ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়

মনে রাখার অনেক চেষ্টা করেও দেখা যায় আমরা অনেকেই আমাদের ফেসবুক পাসওয়ার্ড ভুলে যাই। তবে ফেসবুক এর পাসওয়ার্ড ভুলে গেলে চিন্তার কোনোই কারণ নেই। কেননা, পাসওয়ার্ড ভুলে গেলে পাসওয়ার্ড রিকভার বা রিসেট করার উপায় রয়েছে। এই পোস্ট এ জানতে পারবেনঃ

  • ফেসবুক এর পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন
  • ফেসবুক এর পাসওয়ার্ড চেঞ্জ কিভাবে করবেন অর্থাৎ পরিবর্তন করার নিয়ম
  • ফেসবুক পাসওয়ার্ড দেখার নিয়ম
  • ফেসবুক একাউন্ট এর নিরাপত্তা নিশ্চিত করার উপায় (বোনাস)

ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম

আপনার ফেসবুক একাউন্ট এর বর্তমান পাসওয়ার্ড জানা থাকলে, সেক্ষেত্রে খুব সহজেই পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। ফেসবুক একাউন্ট এর পাসওয়ার্ড পরিবর্তন করতেঃ

  • facebook.com বা ফেসবুক অ্যাপ প্রবেশ করুন
  • কম্পিউটার থেকে টপ রাইট কর্নারে থাকা ড্রপ ডাউন মেন্যু থেকে Settings & Privacy > Settings সিলেক্ট করুন। মোবাইল অ্যাপ থেকে হ্যাম বার্গার (৩টি সমান্তরাল রেখা) আইকনে ক্লিক করে নিচে স্ক্রল করে Settings and Privacy মেন্যু থেকে Settings সিলেক্ট করুন
  • এরপর Security & Login এ ক্লিক করুন
  • এরপর Login সেকশনে থাকা Change Password এ ক্লিক করুন
  • এরপর Current লেখা বক্সে আপনার ফেসবুক একাউন্ট এর বর্তমান পাসওয়ার্ড ও নিচের দুইটি বক্সে নতুন পাসওয়ার্ড লিখে Save Changes চাপুন
  • এছাড়াও এখানে থাকা Forgot Your Password? লেখায় ক্লিক করে নিম্নে বর্ণিত উপায়ে ভুলে যাওয়া পাসওয়ার্ড রিকভার করতে পারবেন
  • উল্লেখিত পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করলে আপনার ফেসবুক একাউন্ট এর পাসওয়ার্ড সফলভাবে পরিবর্তিত হয়ে যাবে বা ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে।

আরো জানুনঃ জিমেইল এর পাসওয়ার্ড উদ্ধার করার উপায়

ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়

আপনার ফেসবুক একাউন্ট এ যদি আগে থেকে ইমেইল বা ফোন নাম্বার এড করা থাকে, সেক্ষেত্রে খুব সহজেই ফেসবুক পাসওয়ার্ড রিকভার করা যাবে। ফেসবুক একাউন্ট এর পাসওয়ার্ড ভুলে গেলে পাসওয়ার্ড রিকভার করতেঃ

  • facebook.com এ প্রবেশ করুন,
  • সাইন ইন ফিল্ড এর নিচে থাকা Forgotten Password? লিংকে ক্লিক করুন
ফেসবুক লগইন ওয়েব
  • এরপর আপনার একাউন্ট এর নাম / যুক্ত থাকা ফোন নাম্বার / ইমেইল এড্রেস – এর মধ্যে যেকোনো একটি প্রদান করুন
  • ফেসবুক একাউন্ট এর নাম লিখলে আপনাকে একই বা কাছাকাছি নামের ফেসবুক আইডিগুলো দেখানো হবে, সেখান থেকে আপনারটি খুঁজে পেলে পাশে থাকা This is my account বাটনে ক্লিক করুন
  • আপনি যদি ফোন নাম্বার বা ইমেইল এড্রেস প্রদান করে থাকেন, সেক্ষেত্রে সরাসরি রিকভারি পেজ দেখতে পাবেন
  • এরপর Send code via SMS / Send code via email লেখায় ক্লিক করুন
  • আপনার মোবাইল নাম্বারে বা এসএমএস এ আসা ভেরিফিকেশন কোডটি ফেসবুক সিকিউরিটি কড বক্সে প্রদান করে Continue চাপুন
  • এরপর আপনার ফেসবুক একাউন্টের জন্য নতুন পাসওয়ার্ড লিখুন ও Continue চাপুন
ফেসবুকে নতুন পাসওয়ার্ড তৈরি করা
  • উপরোক্ত পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করলে আপনার ফেসবুক একাউন্ট এর পাসওয়ার্ড রিসেট হয়ে যাবে।

👉 ফেসবুক ট্রাস্টেড কনটাক্ট এর মাধ্যমে পাসওয়ার্ড উদ্ধার বা রিসেট করার নিয়ম

নিজের ফেসবুক পাসওয়ার্ড দেখার উপায়

নিজের ফেসবুক পাসওয়ার্ড দেখার উপায় খুঁজলে, হতাশ হতে পারেন। কেননা, নিজের ফেসবুক পাসওয়ার্ড দেখার কোনো অপশন বা ফিচার নেই। তবে আপনার ফেসবুক লগিন ডিটেইলস গুগল একাউন্টে অথবা ক্রোম ব্রাউজারে সেভ করা থাকলে সেক্ষেত্রে ক্রোম অ্যাপ এর Settings থেকে Passwords সেকশনে গেলে নিজের ফেসবুক পাসওয়ার্ড দেখতে পারবেন। অন্যান্য ব্রাউজারেও এরকম অপশন আছে। আর যদি আপনি আপনার ফেসবুকের বর্তমান পাসওয়ার্ড জানেন তাহলে আপনি আমাদের সংশ্লিষ্ট পোস্ট দেখে নতুন পাসওয়ার্ড সেট করতে পারেন 👉 ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম

