেইন চলাকালে গ্রাহকগণ সর্বোচ্চ ১৫ বার এই রিচার্জ বোনাস পাবেন। সর্বমোট ১৫ বার রিচার্জ (সমস্ত ১৯ টাকা/৪৯ টাকা/৯৯ টাকা রিচার্জ সহ) বিবেচনা করা হবে
- ডায়াল করে এই ক্যাম্পেইন -এ রেজিস্ট্রেশন করার পর গ্রাহকের মোবাইলে একটি SMS নোটিফিকেশন আসবে
- ভয়েস এবং ডাটার মেয়াদ ৫ দিন। সর্বমোট ১৫ বার রিচার্জ (সমস্ত ১৯ টাকা/৪৯ টাকা/৯৯ টাকা রিচার্জ সহ) বিবেচনা করা হবে
- এই বোনাস পেতে গ্রাহককে ট্যাগিং এর ৭২ ঘণ্টা পর একবারে নির্দিষ্ট পরিমাণ অর্থাৎ ১৯ টাকা/৪৯ টাকা/৯৯ টাকা রিচার্জ করতে হবে
- বোনাস টকটাইম গ্রাহক সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত জিপি-জিপি কলে ব্যবহার করতে পারবেন (FnF, সুপার FnF কল ব্যতীত)
- গ্রাহক *566*9# ডায়াল করে বোনাস টকটাইম এবং *566*10# ডায়াল করে ডাটা বোনাস চেক করতে পারবেন
- ক্যাম্পেইন চলাকালীন সময়ে ১৫ তম রিচার্জের পর এই অফার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এবং সাবস্ক্রাইবের জন্য এই অফার প্রযোজ্য
- একই গ্রাহকের একাধিক ট্যাগিং -এর ক্ষেত্রে প্রথম ভ্যালিড ট্যাগিং বিবেচ্য হবে। একই মোবাইল থেকে একাধিক ট্যাগিং প্রযোজ্য হবে না
- মাই জোন ট্যারিফ এবং ইমারর্জেন্সি রিচার্জ ব্যালান্স এই বোনাস অ্যামাউন্ট এর জন্য প্রযোজ্য নয়
- গ্রাহক ৫১২ kbps স্পিডে 3G ডাটা পাবেন। 2G হ্যান্ডসেট ব্যবহারকারী 2G স্পিডে এবং 3G হ্যান্ডসেট ব্যবহারকারী 3G স্পিডে বোনাস ডাটা উপভোগ করতে পারবেন
- মেয়াদ শেষ হওয়ার আগে কোনো গ্রাহক যদি 2GB ডাটা ব্যবহার করে ফেললে, তিনি ০.০১/১০ KB হারে মেয়াদ শেষ হওয়া পর্যন্ত ব্যবহার করতে পারবেন
- অটো রিনিউয়াল প্রযোজ্য নয়। মেয়াদ শেষে ইন্টারনেট ডিঅ্যাক্টিভেটেড হয়ে যাবে
- আনলিমিটেড ডাটা প্যাক ব্যবহারকারী এবং স্মার্টপ্ল্যান ব্যবহারকারী গ্রাহক রিচার্জ ডাটা বোনাস পাবেন না
- বোনাস ডাটা ব্যবহার করতে গ্রাহকের অবশ্যই কোনো একটি ডাটা প্যাক অ্যাক্টিভ থাকতে হবে
- ভলিউম বেসড ডাটা প্যাক ব্যবহারকারী এই ক্যাম্পেইনে রেজিস্টার করলে, ব্যবহার শেষে বিদ্যমান
- ডাটা প্যাক ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে এবং এই ক্যাম্পেইনের ডাটা বোনাস উপভোগ করতে নতুন একটি
- ডাটা প্যাক (যেমন P0/P1) অ্যাক্টিভেট করতে হবে
- অবশিষ্ট ডাটা ভলিউম চেক করতে *500*60# ডায়াল করুন এবং ব্যবহারকৃত ডাটা ভলিউম জানতে *500*61# ডায়াল করুন
- মেয়াদ শেষ হওয়ার পূর্বে কেউ এই স্পেশাল ইন্টারনেট অফার ডিঅ্যাক্টিভেট অথবা বন্ধ করতে চাইলে STOP লিখে 5000 এ SMS পাঠিয়ে তা করতে পারেন (ফ্রি)
- গ্রাহক Symphony B11 হ্যান্ডসেটের জন্য সিম্ফনি সার্ভিস সেন্টারে এবং Max 406, Maximus M317 এর জন্য ম্যাক্সিমাস সার্ভিস সেন্টারে বিক্রয়োত্তর সেবা পাবেন
- ১৫% ভ্যাট প্রযোজ্য
হ্যান্ডসেট মূল্য
ম্যাক্স 406: ৬২৩৮ টাকা
ম্যাক্সিমাস M317: ১৭৪১ টাকা
সিম্ফনি B11i: ১০৯০ টাকা
অফারের সময়সীমা: ১৬ই জুলাই থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।


আমাদের যেকোনো প্রশ্ন করুন!