বিশ্বকাপ ফুটবল ২০১৪ আসরে বেলো হরিজন্তেতে মঙ্গলবার ব্রাজিল-জার্মানির মধ্যে সেমি-ফাইনালে গড়ে উঠেছে অনেক রেকর্ড। দেশের মাটিতে এই রেকর্ড ভাঙা-গড়ার খেলা আগামী বহু বছর ধরে লজ্জাই দেবে ব্রাজিলকে। একইভাবে এরকম অনেক রেকর্ডে গর্বে বুক ভরে উঠবে জার্মানদের। চলুন দেখি এরকম কিছু রেকর্ড। বিডিনিউজ২৪ ডটকম এর রিপোর্ট।
- ব্রাজিলের ফুটবল ইতিহাসে এটাই তাদের সবচেয়ে বড় পরাজয়ের রেকর্ড। এর আগে ১৯২০ সালের কোপা আমেরিকায় উরুগুয়ের কাছে ৬-০ গোলে হেরেছিল ব্রাজিল।
- এই পরাজয় এ পর্যন্ত বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে বাজে পরাজয়। এতদিন ১৯৯৮ সালের ফাইনালে ফ্রান্সের কাছে ৩-০ গোলের হারটি ছিল বিশ্বকাপে তাদের সবচেয়ে বাজে পারফর্মেন্স।
- বিশ্বকাপে এটি ব্রাজিলের গোল খাওয়ারও সর্বোচ্চ রেকর্ড। এর আগে বিশ্বকাপে কখনোই ৫ গোলের বেশি খায়নি ব্রাজিল, ১৯৩৮ বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে ৫ গোল খেলেও ম্যাচটি তারা জিতেছিল ৬-৫ ব্যবধানে।
- এর আগে বিশ্বকাপের সেমি-ফাইনালে কোনো দল প্রথমার্ধে ৫ বা তার বেশি গোল খায়নি, যা গত রাতে ব্রাজিল খেয়েছে।
- দেশের মাটিতে প্রতিযোগিতামূলক ম্যাচে ১৯৭৫ সালের পর ব্রাজিলের এটিই প্রথম পরাজয়। ১৯৭৫ এ কোপা আমেরিকায় পেরুর কাছে এই বেলো হরিজন্তেতেই ৩-১ গোলে হেরেছিল ব্রাজিল।
- যে কোনো ধরণের ম্যাচে ২০০২ সালের পর দেশের মাটিতে ব্রাজিলের এটি প্রথম পরাজয়। ২০০২ সালে প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হেরেছিল তারা।
- ব্রাজিল এর আগে ৭ বা তার বেশি গোল খেয়েছিল ১৯৩৪ সালে। যুগোস্লাভিয়ার বিপক্ষে সেই প্রীতি ম্যাচে তারা হেরেছিল ৮-৪ গোলে।
- জার্মানির দ্বিতীয় গোলটি করে এককভাবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের (১৬টি) মালিক হলেন মিরোস্লাভ ক্লোসা। ১৫টি গোল নিয়ে ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদোর সঙ্গে যৌথভাবে এই রেকর্ডের মালিক ছিলেন তিনি। গ্লোবো টিভির ধারাভাষ্যকার হিসেবে রেকর্ডটি ভাঙার সময় রোনালদো স্টেডিয়ামেই ছিলেন।
- জার্মানির বিপক্ষে এতদিন ব্রাজিলের সবচেয়ে বড় পরাজয় ছিল ২-০ গোলের, ১৯৮৬ সালে এক প্রীতি ম্যাচে।
- ব্রাজিলের সাথে এই ম্যাচের ফলে বিশ্বকাপের সেমি-ফাইনালে ৭ গোল করা প্রথম দল হয়ে গেল জার্মানি।
- বিশ্বকাপের সেমি-ফাইনালে সবশেষ ৬ বা তার বেশি গোল করা দল পশ্চিম জার্মানি। ১৯৫৪ বিশ্বকাপে অস্ট্রিয়াকে ৬-১ গোলে হারিয়েছিল তারা। ১৯৩০ সালের সেমি-ফাইনালে আর্জেন্টিনা ও উরুগুয়ে তাদের ম্যাচ দুটি জিতেছিল ৬-১ গোলে।
- ১৯৩৮ সালের পর এই প্রথম বিশ্বকাপের সেমি-ফাইনালে হারল ব্রাজিল। আগের ৬ বার সেমি-ফাইনাল থেকে ফাইনাল নিশ্চিত করেছে তারা।
- ম্যাচের ২৯তম মিনিটেই ৫-০ ব্যবধানে এগিয়ে যায় জার্মানি। বিশ্বকাপের ইতিহাসে এটাই দ্রুততম ৫ গোলের রেকর্ড।
- ব্রাজিলকে পেছনে ফেলে ২২৩ গোল নিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোল দাতা দল এখন জার্মানি।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।