হুয়াওয়ে নোভা ১০ ফোন এলো 120Hz স্ক্রিন নিয়ে

আন্তর্জাতিক ব্যবসায় কিছুটা ধ্বস নামলেও চীনে স্মার্টফোন মার্কেটে ঠিকই আধিপত্য বজায় রয়েছে হুয়াওয়ের। নোভা ৯ সিরিজের সাফল্যের জের ধরে এবার নোভা ১০ সিরিজ নিয়ে এলো চায়নিজ টেক জায়ান্ট হুয়াওয়ে। নোভা ১০ সিরিজে থাকছে হুয়াওয়ে নোভা ১০ ও নোভা ১০ প্রো, এই ফোন দুইটি। 

৫০মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, স্ন্যাপড্রাগন প্রসেসর, ১০০ওয়াট ফাস্ট চার্জিং এর মত আকর্ষণীয় ফিচার রয়েছে নোভা ১০ সিরিজের ফোন দুটিতে। চলুন জেনে নেওয়া যাক হুয়াওয়ে নোভা ১০ সিরিজের ফোনগুলো সম্পর্কে।

হুয়াওয়ে নোভা ১০

হুয়াওয়ে নোভা ১০ ফোনটিতে ৬.৭ইঞ্চির ফুলএইচডি+ ওলেডে ডিসপ্লে রয়েছে, যার রেজ্যুলেশন ২৪০০x১০৮০ পিক্সেল। নোভা ১০ এর ডিসপ্লেতে রয়েছে ১২০হার্জ রিফ্রেশ রেট ফিচার, যা আবার ৩০০হার্জ টাচ স্যাম্পলিং রেটও সাপোর্ট করে। ফোনটি চলবে স্ন্যাপড্রাগন ৭৭৮ ৪জি প্রসেসর দ্বারা। সর্বোচ্চ ৮জিবি র‍্যাম ও ২৫৬জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে হুয়াওয়ে নোভা ১০।

এবার জানি চলুন হুয়াওয়ে নোভা ১০ এর ক্যামেরা সম্পর্কে। এখানে ৫০মেগাপিক্সেল মেইন সেন্সরের পাশাপাশি ৮মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স ও ২মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা রয়েছে। ফোনের ফ্রন্টে রয়েছে ৬০মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা। ফোনের ফ্রন্ট ও রিয়ার ক্যামেরা দ্বারা ৪কে রেজ্যুলেশনে ভিডিও রেকর্ড করা যাবে।

Huawei nova 10 - হুয়াওয়ে নোভা ১০

৪০০০মিলিএম্প ব্যাটারির ফোন, হুয়াওয়ে নোভা ১০ এ রয়েছে ৬৬ওয়াট ফাস্ট চার্জিং। হুয়াওয়ে এর নিজস্ব হারমোনি ওএস ২.০ দ্বারা চলবে ফোনটি। ইন-ডিসপ্লে ফিংগারপ্রিন্ট থাকলেও ডিভাইসটিতে কোনো ধরনের ৫জি সুবিধা থাকছেনা।

নোভা ১০ এর ৮জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ২,৬৯৯ইউয়ান বা ৪০০ডলার দামে। অন্যদিকে ৮জিবি র‍্যাম ও ২৫৬জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২,৯৯৯ইউয়ান বা ৪৫০ডলার।

হুয়াওয়ে নোভা ১০ প্রো

হুয়াওয়ে নোভা ১০ প্রো তে রয়েছে ১২০হার্জ রিফ্রেশ রেট এর ৬.৭৮ইঞ্চির ফুলএইচডি+ ওলেড ডিসপ্লে, যার রেজ্যুলেশন ২৬৫২x১২০০ পিক্সেল। নোভা ১০ এর মত নোভা ১০ প্রো ফোনটিতেও স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। অর্থাৎ নোভা সিরিজের কোনো ফোনেই ৫জি সুবিধা থাকছেনা।

হুয়াওয়ে নোভা ১০ প্রো ফোনটির ব্যাকে ট্রিপল ক্যামেরা সেটাপ রয়েছে। ৫০মেগাপিক্সেল মেইন সেন্সরের পাশাপাশি ৮মেগাপিক্সেল এর আলট্রাওয়াইড ম্যাক্রো ক্যামেরা ও ২মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে হুয়াওয়ে নোভা ১০ প্রো ফোনটিতে।

হুয়াওয়ে নোভা ১০ প্রো

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

হুয়াওয়ে নোভা ১০ এর নোভা ১০ প্রো এর প্রধান পার্থক্য সেলফি ক্যামেরা। ৬০মেগাপিক্সেল প্রাইমারি সেলফি ক্যামেরার পাশাপাশি ৮মেগাপিক্সেল এর ক্লোজ-আপ পোর্ট্রেইট ক্যামেরা থাকছে নোভা ১০ প্রো এর ফ্রন্টে।

হুয়াওয়ে নোভা ১০ প্রো ফোনটিতেও সফটওয়্যার হিসেবে হারমোনি ওএস ২.০ ব্যবহৃত হয়েছে। ৪,৫০০মিলিএম্প ব্যাটারির ফোনটির সাথে থাকছে ১০০ওয়াট এর ফাস্ট চার্জিং সাপোর্ট। নোভা ১০ এর মত এই ফোনটিতেও ইন-ডিসপ্লে ফিংগারপ্রিন্ট সেন্সর রয়েছে।

৮জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ হুয়াওয়ে নোভা ১০ প্রো এর দাম ৩,৬৯৯ইউয়ান বা ৫৫০ডলার। ২৫৬জিবি হুয়াওয়ে নোভা ১০ প্রো মডেল এর দাম ৩,৯৯৯ইউয়ান বা ৬০০ডলার।

হুয়াওয়ে নোভা ১০ vs নোভা ১০ প্রো

চলুন এক নজরে দেখার চেষ্টা করি হুয়াওয়ে নোভা ১০ ও হুয়াওয়ে নোভা ১০ প্রো, ফোন দুইটির মধ্যে মিল অমিল।

ফিচারহুয়াওয়ে নোভা ১০হুয়াওয়ে নোভা ১০ প্রো
ডিসপ্লে৬.৭ইঞ্চি৬.৭৮ইঞ্চি
প্রসেসরকোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮
ব্যাক ক্যামেরা৫০মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা৫০মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরা৬০মেগাপিক্সেল৬০মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
র‍্যাম৮জিবি৮জিবি
স্টোরেজ১২৮জিবি / ২৫৬জিবি১২৮জিবি / ২৫৬জিবি
ব্যাটারি৪০০০মিলিএম্প৪৫০০মিলিএম্প
চার্জিং৬৬ওয়াট১০০ওয়াট

হুয়াওয়ে নোভা ১০ ও নোভা ১০ প্রো, ফোন দুইটি সম্পর্কে আপনার মতামত জানান কমেন্ট সেকশনে।

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *