ওয়ালটনের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন প্রিমো এনএক্স দেশব্যাপী যাত্রা শুরু করল আজ ২২ জুলাই ২০১৩;
এন্ড্রয়েড জেলি বিন (৪.২.১) অপারেটিং সিস্টেম চালিত এই হ্যান্ডসেটটির মূল্য মাত্র ১৭,৯৯০ টাকা। সেটটির ওজন ১৮৯ গ্রাম.. চলুন দেখি ওয়ালটন প্রিমো এনএক্স এর মূল ফিচারগুলোঃ
- > ২৮ ন্যানোমিটার কোয়াডকোর ১.২ গিগাহার্টজ সিপিইউ, পাওয়ার ভিআর এসজিএক্স ৫৪৪ জিপিইউ
- > ১ জিবি র্যাম, ৪ জিবি স্টোরেজ (৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে)
- > ডুয়াল সিম (লাইভ)
- > ৫.৩ ইঞ্চি (১২৮০ x ৭২০পি) ক্যাপাসিটিভ এইচডি টাচস্ক্রিন; গরিলা গ্লাস ফার্স্ট জেনারেশন
- > ১৩ মেগাপিক্সেল ব্যাক-৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
- > ফুল এইচডি (১৯২০ x ১০৮০পি) ভিডিও রেকর্ড করা, এলইডি ফ্ল্যাশ সাপোর্ট
- > ৩০০০ এমএএইচ ব্যাটারি
- > ব্লুটুথ, ওয়াইফাই, ইউএসবি অন দি গো, এমএইচএল ওয়্যারলেস ডিসপ্লে শেয়ারিং
- > থ্রিজি, এইচএসপিএ প্লাস।
- > জিপিএস, ডুয়াল মাইক নয়েজ রিডাকশন, ম্যাগনেটিক ফিল্ড কম্পাস, মোশন সেন্সর ও আরও অনেক কিছু।
সেটটির প্রাপ্যতা বা অন্য কোন তথ্য জানতে চাইলে ফোন করতে পারেনঃ ০৯৬১২৩১৬২৬৭ (যেকোন ফোন থেকে);
আর এয়ারটেল ব্যবহারকারীদের জন্য স্পেশাল হটলাইন হচ্ছেঃ ১৬২৬৭ (সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত)।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।