ঈদের উৎসবমূখর আয়োজন আরও উপভোগ্য এবং রঙীন করে তুলতে গ্রামীণফোন নিয়ে এলো Max 406, Maximus M317 এবং Symphony B11i হ্যান্ডসেট। হ্যান্ডসেটের পাশাপাশি, ক্যাম্পেইন চলাকালে নির্দিষ্ট পরিমাণ রিচার্জের উপর ভিত্তি করে ১০০% বোনাস টকটাইম এবং ১০০ MB ইন্টারনেট ফ্রি পাওয়া যাবে।
যেকোনো প্রিপেইড গ্রাহক যারা Maximus Max406, Maximus M317 এবং Symphony B11i হ্যান্ডসেট কিনেছেন এবং নির্দিষ্ট অ্যামাউন্ট রিচার্জ করেছেন, তারা ভয়েস ও ডাটা বোনাস পাবেন।
যাদের জন্য প্রযোজ্য: যেকোনো প্রিপেইড গ্রাহক যারা Symphony/Maximus হ্যান্ডসেট কিনেছেন এবং 4724 ডায়াল করে ট্যাগ করেছেন তারা উপরোক্ত অফার পাবেন।
- গ্রাহকগণ ট্যাগিং -এর ৭২ ঘণ্টার মধ্যে ৫০ MB ফ্রি ট্রায়াল ডাটা পাবেন
- ক্যাম্পেইন চলাকালে গ্রাহকগণ সর্বোচ্চ ১৫ বার এই রিচার্জ বোনাস পাবেন। সর্বমোট ১৫ বার রিচার্জ (সমস্ত ১৯ টাকা/৪৯ টাকা/৯৯ টাকা রিচার্জ সহ) বিবেচনা করা হবে
- ডায়াল করে এই ক্যাম্পেইন -এ রেজিস্ট্রেশন করার পর গ্রাহকের মোবাইলে একটি SMS নোটিফিকেশন আসবে
- ভয়েস এবং ডাটার মেয়াদ ৫ দিন। সর্বমোট ১৫ বার রিচার্জ (সমস্ত ১৯ টাকা/৪৯ টাকা/৯৯ টাকা রিচার্জ সহ) বিবেচনা করা হবে
- এই বোনাস পেতে গ্রাহককে ট্যাগিং এর ৭২ ঘণ্টা পর একবারে নির্দিষ্ট পরিমাণ অর্থাৎ ১৯ টাকা/৪৯ টাকা/৯৯ টাকা রিচার্জ করতে হবে
- বোনাস টকটাইম গ্রাহক সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত জিপি-জিপি কলে ব্যবহার করতে পারবেন (FnF, সুপার FnF কল ব্যতীত)
- গ্রাহক *566*9# ডায়াল করে বোনাস টকটাইম এবং *566*10# ডায়াল করে ডাটা বোনাস চেক করতে পারবেন
- ক্যাম্পেইন চলাকালীন সময়ে ১৫ তম রিচার্জের পর এই অফার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এবং সাবস্ক্রাইবের জন্য এই অফার প্রযোজ্য
- একই গ্রাহকের একাধিক ট্যাগিং -এর ক্ষেত্রে প্রথম ভ্যালিড ট্যাগিং বিবেচ্য হবে। একই মোবাইল থেকে একাধিক ট্যাগিং প্রযোজ্য হবে না
- মাই জোন ট্যারিফ এবং ইমারর্জেন্সি রিচার্জ ব্যালান্স এই বোনাস অ্যামাউন্ট এর জন্য প্রযোজ্য নয়
- গ্রাহক ৫১২ kbps স্পিডে 3G ডাটা পাবেন। 2G হ্যান্ডসেট ব্যবহারকারী 2G স্পিডে এবং 3G হ্যান্ডসেট ব্যবহারকারী 3G স্পিডে বোনাস ডাটা উপভোগ করতে পারবেন
- মেয়াদ শেষ হওয়ার আগে কোনো গ্রাহক যদি 2GB ডাটা ব্যবহার করে ফেললে, তিনি ০.০১/১০ KB হারে মেয়াদ শেষ হওয়া পর্যন্ত ব্যবহার করতে পারবেন
- অটো রিনিউয়াল প্রযোজ্য নয়। মেয়াদ শেষে ইন্টারনেট ডিঅ্যাক্টিভেটেড হয়ে যাবে
- আনলিমিটেড ডাটা প্যাক ব্যবহারকারী এবং স্মার্টপ্ল্যান ব্যবহারকারী গ্রাহক রিচার্জ ডাটা বোনাস পাবেন না
- বোনাস ডাটা ব্যবহার করতে গ্রাহকের অবশ্যই কোনো একটি ডাটা প্যাক অ্যাক্টিভ থাকতে হবে
- ভলিউম বেসড ডাটা প্যাক ব্যবহারকারী এই ক্যাম্পেইনে রেজিস্টার করলে, ব্যবহার শেষে বিদ্যমান
- ডাটা প্যাক ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে এবং এই ক্যাম্পেইনের ডাটা বোনাস উপভোগ করতে নতুন একটি
- ডাটা প্যাক (যেমন P0/P1) অ্যাক্টিভেট করতে হবে
- অবশিষ্ট ডাটা ভলিউম চেক করতে *500*60# ডায়াল করুন এবং ব্যবহারকৃত ডাটা ভলিউম জানতে *500*61# ডায়াল করুন
- মেয়াদ শেষ হওয়ার পূর্বে কেউ এই স্পেশাল ইন্টারনেট অফার ডিঅ্যাক্টিভেট অথবা বন্ধ করতে চাইলে STOP লিখে 5000 এ SMS পাঠিয়ে তা করতে পারেন (ফ্রি)
- গ্রাহক Symphony B11 হ্যান্ডসেটের জন্য সিম্ফনি সার্ভিস সেন্টারে এবং Max 406, Maximus M317 এর জন্য ম্যাক্সিমাস সার্ভিস সেন্টারে বিক্রয়োত্তর সেবা পাবেন
- ১৫% ভ্যাট প্রযোজ্য
হ্যান্ডসেট মূল্য
ম্যাক্স 406: ৬২৩৮ টাকা
ম্যাক্সিমাস M317: ১৭৪১ টাকা
সিম্ফনি B11i: ১০৯০ টাকা
অফারের সময়সীমা: ১৬ই জুলাই থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।