অপেক্ষাকৃত কম মূল্যের ‘আইম্যাক’ আনল অ্যাপল

apple imac bttটেক জায়ান্ট অ্যাপল তুলনামূলক কম মূল্যের নতুন মডেলের একটি আইম্যাক কম্পিউটার বাজারে আনার ঘোষণা দিয়েছে। ২১.৫ ইঞ্চি স্ক্রিনের এই আইম্যাকে থাকছে ১.৪ গিগাহার্টজ ডুয়াল কোর ইনটেল কোর আই৫ প্রসেসর, ৮জিবি র‍্যাম, ৫০০জিবি হার্ডড্রাইভ ও ইনটেল এইচডি গ্রাফিক্স ৫০০০ সিরিজ।

কম্পিউটারটির সিপিইউ টার্বো বুস্ট প্রযুক্তির সাহায্যে ২.৭ গিগাহার্টজ পর্যন্ত গতি পেতে পারবে। নতুন এই আইম্যাকের দাম ১০৯৯ মার্কিন ডলার, যা এর চেয়ে উচ্চতর মডেলের চেয়ে ২০০ ডলার কম খরচ করবে

imac price list

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 7,989 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.