জিমেইল এর পাসওয়ার্ড উদ্ধার করার উপায়

gmail on mobile

জিমেইল একাউন্টের পাসওয়ার্ড ভুলে যাওয়ার সমস্যাটি অনেকেরই হয়ে থাকে। তবে জিমেইল একাউন্ট এর পাসওয়ার্ড ভুলে গেলে পাসওয়ার্ড উদ্ধার বা রিকভার করা যায় খুব সহজেই। জিমেইল এর পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় জানতে এই লেখাটি পড়তে থাকুন।

জিমেইল একাউন্ট পাসওয়ার্ড ভুলে গেলে কি করব? – এমন জিজ্ঞাসার উত্তর কিন্তু বেশ সহজ। ভুলে যাওয়া জিমেইল এর পাসওয়ার্ড রিকভার করার একাধিক উপায় প্রদান করেছে গুগল যাতে যেকেউ অল্প সময়েই জিমেইল একাউন্ট এর পাসওয়ার্ড রিকভার বা রিসেট করতে পারে।

জিমেইল এর পাসওয়ার্ড ভুলে গেলে একাধিক উপায়ে রিকভার করা যায়। জিমেইল এর পাসওয়ার্ড রিকভার করার উপায়গুলো হলোঃ

  • রিকভারি ইমেইল এর মাধ্যমে জিমেইল আইডির পাসওয়ার্ড উদ্ধার
  • মোবাইল নাম্বার এর মাধ্যমে জিমেইল আইডির পাসওয়ার্ড রিসেট
  • ইমেইল বা মোবাইল নাম্বার ছাড়া জিমেইল আইডির পাসওয়ার্ড রিকভার

উল্লিখিত উপায়ে রিকভারি ইমেইল বা ফোন নাম্বার দিয়ে জিমেইল আইডি রিকভার করতে হলে অবশ্যই আগে থেকেই রিকভারি ফোন নাম্বার বা ইমেইল এড্রেস আপনার গুগল একাউন্টে (মানে জিমেইল একাউন্টে) সংযুক্ত করা থাকতে হবে। চলুন জেনে নেয়া যাক, উপরে উল্লিখিত উপায়ে কিভাবে জিমেইল আইডি এর ভুলে যাওয়া পাসওয়ার্ড রিকভার করবেন।

রিকভারি ইমেইল এর মাধ্যমে ভুলে যাওয়া জিমেইল পাসওয়ার্ড উদ্ধার করার নিয়ম

আপনি যদি আপনার জিমেইল একাউন্টে রিকভারি ইমেইল আগে থেকেই এড করে রাখেন, সেক্ষেত্রে ভুলে যাওয়া পাসওয়ার্ড রিকভার বা রিসেট করা অত্যন্ত সহজ। রিকভারি ইমেইল এর মাধ্যমে জিমেইল আইডির পাসওয়ার্ড রিকভার করতেঃ

  • ব্রাউজার থেকে জিমেইল একাউন্টের লগিন পেজে প্রবেশ করুন।
জিমেইল লগিন পেজ
  • যে জিমেইল আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন, সেটি খালিবক্সে টাইপ করে Next চাপুন।
  • এরপর আইডির পাসওয়ার্ড দিতে বলা হলে Forgot Password লিংকে ক্লিক করুন।
জিমেইল আইডি পাসওয়ার্ড রিকভারি
  • এরপর আপনার Account Recovery পেজ দেখতে পাবেন।
  • রিকভার মেইল হিসেবে যে মেইলটি যুক্ত করেছিলেন, সেটির ইনবক্সে Verification Code পেতে Send বাটন চাপুন।
  • এরপর আপনার রিকভারি ইমেইলের ইনবক্সে আসা ইমেইল থেকে Verification Code টি কপি করে Account Recovery পেজে গিয়ে Enter Code বক্সে বসিয়ে দিন ও Next চাপুন।
  • তারপর Change Password পেজে আপনার জিমেইল একাউন্টের নতুন পাসওয়ার্ড লিখুন। প্রদর্শিত দুইটি বক্সে একইভাবে নতুন পাসওয়ার্ডটি প্রদান করে Save Password বাটন চাপুন।
জিমেইল একাউন্ট রিকভারি নতুন পাসওয়ার্ড
  • এই পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করলে আপনার হারানো জিমেইল একাউন্টের পাসওয়ার্ড রিসেট হয়ে যাবে।