সেভ করা ফেসবুক পাসওয়ার্ড দেখার উপায়

আপনি যদি আপনার ফেসবুক পাসওয়ার্ড গুগল একাউন্ট, ক্রোম ব্রাউজার বা অপেরা মিনি ব্রাউজারে আগে থেকেই সেভ করে রাখেন, সেক্ষেত্রে ভুলে যাওয়া ফেসবুক পাসওয়ার্ড খুব সহজেই দেখতে পারবেন। চলুন জেনে নেয়া যাক, সেভ করা ফেসবুক পাসওয়ার্ড দেখার ৩টি পদ্ধতি সম্পর্কে।

আরো পড়ুনঃ অনিবন্ধিত হ্যান্ডসেট বন্ধ হওয়ার ব্যাপারে যা জানা জরুরি 

গুগল একাউন্ট থেকে সেভ করা ফেসবুক পাসওয়ার্ড দেখার উপায়ঃ

  • প্রথমে ব্রাউজার থেকে https://myaccount.google.com এ প্রবেশ করুন
  • জিমেইল একাউন লগিন করা না থাকলে ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে লগিন করুন
  • Security ট্যাবে ক্লিক করুন
  • নিচের দিকে কিছুটা স্ক্রল করলে Password Manager দেখতে পাবেন, যেখানে আপনার সেভ করা সকল পাসওয়ার্ড দেখতে পাবেন।

গুগল ক্রোম থেকে সেভ করা ফেসবুক পাসওয়ার্ড দেখার উপায়ঃ

  • ক্রোম ব্রাউজারে প্রবেশ করুন,
  • থ্রি-ডট মেনু থেকে Settings এ প্রবেশ করুন,
  • এরপর Passwords সেকশনে গেলেই সেভ করা সকল পাসওয়ার্ড দেখতে পাবেন।

অপেরা মিনি থেকে সেভ করা ফেসবুক পাসওয়ার্ড দেখার উপায়ঃ

  • অপেরা মিনি ব্রাউজার অ্যাপে প্রবেশ করুন
  • এরপর মেন্যু থেকে সেটিংস এ প্রবেশ করুন
  • Advanced এ ক্লিক করুন
  • অটোফিল সেকশনের নিচে সেভ করা পাসওয়ার্ড দেখতে পাবেন।

আরো জানুনঃ ফ্রিল্যান্সিং কি ও ফ্রিল্যান্সিং করে কিভাবে অনলাইনে আয় করবেন

ফেসবুক একাউন্ট এর নিরাপত্তা নিশ্চিত করার উপায়

আপনার ফেসবুক একাউন্ট এর নিরাপত্তা নিশ্চিতকরণে ফেসবুক কতৃপক্ষ কিছু পদক্ষেপ গ্রহণে সকল ব্যবহারকারীকে পরামর্শ দিয়ে থাকে। ফেসবুক একাউন্ট এর নিরাপতা নিশ্চিত করতে নিম্নোক্ত পদক্ষেপগুলো গ্রহণ করতে পারবেনঃ

  • ফেসবুক একাউন্ট এ শক্তিশালি পাসওয়ার্ড ব্যবহার করুন
  • টু ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবহার করুন
  • অচেনা কারো ফ্রেন্ড রিকুয়েস্ট একসেপ্ট করার ক্ষেত্রে যাচাইবাচাই করুন
  • সন্দেহজনক লিংক বা সফটওয়্যার ব্যবহার থেকে বিরত থাকুন
  • ট্রাস্টেড কন্টাক্ট সেট করুন।

নিচের লিংকগুলো থেকে আরো জানুনঃ

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,549 other subscribers

6 comments

  1. Ariful islam opu Reply

    আমার পার্সোনাল ফেসবুক একাউন্ট ডিসাবল্ড হয়েছে, যে নাম্বারে ফেসবুক খোলা ছিল এখন আমার কাছে সিম কার্ড নাই, সিকিউরিটি চেক এর জন্য আইডি টা লগইন করতে পারছিনা, এই আইডিটা কি কোনভাবেই রিকভার করা যাবে, আমার আইডিতে নাম ও জন্ম তারিখ সব অরিজিনাল,

    • বাংলাটেক টিম Post authorReply

      আপনার বর্ণিত সমস্যার মতো খুব কম সংখ্যক ফেসবুক আইডি ফিরে আসে।

  2. Md.Arifur Rahman Reply

    আমি আমার ফেইসবু পাসওয়ার্ড টি ভুলেগেছি এবং জি মেইল আইডিরও পাসওয়ার্ড ভুলে গেছি

  3. RaastaRoy Reply

    Amar Kono Bhul chilo Na Aman Facebook account lock ho gaye the please unlock kar do sirf naam mein Facebook ka galat de diya isliye Logon Gaya sorry
    Real name-Ranjit Barman

    • আরাফাত বিন সুলতান Reply

      So sad… Have you tried to change the name?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *