ইয়াহু এবার মুভিমেকিং এপ কোয়াইকি ডেভলপার কোম্পানিকে কিনে নিয়েছে। এই স্টার্টআপটি আইফোনের জন্য ভিডিও মেকার সফটওয়্যার তৈরি করত। কোয়াইকি’র মাধ্যমে অ্যাপল স্মার্টফোনে ছবি, গান এবং ভিডিও থেকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করা যায়।
ইন্টারনেট ভিত্তিক ফার্ম ইয়াহু একের পর এক স্টার্টআপ এবং এমনকি প্রতিষ্ঠিত কোম্পানিও কিনে নিচ্ছে। গত মাসে মারিসা মেয়ারের অধীনে ব্লগিং প্লাটফর্ম টাম্বলার কিনে নিয়েছে ইয়াহু। এর আগেও আবহাওয়া এবং আরও কিছু লাইফস্টাইল এপ ডেভলপার টিম অধগ্রহণ করেছে এই ওয়েব সেবাদাতা প্রতিষ্ঠান।
সর্বশেষ এই লেনদেনে কী পরিমাণ অর্থ খরচ হচ্চে তা জানায়নি ইয়াহু। তবে প্রযুক্তি সাইট অল থিংস ডি রিপোর্ট করছে, ডিলটি ৪০ থেকে ৫০ মিলিয়ন ডলার হাত বদল করতে পারে।
ইয়াহু বলেছে, তারা কোয়াইকি’কে সমর্থন দিয়ে যাবে এবং এখন থেকে কোয়াইকি টিম ইয়াহুর নিউ ইয়র্ক অফিসে কাজ করবে।
এক সময়কার ইন্টারনেট জায়ান্ট ইয়াহু প্রতিযোগিতার বাজারে কয়েক বছর ধরেই গুগল, মাইক্রোসফট এবং ফেসবুকের সাথে পেরে উঠছিল না। আর এজন্য বেশ কয়েকবার সিইও পরিবর্তন এবং অলাভজনক সেবা বন্ধ করে দিয়ে বর্তমানে কিছুটা অগ্রগতি লাভ করেছে এই মার্কিন কোম্পানি। ইয়াহুর বর্তমান সিইও মারিসা মেয়ার এর আগে গুগলে কর্মরত ছিলেন।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।