মোবাইল নাম্বার এর মাধ্যমে জিমেইল একাউন্ট রিকভার করার নিয়ম

জিমেইল একাউন্টে যদি মোবাইল নাম্বার আগে থেকেই এড করা থাকে, সেক্ষেত্রে জিমেইল আইডির ভুলে যাওয়া পাসওয়ার্ড রিকভার বা রিসেট করতে বেশিক্ষণ সময় লাগেনা। মোবাইল নাম্বার এর মাধ্যমে জিমেইল আইডির পাসওয়ার্ড রিকভার করতেঃ

  • ব্রাউজার থেকে জিমেইল একাউন্টের লগিন পেজে প্রবেশ করুন
  • যে জিমেইল আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন, সেটি খালিবক্সে টাইপ করে Next চাপুন
  • এরপর আইডির পাসওয়ার্ড দিতে বলা হলে Forgot Password লিংকে ক্লিক করুন
  • এবার আপনাকে Account Recovery পেজ দেখানো হবে, সেখান থেকে Try Another Way লিংকে ক্লিক করুন
  • এরপর আপনার ফোন নাম্বারে ভেরিফিকেশন কোড পাঠানোর জন্য জিমেইল একাউন্টে এড থাকা ফোন নাম্বারটি চাওয়া হবে
  • কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে আপনার মোবাইল নাম্বার প্রবেশ করে Send চাপুন
  •  এসএমএস এ আসা ভেরিফিকেশন কোডটি প্রদান করে Next চাপুন
  • এরপর Change Password পেজে আপনার জিমেইল একাউন্টের নতুন পাসওয়ার্ড প্রদর্শিত দুইটি বক্সে একইভাবে প্রদান করে Save Password বাটন চাপুন
  • এই পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করলে আপনার হারানো জিমেইল একাউন্টের পাসওয়ার্ড রিসেট হয়ে যাবে

আরো জানুনঃ হ্যাকিংয়ের হাত থেকে রক্ষা করুন জিমেইল একাউন্ট! (২-স্টেপ ভেরিফিকেশন)

ইমেইল বা মোবাইল নাম্বার ছাড়া জিমেইল একাউন্ট রিকভার নিয়ম

আগে থেকেই রিকভারি ইমেইল বা ফোন নাম্বার জিমেইল একাউন্টে এড করা না থাকলেও জিমেইল আইডি রিকভার করা সম্ভব। সেক্ষেত্রে জিমেইল টিম আপনার পাঠানো অনুরোধটি যাচাই করবে একাউন্টটি সত্যিই আপনার কিনা। তবে এই পদ্ধতিতে জিমেইল একাউন্টি রিকভার করার ব্যাপারটি সবসময় সফল নাও হতে পারে।

ইমেইল বা ফোন নাম্বার ছাড়া জিমেইল একাউন্ট রিকভার করতেঃ

  • ব্রাউজার থেকে জিমেইল একাউন্টের লগিন পেজে প্রবেশ করুন
  • আপনার জিমেইল আইডি লিখে Next চাপুন
  • Forgot Password লিংকে ক্লিক করুন
  • Try Another Way লিংকে ক্লিক করুন
  • আপনার মোবাইল নাম্বার দিয়ে দিয়ে রিকভার এর লেখা দেখালে I Don’t Have My Phone লিংকে ক্লিক করুন
  • এরপর আপনার একটি একটিভ ইমেইল এড্রেস Enter Email বক্সে প্রদান করে Next চাপুন
  • এরপর গুগল যাচাই করে দেখবে একাউন্টটি আপনার কিনা
  • গুগল এর যদি মনে হয় একাউন্টটি আপনার, সেক্ষেত্রে প্রদত্ত ইমেইলে হারিয়ে যাওয়া ইমেইলের পাসওয়ার্ড রিকভার এর ইমেইল পাবেন।

আরো জানুনঃ ইমেইল আইডি খোলার নিয়ম

(এছাড়া গুগল অনেক সময় আপনার পুরাতন পাসওয়ার্ড জানতে চাইতে পারে। ভুলে যাওয়ার আগে আপনার সর্বশেষ যে পাওয়ার্ডটি মনে আছে সেটি জানতে চাইতে পারে।)

👉 জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করার নিয়ম

উপরোক্ত নির্দেশনা সঠিকভাবে অনুসরণ করলে জিমেইল একাউন্ট এর পাসওয়ার্ড ভুলে গেলেও রিকভার বা রিসেট করতে পারবেন। আপনিও কি মাঝেমধ্যেই জিমেইলে একাউন্টের পাসওয়ার্ড ভুলে যান? কমেন্টে জানান আমাদেরকে!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

1 Comment

  1. SK Gaming with Bayzid Reply

    Bhai Amar Gmail ID password bhule kaise

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *