বিকাশে ৫০ টাকা বোনাস নিন (ঈদ অফার)

সামনে আসছে কোরবানির ঈদ, সেই উপলক্ষ্যে বিকাশে চলে এলো এড মানিতে ক্যাশব্যাক বোনাস। এই পোস্টে কার্ড থেকে বিকাশে এড মানি অফার সম্পর্কে জানবেন।

ঈদ উপলক্ষ্যে কার্ড থেকে বিকাশে এড মানি করে পাওয়া যাবে সর্বোচ্চ ৫০টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এই ৫০টাকা ক্যাশব্যাক বোনাস পেতে কার্ড থেকে বিকাশে টাকা আনতে হবে। ঈদ উপলক্ষ্যে কার্ড থেকে বিকাশে এড করে পাওয়া যাবে ক্যাশব্যাক, যথাঃ

  • অ্যাপের মাধ্যমে কার্ড থেকে বিকাশে ২,৭০০টাকা এড মানি করলে ৩০টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে
  • অ্যাপ ব্যবহার করে কার্ড থেকে বিকাশে ১,৭০০টাকা এড মানি করলে ২০টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে

অর্থাৎ ২,৭০০টাকা কার্ড টু বিকাশ এড মানি করলে পাবেন ৩০টাকা ক্যাশব্যাক। আবার ২০টাকা ক্যাশব্যাক পাবেন ১,৭০০টাকা কার্ড টু বিকাশ এড মানি এর মাধ্যমে। অর্থাৎ মোট ৫০টাকা ক্যাশব্যাক বোনাস পাওয়া সুযোগ রয়েছে বিকাশ এর এই কার্ড টু বিকাশ এড মানি অফারের মাধ্যমে।

দুইটি অফারের মধ্যে প্রতিটি একবার করে পাওয়া যাবে। অর্থাৎ একবার ২,৭০০টাকা কার্ড টু বিকাশ এড মানি করে পাবেন ৩০টাকা ক্যাশব্যাক, এছাড়া আরো একবার ১,৭০০টাকা কার্ড টু বিকাশ এড মানি করলে পাবেন ২০টাকা ক্যাশব্যাক। অর্থাৎ কার্ড টু বিকাশ এড মানি করে মোট ৫০টাকা ক্যাশব্যাক বোনাস পেয়ে যাবেন।

বিকাশ অ্যাপ এর মাধ্যমে কার্ড টু বিকাশ এড মানি করা যাবে বেশ সহজে। স্ক্রল করে নিচে দেওয়া পোস্ট থেকে কার্ড থেকে বিকাশে টাকা আনার পদ্ধতি অনুসরণ করুন।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

বিকাশে ৫০ টাকা বোনাস নিন (এড মানি অফার)

👉 কার্ড থেকে বিকাশে টাকা আনার উপায়

অফারের শর্ত (অবশ্যই জেনে নিবেন)

বিকাশে কার্ড থেকে এড মানি করে ৫০টাকা ক্যাশব্যাক পাওয়ার বোনাস সম্পর্কে তো জানা গেলো। এবার চলুন জেনে নেওয়া যাক এই বিকাশ অফারের শর্তসমূহ সম্পর্কে। বিকাশ ৫০টাকা ক্যাশব্যাক অফার এর নিয়মসমূহ নিচে দেওয়া হলো, যথাঃ

  • জুলাই মাসের ১তারিখ থেকে জুলাই মাসের ১০তারিখ পর্যন্ত এই অফার চলবে
  • ক্যাশব্যাক এর সমপরিমাণ অর্থ বিকাশ একাউন্টের ব্যালেন্সে যুক্ত হবে
  • অফারের শর্ত পুরণের একদিনের (কর্মদিবস) মধ্যে ক্যাশব্যাক পেয়ে যাবেন
  • ক্যাশব্যাক পেতে হলে অবশ্যই অ্যাপের মধ্য থেকে কার্ড টু বিকাশ এড মানি করে উল্লেখিত অংকের এড মানি করতে হবে
  • ক্যাশব্যাক অফার পেতে হলে বিকাশ একাউন্ট একটিভ থাকতে হবে, কোনো ধরনের রেস্ট্রিকটেড বা ব্লক করা বিকাশ একাউন্ট হলে ক্যাশব্যাক বোনাস পাবেন না 
  • কোনো জানা বা অজানা সমস্যার কারণে ক্যাশব্যাক পেতে দেরি হলে পুনরায় ক্যাশব্যাক প্রদানের চেষ্টা করবে বিকাশ, পরবর্তী চেষ্টাতেও ক্যাশব্যাক বোনাস দেওয়া সম্ভব না হলে উক্ত গ্রাহক ক্যাশব্যাক বোনাস পাবেন না
  • ক্যাম্পেইন এর মেয়াদ কিংবা ক্যাম্পেইন এর যেকোনো শর্ত কোনো ধরনের বিজ্ঞপ্তি ছাড়া পরিবর্তন এর সম্পূর্ণ অধিকার রাখে বিকাশ
  • লেনদেনে কোনো ধরনের সমস্যা দেখা দিলে কিংবা সেবার অপব্যবহার হয়েছে বলে জানা গেলে উক্ত গ্রাহকের ক্যাশব্যাক বোনাস অফার বাতিল করতে পারে বিকাশ
  • অফারটি চলবে ১০ জুলাই, ২০২২ পর্যন্ত
  • কোনো গ্রাহক ক্যাশব্যাক বোনাস পাওয়ার পর তা এসএমএস এর মাধ্যমে জানতে পারবেন

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *