আজ ১৯ জুন বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক অচল হয়ে পড়েছিল। এসময় বিশ্বব্যাপী ১.৩ বিলিয়ন ফেসবুক সদস্যদের অনেকেই সাইটটি ভিজিট করতে পারছিলেন না।
তখন ফেসবুক সাইটে লগইন করা যাচ্ছিল না, এমনকি ফেসবুকের সাথে সংশ্লিষ্ট সেবা যেমন কমেন্ট প্ল্যাগিন, ফ্যানপেজ বক্স প্রভৃতিও সমস্যায় আক্রান্ত হয়েছিল। অর্থাৎ পুরো ফেসবুক প্ল্যাটফর্মই কিছু কিছু ব্যবহারকারীদের জন্য ডাউন ছিল।
ফেসবুকে ঢুকলে ব্যবহারকারীরা একটি বার্তা দেখতে পান যাতে লেখা ছিল ‘সরি সামথিং ওয়েন্ট রং। উই আর ওয়ার্কিং অন গেটিং দিস ফিক্সড অ্যাজ সুন অ্যাজ উই ক্যান’।
এসময় প্রায় ১৫ মিনিট যাবত অচল ছিল ফেসবুক ও এর অন্যান্য সার্ভিস। সমস্যাটির জানান দিতে ব্যবহারকারীরা টুইটারকে বেছে নেন।
ফেসবুকে সমস্যা হচ্ছে। "Sorry, something went wrong. We're working on getting this fixed as soon as we can" #ফেসবুক #Facebook #facebookdown
— Banglatech24.com (@Banglatech24) June 19, 2014
এ ব্যাপারে একজন ফেসবুক মুখপাত্র বিবিসিকে বলেন, ‘আজ সকাল থেকে একটি সমস্যার কারণে ফেসবুকে কিছুক্ষণের জন্য কোনো কিছু পোস্ট করতে পারেননি ব্যবহারকারীরা। আমরা দ্রুত সমস্যার সমাধান করেছি। এখন পুরোপুরি আবার ফিরে এসেছি। এই সমস্যার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।’ তবে সমস্যাটির কারণ হিসেবে কিছু উল্লেখ করেনি ফেসবুক।
ফেসবুক ডাউন হওয়ার ঘটনা নতুন কিছু নয়। ইতোপূর্বে বহুবার এরকম হয়েছে। গতমাসেও ফেসবুক বিকল হয়েছিল।
আপনিও কি ফেসবুকের এই সমস্যার সম্মুখীন হয়েছিলেন?
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।