বিকাশে ১২৫টাকা অফার নিন (শুক্রবারের স্পেশাল)

শুক্রবারে বিকাশ গ্রাহকরা পেয়ে যাবেন ইনস্ট্যান্ট বোনাস ও কুপন অফার। শুক্রবার ইন্টারনেট ব্যাংকিং সেবার মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংক টু বিকাশ এড মানি করলে পেয়ে যাবেন ২৫টাকা ইন্সট্যান্ট বোনাস ও ১০০টাকা পর্যন্ত সুপারস্টোর কুপন।

অর্থাৎ শুক্রবারে বিকাশে ব্যাংক থেকে এড মানি করে ক্যাশব্যাক এর পাশাপাশি পেয়ে যাচ্ছেন সুপারস্টোরে খরচ করার জন্য ১০০টাকা সমমূল্যের কুপন।

বিকাশ এর এই অফার পাওয়া যাবে ২৯ জুলাই সারাদিন। মানে তারিখটি শেষ হওয়ার আগে পর্যন্ত। অর্থাৎ রাত ১২ টা বাজার আগে পর্যন্ত অফারটি গ্রহণ করতে পারবেন।

৪,৫০০টাকা ব্যাংক টু বিকাশ এড মানি করে ২৫টাকা পর্যন্ত ইন্সট্যান্ট বোনাস এর পাশাপাশি আরো পাবেন ১০০টাকা পর্যন্ত সুপারস্টোর কুপন। যেসব সুপারস্টোর আউটলেটে কুপন ব্যবহার করে কেনাকাটা করা যাবে, সেসব আউটলেট এর তালিকা দেখতে বিকাশের অফিসিয়াল পেইজ ভিজিট করুন।

চলুন জেনে নেওয়া যাক শুক্রবারের ব্যাংক টু বিকাশ এড মানি বোনাস সম্পর্কে বিস্তারিত।

  • ব্যাংক টু বিকাশ ৪,৫০০টাকা এড মানি করে ২৫টাকা ইন্সট্যান্ট বোনাস ও ১০০টাকা সুপারস্টোর কুপন পাবেন সকল বিকাশ গ্রাহক
  • শুধুমাত্র শুক্রবার (২৯জুলাই) নির্দিষ্ট এমাউন্ট (৪,৫০০টাকা) ব্যাংক টু বিকাশ এড মানি করলে বোনাস ও কুপন পাওয়া যাবে
  • ব্যাংক টু বিকাশ এড মানি করলে উক্ত অফার বোনাস পাওয়া যাবে
  • যে বিকাশ একাউন্টে এড মানি করা হবে, উক্ত একাউন্যে বোনাস ও কুপন পাওয়া যাবে
  • এড মানি করার পরবর্তী ২-৩ কর্ম দিনের মধ্যে কুপন পেয়ে যাবেন বিকাশ গ্রাহক
  • কুপন ব্যবহারের মেয়াদ ৭দিন, অর্থাৎ কুপন পাওয়ার ৭দিনের মধ্যে ব্যবহার না করলে মেয়াদোত্তীর্ণ হয়ে যাবে
  • প্রাপ্ত কুপন ব্যবহার করলে কমপক্ষে ৩০০টাকা কেনাকাটা করতে হবে
  • অফার চলাকালীন সময়ে একজন গ্রাহক সর্বোচ্চ একবার বোনাস ও কুপন অফার নিতে পারেন

👉 ব্যাংক থেকে বিকাশে টাকা নেয়ার পদ্ধতি

৪,৫০০টাকা ব্যাংক টু বিকাশ এড মানি করে ২৫টাকা বোনাস ও ১০০টাকা সুপারস্টোর কুপন পাওয়া যাবে। এবার চলুন জানি এই বিকাশ অফার এর শর্তসমূহ সম্পর্কে।

  • উল্লেখিত অফার উপভোগ করতে হলে বিকাশ গ্রাহকের একাউন্ট একটিভ থাকা ও একাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স থাকা বাধ্যতামূলক। একাউন্ট একটিভ না থাকলে কিংবা পর্যাপ্ত ব্যালেন্স না থাকলে অফার পুরোপুরি উপভোগ করতে পারবেন না বিকাশ গ্রাহক
  • বোনাস অফার পেতে হলে অবশ্যই নিজের একাউন্টে ব্যাংক টু বিকাশ এড মানি করতে হবে। অর্থাৎ নিজের বিকাশ একাউন্টে ব্যাংক থেকে এড মানি করতে হবে
  • বিকাশ একাউন্ট এর স্ট্যাটাস ও ইনকামিং লেনদেন সচল থাকলে তবেই বোনাস পাওয়া যাবে। গ্রাহকের একাউন্টের কোনো ধরনের সমস্যার কারণে বোনাস প্রদান সম্ভব না হলে তবে গ্রাহক বোনাস পাবেন না
  • গ্রাহকের একাউন্ট ব্যাতিত অন্য কোনো সমস্যার কারণে যদি বোনাস প্রদান করা সম্ভব না হয়, তবে পরবর্তী ২মাসের মধ্যে ৩বার বিরতিতে বোনাস প্রদানের চেষ্টা করবে বিকাশ। সকল চেষ্টা ব্যার্থ হলে ও বোনাস প্রদান না করা গেলে সেক্ষেত্রে উক্ত গ্রাহক অফার বোনাস পাবেন না

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

  • বোনাস পেতে হলে অবশ্যই অফার চলাকালীন সময়ে নিজের একাউন্টে নির্দিষ্ট এমাউন্ট এড মানি করতে হবে
  • বিকাশ ও অংশগ্রহণকারী ব্যাংক কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়া ক্যাম্পেইনের নিয়ম, শর্ত, মার্চেন্ট বা আউটলেটের অংশগ্রহণ, ইত্যাদি বিষয় পরিবর্তন বা সংশোধন এর অধিকার রাখে
  • কোনো ধরনের প্রতারণা হয়েছে বলে প্রমাণ পাওয়া গেলে উক্ত গ্রাহককে অফার গ্রহণ থেকে বিরত রাখার অধিকার রাখে বিকাশ
  • উল্লেখিত সকল প্রক্রিয়া সম্পন্ন করার পরেও বোনাস না পেলে 16247 নাম্বারে কল করে বিকাশে জানাতে পারেন৷ এছাড়া বিকাশ সেন্টার, বিকাশ কেয়ার, ফেসবুক ফ্যান পেইজ, ওয়েব চ্যাট এর মাধ্যমেও বিকাশ কতৃপক্ষকে আপনার সমস্যার কথা জানাতে পারেন। এছাড়া [email protected] ঠিকানায় ইমেইল পাঠিয়ে অভিযোগ জানাতে পারেন

আপনি কি এই অফারটি নিয়েছেন? কমেন্টে জানান!

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *