বিশ্বের “সর্ববৃহৎ” ভবন তৈরি করেছে চীনঃ আছে কৃত্রিম সূর্য!

new century

“বিশ্বের সবচেয়ে বড়” ভবন তৈরি করেছে বলে দাবী করছে চীন। এটি সিডনি অপেরা হাউসের চেয়ে ২০ গুণ বড়।

সিবিএস নিউজের এক প্রতিবেদন থেকে জানা যায়, “নিউ সেঞ্চুরি গ্লোবাল সেন্টার” নামের এই বিল্ডিং ২৮ জুন চীনের দক্ষিণপশ্চিমে অবস্থিত শিচুয়ান প্রদেশে উদ্বোধন করা হয়।

নিউ সেঞ্চুরি গ্লোবাল সেন্টার প্রায় ১৬৪০ ফুট দীর্ঘ, ১৩১২ ফুট প্রশস্ত এবং ৩২৮ ফুট উঁচু।

এর সম্পূর্ণ মেঝের আয়তন ২.১ মিলিয়ন বর্গফুট যা ১৪-স্ক্রিন মুভি থিয়েটার, অফিস, কৃত্রিম সমুদ্র সৈকত সমৃদ্ধ ওয়াটার পার্ক এবং সুবিশাল স্কেটিং রিঙ্ক বসানোর জন্য যথেষ্ট।

ভবনটি তৈরি করতে ৩ বছর সময় লেগেছে এবং এটি যুক্তরাষ্ট্রের পেন্টাগনের চেয়ে আকারে ৩ গুণ বড়। এর মধ্যে কৃত্রিম সূর্যও লাগিয়ে দেয়া হয়েছে যা আলো এবং তাপ সরবরাহ করে!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,546 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *