নতুন ডিজাইনের ডেস্কটপ গুগল ম্যাপ প্রিভিউ এখন সবার জন্য উন্মুক্ত

মে মাসে আই/ও ডেভলপার সম্মেলনে নতুন ডিজাইনের ম্যাপ প্রিভিউ প্রকাশ করেছিল গুগল। কিন্তু এতদিন সেবাটির ডেস্কটপ ভার্সন চেখে দেখতে চাইলে এতে সাইন আপ করা আরেকজনের ইনভাইটেশন দরকার হত। কিন্তু এখন থেকে আপনি কোন ইনভাইটেশন ছাড়াই সরাসরি http://maps.google.com/preview  ঠিকানায় গিয়ে সাইন আপ করে নতুন চেহারার গুগল ম্যাপ দেখতে পারবেন।

গুগল ম্যাপের সর্বশেষ এই সংস্করণ প্রত্যেক ব্যবহারকারীর জন্য আলাদা আলাদাভাবে কাস্টমাইজড করা থাকবে। এটি গুগল নাউ’এর মত ইউজারের অবস্থান এবং অন্যান্য তথ্য অনুসরণ করে।

গুগল ম্যাপ প্রিভিউ একই সাথে গুগল আর্থ, স্ট্রিট ভিউ, আন্ডারওয়াটার এবং এমনকি স্পেসের কনটেন্ট সঙ্কলন করে থাকে। সেবাটি চালু হলে শীঘ্রই একটি মাত্র উইন্ডো থেকেই এগুলো সব এক্সেস করা যাবে।

নতুন এই ডেস্কটপ ম্যাপ ভার্সন এখনও ডেভলপমেন্ট পর্যায়ে আছে এবং এর কোন রিলিজ ডেট প্রকাশ করেনি গুগল। তবে এন্ড্রয়েডে ইতোমধ্যেই আপডেটেড ম্যাপ চলে এসেছে এবং আইওএসেও আপডেট প্রক্রিয়া অপেক্ষমাণ রয়েছে।

অবশ্য আপনি চাইলে এই পোস্টের একদম উপরের দিকে এম্বেড করা নতুন ম্যাপের অফিসিয়াল ভিডিও দেখেও সেবাটির উন্নয়ন সম্পর্কে ধারণা নিতে পারেন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,581 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *